অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও হামিদ ফেব্রিক্সের লেনদেন স্থগিত

suspendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও হামিদ ফেব্রিক্সের আগামী রবিবার লেনদেন স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ২ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত করছে এসব কোম্পানির পরিচালনা পরিষদ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. ইফাদ অটোস
  2. বেক্সিমকো ফার্মা
  3. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  4. তিতাস গ্যাস
  5. সাইফ পাওয়ারটেক
  6. কেডিএস অ্যাক্সেসরিজ
  7. এমারেল্ড অয়েল
  8. জেনারেশন নেক্সট
  9. ফার কেমিক্যাল
  10. কাশেম ড্রাইসেলস।

শেষদিনে ডিএসইতে ৩৪ পয়েন্ট সূচকের উত্থান

index upস্টকমার্কেট ডেস্ক :

দেশের দুই শেয়ারবাজার সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন হয়েছে। এদিন গতকালের তুলনায় লেনদেনের পরিমান বেড়েছে। তবে ডিএসইতে অধিকাংশ কোম্পানির দর বেড়েছে। শেয়ারবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। আগের দিন বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪৭ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭২১ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস, সাইফ পাওয়ারটেক, কেডিএস অ্যাক্সেসরিজ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, জেনারেশন নেক্সট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং কাশেম ড্রাইসেলস।

অন্যদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৩৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ন্যাশনাল টিউবস স্পট মার্কেটে যাচ্ছে

national-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড আগামী রবিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার এ কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২২ ও ২৩ নভেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ নভেম্বর লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিডি অটোকারসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

bdautoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি অটোকারস লিমিটেডের শেয়ারের দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে গতকাল ১৮ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ কার্যদিবসের প্রতিদিনই ধারাবাহিকভাবে শেয়ারটির দর বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ২৪ টাকা ৯ পয়সা থেকে বেড়ে ৪০ টাকা ২ পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৫ টাকা ৩ পয়সা বা ৬১ দশমিক ৪৫ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি করবে বেক্সিমকো ফার্মা

beximcoস্টকমার্কেট ডেস্ক :

দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ রক্তচাপের ওষুধ কার্ভেডিলোল রপ্তানি করতে যাচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান US FDA কর্তৃক উৎপাদন ব্যবস্থা এবং মান নিয়ন্ত্রন পদ্ধতির কঠোর নিরীক্ষণের মাধমে কোম্পানি এই অনুমোদন লাভ করেছে। কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এর মাধ্যমে বেক্সিমকো ফার্মার টঙ্গীস্থ কারখানা, যা ইতিমধ্যে US FDA সনদ লাভ করেছে, বিভিন্ন মাত্রার কার্ভেডিলোল (৩০.১২৫ মিঃগ্রাঃ, ৬.২৫ মিঃগ্রাঃ, ১২.৫ মিঃগ্রাঃ, এবং ২৫ মিঃগ্রাঃ) ট্যাবলেট উৎপাদন করবে। যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য বাংলাদেশে কোনো ওষুধ উৎপাদনের অনুমোদন লাভ এটিই প্রথম যা এ দেশের ওষুধ শিল্পের জন্য একটি বড় মাইলফলক হয়ে থাকবে। উল্লেখ্য যে, বেক্সিমকো ফার্মা দেশের অন্যতম প্রধান ওষুধ রপ্তানিকারক এবং ইতিমধ্যে কোম্পানিটি যুক্তরাষ্ট্র, ইউরোপীয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা এবং ব্রাজিল সহ বিভিন্ন দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছে।

এই উপলক্ষ্যে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন- আমরা ইতিমধ্যে ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বাজারে ওষুধ রপ্তানী করে আসছি। যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানীর মাধ্যমে বাংলাদেশের ওষুধ শিল্পের নতুন দিগন্তের উন্মোচন হবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী বছরগুলোতে রপ্তানি বাণিজ্য প্রসারে ওষুধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এমডি-চেয়ারম্যানদের গাড়ীর মূল্য ১ কোটি টাকার উপরে নয়

bbস্টকমার্কেট ডেস্ক :

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এখন থেকে দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠান ৫০ লাখ টাকার অধিক মূল্যের মোটরকার কিনতে পারবে না। একইভাবে ১ কোটি টাকার অধিক মূল্যের জিপ ক্রয় করা যাবে না। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও অন্যান্য পদস্থ কর্মকর্তার জন্য বিলাসবহুল যানবাহন ক্রয় এবং বিভিন্ন শাখায় আড়ম্বরপূর্ণ সাজসজ্জাসহ অন্য খাতে উচ্চব্যয় নির্বাহের নজির লক্ষ্য করা যাচ্ছে। ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে। এতে প্রতিষ্ঠানের মুনাফার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। যার ফলে শেয়ারহোল্ডার ও গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শেয়ারহোল্ডার ও গ্রাহক স্বার্থরক্ষার্থে আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচ্চব্যয় পরিহারকল্পে ৬টি নির্দেশনা দেয়া হল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থে ক্রয়কৃত মোটরযানের সংখ্যা আর্থিক প্রতিষ্ঠানের জনবল ও অফিস বা শাখার সম্প্রসারণের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য প্রদেয় সার্বক্ষণিক গাড়িসহ সব যানবাহন ন্যূনতম ৫ বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য বলে বিবেচিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এনভয় টেক্সটাইলের ২২% লভ্যাংশ ঘোষণা

envoyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড গত বছরের বিনিয়োগকারিদের জন্য ১৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাসসহ মোট ২২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.৯৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০.০৯ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রাষ্ট্রীয় চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

bank-smbdনিজস্ব প্রতিবেদক :

সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানার এ ৪ বাণিজ্যিক ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের ঘটনা এই প্রথম। এমওইউ স্বাক্ষরের পরও সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল বুধবার চার ব্যাংকের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে পর্যবেক্ষক নিয়োগের কথা জানানো হয়েছে। ব্যাংকগুলোতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পাওয়া প্রত্যেকে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক পদের কর্মকর্তা।

পর্যবেক্ষক হিসেবে সোনালী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীকে। জনতা ব্যাংকে আহমেদ জামাল, অগ্রণী ব্যাংকে নির্মল চন্দ্র ভক্ত ও রূপালী ব্যাংকে আবদুর রহিম এ দায়িত্ব পালন করবেন। কোনো ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হলে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়।

এর আগে অনেক ব্যাংকে পর্যবেক্ষক দেওয়া হলেও কখনও নির্বাহী পরিচালকদের পর্যবেক্ষক দেওয়ার নজির নেই। বর্তমানে সরকারি মালিকানার বেসিকসহ পাঁচটি ব্যাংকে পর্যবেক্ষক রয়েছে। তাদের প্রত্যেকে কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ