ডেফোডিলের প্রথম প্রান্তিকের বোর্ড সভার আহ্বান

dafodilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ডেফোডিল কম্পিউটারস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের বোর্ড সভার আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আগামী ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দুই ইন্সুরেন্স কোম্পানির শেয়ার হস্তান্তর সম্পন্ন

insurenceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেড ‌উদ্যোক্তা পরিচালক নিজ নিজ শেয়ার হস্তান্তর সম্পন্ন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সাদিয়া টি রহমান নামে উদ্যোক্তা নিজের হাতে থাকা কোম্পানিটির ৩ লাখ ৫৯ হাজার ৮৯২টি শেয়ার তাহার ভাই মীর মাহফুজুর রহমান নিকট ডিএসই ট্রেডিং সিস্টেমের বাহিরে হস্তান্তর সম্পন্ন করেন।

অপরদিকে, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের মো: হুমায়ূন কবির পাটোয়ারি নামে উদ্যোক্তা পরিচালক নিজের হাতে থাকা কোম্পানিটির ১০ লাখ ৮ হাজার শেয়ার তাহার সহধর্মিণী শাহনাজ পারভিনের নিকট ডিএসই ট্রেডিং সিস্টেমের বাহিরে হস্তান্তর সম্পন্ন করেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রাক্তন পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

bgic-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি  লিমিটেডের প্রাক্তন ‌উদ্যোক্তা আবু জাফর হুমায়ূন নামে থাকা প্রতিষ্ঠানের মোট ৩ লাখ ৪১ হাজার ২৫১টি শেয়ার সহধর্মিণী ও সন্তানদের নিকট হস্তান্তর সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, প্রাক্তন এই পরিচালকের শেয়ার আদালতের অনুমতিক্রমে ডিএসই কর্তৃপক্ষ তাহার সহধর্মিণী রীনা হুমায়ূনের নিকট ৪২ হাজার ৬৫৬টি শেয়ার, ছেলে সহিল হুমায়ূনের নিকট ১ লাখ ৯৯ হাজার ৬৩টি শেয়ার এবং মেয়ে প্রেমা হুমায়ূনের নিকট ৯৯ হাজার ৫৩২টি শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্পট মার্কেটে ফান্ডের তিন কোম্পানি

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের তিন কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, ১ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীন মিউচুয়াল ফান্ড ওয়ান ও এইমস ফার্স্ট গ্যারান্টিড মিউচ্যুয়াল ফান্ড কোম্পানি তিনটি আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে ৮ নভেম্বর রবিবার পর্যন্ত এই তিন কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে।

কোম্পানিগুলোর রেকর্ড ডেট ৯ নভেম্বর সোমবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

উভয় শেয়ারবাজারে সূচক ও দরের পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারের সপ্তাহের চতুর্থ দিনে সূচক ও দরের পতন হয়েছে। সে সাথে কমেছে লেনদেন। উভয় স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯০ কোটি ১১ লাখ ১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩২০ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। সোমবার লেনদেন হয়েছিল ২৯০ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। মঙ্গলবারেবারের চেয়ে বুধবারে ৩০ কোটি ৫০ লাখ ৪২ হাজার টাকার শেয়ার কম লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪০.২০ পয়েন্ট কমে ৪ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১ পয়েন্টে।

মঙ্গলবারে এই সূচক ছিল ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫.৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭২৮ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে সিএএসপিআই সূচক ১২৩.৫৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৭২.৪৬ পয়েন্ট কমে ৮ হাজার ৩৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১০৬.৫২ পয়েন্ট কমে ১২ হাজার ২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ৯.০৩ পয়েন্ট কমে ১ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৭.৯৩ পয়েন্ট কমে ৯৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবারে এই সূচক ছিল সূচক ৩৯.৭৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ২৩.৩৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৫১.৮০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১.৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৪.৪০ পয়েন্ট বেড়ে ৯৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে

আজ সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ কোটি ৫৪ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। গতকাল মঙ্গবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৮৮ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। সোমবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৪৫ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস ও লাফার্জ সুরমা।

সিএসইতে বুধবারে ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫টির দাম বেড়েছে, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত ছিল ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, কেডিএস, কাশেম ড্রাইসেল, সিএন্ডএ টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন, লাফার্জ সুরমা, বেক্স ফার্মা, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা ও আইসিবি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. ইফাদ অটোস
  2. কেডিএস
  3. কাশেম ড্রাইসেল
  4. সিএন্ডএ টেক্সটাইল
  5. বাংলাদেশ সাবমেরিন
  6. লাফার্জ সুরমা
  7. বেক্স ফার্মা
  8. তিতাস গ্যাস
  9. স্কয়ার ফার্মা
  10. আইসিবি।

৯ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা ৮ নভেম্বর

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ফান্ড খাতের নয় মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা ৮ নভেম্বর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ৮ নভেম্বর রবিবার বিকাল ৪টায় মিউচ্যুয়াল ফান্ডগুলোর বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

মিউচ্যুয়াল ফান্ড গুলো হলো – আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামি মিউচুয়াল ফান্ড-১, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ১ম মি: ফান্ড, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।

আসন্ন ট্রাষ্টি সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) ৩০ সেপ্টেম্বর ২০১৫ প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শমরিতা হসপিটালের শেয়ার প্রতি আয় ৬৫ পয়সা

samaritaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেড প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬৫ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (জুলাই’ ১৫ – সেপ্টেম্বর’ ১৫) প্রকাশ করলে এ তথ্য আসে। একই সময় গত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৫৮ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ৩ মাসে শেয়ার প্রতি আয় বেড়েছে ৭ পয়সা।

শমরিতা হসপিটাল লিমিটেড ৩ মাসে (জুলাই’ ১৫ – সেপ্টেম্বর’ ১৫) শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হচ্ছে ৬১ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৮১ পয়সা।

কোম্পানিটির ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৫৬ টাকা ৩৪ পয়সা। গত বছর একই সময়ে এ সম্পদের পরিমাণ ছিল ৫৫ টাকা ৫২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

নগদ ২০% লভ্যাংশ ঘোষণা শমরিতা হসপিটালের

samaritaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেড বিনিয়োগকারিদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৬৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মেট্রো স্পিনিংয়ের ৫% লভ্যাংশ ঘোষণা

metroস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড বিনিয়োগকারিদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ