শ্যামপুর সুগারের প্রথম প্রান্তিকে আয় কমেছে

Shyampur Sugar Mills Limited_company_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (জুলাই’ ১৫ – সেপ্টেম্বর’ ১৫) তিন মাসে (জুলাই- সেপ্টেম্বর)শেয়ার প্রতি আয় কমেছে ১৩ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমে ছিল ১৩ টাকা ১৮ পয়সা। আগের বছর থেকে এই বছরে শেয়ার প্রতি আয় কমেছে ২৯ পয়সা।

কোম্পানিটির প্রথম ৩ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) কমেছে ১৩ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময় কমেছিল ১২ টাকা ৮৩ পয়সা।

কোম্পানিটির ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) কমেছে ৫২৪ টাকা ৬৬ পয়সা। গত একই সময় এ সম্পদের পরিমাণ ছিল ৫২৯ টাকা ২০ পয়সা কমেছে।

শ্যামপুর সুগার মিলস লিমিটেডের সম্বনিত লোকসান দাঁড়িয়েছে ২৭৬ কোটি ৫৯ লাখ টাকা ৯০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

১৫ নভেম্বর আফতাব অটোর বোর্ড সভা

aftabস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের বোর্ড সভা আগামী ১৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

আফতাব অটোমোবাইলস লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রেনউইক যঞ্জেশ্বরের প্রথম প্রান্তিকে আয় ৪০ পয়সা

renwicস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ)লিমিটেড প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস)৪০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (জুলাই’ ১৫ – সেপ্টেম্বর’ ১৫) প্রকাশ করলে এ তথ্য আসে। একই সময় গত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৪১ পয়সা। গত বছর থেকে আয় কমেছে ১ পয়সা।

রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ)লিমিটেড ৩ মাসে (জুলাই’ ১৫ – সেপ্টেম্বর’ ১৫) শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হচ্ছে ৪৪ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৪৪ পয়সা।

কোম্পানিটির ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) কমেছে ৩০ টাকা ৩৪ পয়সা। গত একই সময় এ সম্পদের পরিমাণ কমেছিল ৩০ টাকা ৬১ পয়সা।

প্রথম ৩ মাসে (জুলাই, ১৫ – সেপ্টেম্বর ১৫) কোম্পানিটির সম্বনিত লোকসান দাঁড়িয়েছে ৮ কোটি ৬৮ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সূচক ও দর পতনে উভয় শেয়ারবাজার

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারের সপ্তাহের ৫ম ও শেষদিনে সূচক ও দরের পতনে লেনদেন হয়েছে। তবে গতদিনের চেয়ে বেড়েছে লেনদেন। উভয় স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯০ কোটি ১১ লাখ ১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। মঙ্গলবার লেনদেন হয়েছে ৩২০ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। সোমবার লেনদেন হয়েছিল ২৯০ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। বুধবারের চেয়ে বৃহস্পতিবারে ৪৫ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার শেয়ার বেশী লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯.১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক .৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১১ পয়েন্টে।

বুধবারে এই সূচক ছিল ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪০.২০ পয়েন্ট কমে ৪ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে সিএএসপিআই সূচক ৪৪.১৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ২৭.৮৪ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৬২.০৭ পয়েন্ট কমে ১২ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১.৯৭ পয়েন্ট কমে ১ হাজার ৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই .০২ পয়েন্ট কমে ৯৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বুধবারে এই সূচক ছিল সিএএসপিআই সূচক ১২৩.৫৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৭২.৪৬ পয়েন্ট কমে ৮ হাজার ৩৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১০৬.৫২ পয়েন্ট কমে ১২ হাজার ২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ৯.০৩ পয়েন্ট কমে ১ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৭.৯৩ পয়েন্ট কমে ৯৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ৩৮ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট।
গতকাল বুধবার লেনদেন হয়েছিল ১৮ কোটি ৫৪ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। মঙ্গবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৮৮ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। সোমবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৪৫ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস ও কেডিএস।

সিএসইতে বুধবারে ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টির দাম বেড়েছে, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত ছিল ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, তিতাস গ্যাস, এপোলো ইস্পাত, বিএসআরএমএল লিমিটেড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, কেডিএস, সাইফ পাওয়ারটেক, বিএসআরএমএস স্টিল ও খুলনা পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. ইফাদ অটোস
  2. তিতাস গ্যাস
  3. এপোলো ইস্পাত
  4. বিএসআরএম লিমিটেড
  5. স্কয়ার ফার্মা
  6. লাফার্জ সুরমা
  7. কেডিএস
  8. সাইফ পাওয়ারটেক
  9. বিএসআরএমএস স্টিল
  10. খুলনা পাওয়ার।

আদিল সিকিউরিটিজকে বিএসইসির জরিমানা

bsecস্টকমার্কেট ডেস্ক :

সিকিউরিটিজ আইন না মেনে পরিচালকদের মার্জিন ঋণ দেওয়ায় আদিল সিকিউরিটিজ লিমিটেডকে জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বুধবার বিএসইসির ৫৫৮তম কমিশন সভায় আইন লঙ্ঘন করার কারনে আদিল সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, আদিল সিকিউরিটিজ পরিদর্শনের পর তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিষ্ঠানটি পরিচালকদের ঋণ চুক্তি ছাড়াই মার্জিন ঋণ দিয়ে আইন ভঙ্গ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

১১ নভেম্বর আরএসআরএমএস স্টিলের বোর্ড সভা

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আগামী ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ও ডেফোডিল কম্পিউটারস লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ও ডেফোডিল কম্পিউটারস লিমিটেড আগামী ৮ নভেম্বর রবিবার থেকে ১৮ নভেম্বর বুধবার পর্যন্ত এই দুই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে।

কোম্পানিগুলোর রেকর্ড ডেট ১৯ নভেম্বর সোমবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রাইম টেক্সটাইলের বোর্ড সভা ১১ নভেম্বর

prime-textiles-logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের বোর্ড সভা আগামী ১১ নভেম্বর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আগামী ১১ নভেম্বর বুধবার বিকাল ৩টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

৮ নভেম্বর ম্যারিকো বাংলাদেশের লেনদেন বন্ধ

maricoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড আগামী ৮ নভেম্বর লেনদেন বন্ধ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এইদিন রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

৪ নভেম্বর বুধবার ও ৫ নভেম্বর বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক ছিল।

উল্লেখ্য, কোম্পানিটির গত বোর্ড সভায় ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর ৬ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ