শেয়ারবাজারের সমস্যা সমাধান করবেন অর্থমন্ত্রী

mohitনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বিরাজমান সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমানের সঙ্গে একান্ত বৈঠকে অর্থমন্ত্রী এ আশ্বাস দেন।

সূত্র জানিয়েছে, বৈঠকে অর্থমন্ত্রী বলেন, কী কারণে বাজারে এমন দরপতন হচ্ছে তা জানতে তিনি অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন। গতকাল সোমবার বিএসইসির চেয়ারম্যান তার সঙ্গে সাক্ষাত করতে এসেছিলেন। তখন তিনি এ বিষয়ে কিছু ধারণা পেয়েছে। আজ তাদের (আহমেদ রশীদ লালী ও ছায়েদুর রহমান) সঙ্গে আলোচনা থেকে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন।

অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বুধবার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তিনি আশা করেন বিদ্যমান অনেক সমস্যারই সমাধান করা সম্ভব হবে।

এর আগে সোমবার বাজার পরিস্থিতি নিয়ে বিএসইসি শীর্ষ কিছু ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকের সঙ্গে বৈঠক করে। এ বৈঠকেও প্রধান সমস্যা হিসেবে বাড়তি বিনিয়োগ সমন্বয়ের ইস্যুটি উঠে আসে।

জেমিনী সী ফুডের বোর্ড সভা ১৭ নভেম্বর

GEMINI-SEA-2-728x403স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনী সী ফুড লিমিটেডের বোর্ড সভা আগামী ১৭ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৭ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় ৫০ মিনিটে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

জেমিনী সী ফুড লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য নগদ ৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সূচকের মিশ্র প্রবণতা : কমেছে লেনদেন ও শেয়ারের দর

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারের সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা পরিলক্ষিত হয়। তবে গতদিনের চেয়ে কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর। উভয় স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৪ কোটি ৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। সোমবার হয়েছিল ৩২১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। সোমবারের চেয়ে মঙ্গলবারে ২৭ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার কম লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬.৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮১ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে সিএএসপিআই সূচক ৩৪.৩২ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ২৩.৮৪ পয়েন্ট কমে ৮ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১৯.০৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ .১২ পয়েন্ট কমে ৯৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই .৫৩ পয়েন্ট বেড়ে ৯৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ কোটি ৩০ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস ও কেডিএস।

সিএসইতে মঙ্গলবারে ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৩টির দাম বেড়েছে, কমেছে ১২০টির আর অপরিবর্তিত ছিল ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- তিতাস গ্যাস, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেল, বেক্স ফার্মা, লাফার্জ সুরমা, ইউনাইটেড পাওয়ার, কেডিএস, এমারেল্ড অয়েল ও সাইফ পাওয়ারটেক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. তিতাস গ্যাস
  2. ইফাদ অটোস
  3. স্কয়ার ফার্মা
  4. কাশেম ড্রাইসেল
  5. বেক্স ফার্মা
  6. লাফার্জ সুরমা
  7. ইউনাইটেড পাওয়ার
  8. কেডিএস
  9. এমারেল্ড অয়েল
  10. সাইফ পাওয়ারটেক।

বিওতে জমা হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ আইপিওর শেয়ার

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে আজ মঙ্গলবার জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে কম্পানিটির আইপিও লটারির ড্র।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন স্থগিতাদেশ প্রত্যাহার গত ৬ সেপ্টেম্বর হতে ১৪ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত এই আবেদন গ্রহণ চলে।

এর আগে গত ২৪ আগস্ট হতে ১ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করে। কিন্তু আগের দিন ডিএসইতে এ খবরে এই আবেদন স্থগিত করা হয়।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির ৩০০ শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একটি আইপিও আবেদনে গ্রাহককে গুনতে হবে ৬ হাজার টাকা। সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারবাজারে তিন কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে।

উল্লেখ্য, এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ৫৪৭তম সভায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের অনুমোদন দেয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আমান ফীডের লেনদেন বন্ধ

aman-addস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান আমান ফীড লিমিটেডের লেনদেন আগামীকাল বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির রেকর্ড ডেট ১১ নভেম্বর বুধবার। রেকর্ড ডেটের কারণে এই দিন শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর সোমবার থেকে ১০ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত এই কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট এবং ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

আমান ফীড লিমিটেড ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়াগকারিদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

১১ নভেম্বর স্পট মার্কেটে পাঁচ কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি আগামী ১১ নভেম্বর বুধবার থেকে ১২ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো, জ্বালানি ও বিদ্যুৎ খাতের সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, প্রকৌশল খাতের ইফাদ অটোস্‌ লিমিটেড ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেড, পাট খাতের নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি লিমিটেড এবং বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

কোম্পানিগুলোর রেকর্ড ডেট ১৫ নভেম্বর রবিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিনগুলোতে শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্পট মার্কেটে আনলিমা ইয়ার্ন

Anlima-Yarn-Dyeing-Limited_company_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং আগামী ১১ নভেম্বর বুধবার থেকে ১২ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এই কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির রেকর্ড ডেট ১৫ নভেম্বর রবিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিনগুলোতে শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
স্টকমার্কেটবিডি.কম/বিএ

আনলিমা ইয়ার্নের বোর্ড সভা ১৪ নভেম্বর

Anlima-Yarn-Dyeing-Limited_company_logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১৪ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী পর্যালোচনা করা হবে কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্থগিত করা হয়েছে মিথুন নিটিংয়ে বোর্ড সভা

mithunস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ নভেম্বর বিকাল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবার কথা ছিল। আজ বোর্ড সভাটি স্থগিত করা হয়েছে। বোর্ড সভার তারিখ ও সময় পরে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ