1. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  2. বেক্সিমকো ফার্মা
  3. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  4. সাইফ পাওয়ারটেক
  5. ইফাদ অটোস
  6. ফার কেমিক্যাল
  7. ইউনাইটেড পাওয়ার
  8. লাফার্জ সুরমা
  9. তিতাস গ্যাস
  10. স্কয়ার ফার্মা।

ডিএসইতে ৫৮৬ কোটি টাকার লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয় লেনদেন। টাকার অংকে আগের দিনের তুলনায় উভয় বাজারে বেড়েছে লেনদেন। এদিন ডিএসইতে ৫৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৪৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৫৮৬ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার। যা গতকাল ছিল ৪৩০ কোটি টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস ট্রান্সমিসন এবং স্কয়ার ফার্মা।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫৩০ পয়েন্টে।

সিএসইতে দিনভর লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১০৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮৬ লাখ ৪৩ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ওয়েবসাইটে সাময়িক ত্রুটি : নির্বিঘ্নে লেনদেন

dse1

নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে ঢোকা যাচ্ছিল না। সমস্যার সমাধান হলে আবারো স্টক এক্সচেঞ্জটির ওয়েবসাইট থেকে সব ধরনের তথ্য পাওয়া যায়। তবে এ সময়ে নির্বিঘ্নে লেনদেন হয়েছে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

সেমাবার ডিএসইর অফিসের ইন্টারনেটের ধীরগতি ও সার্ভারে ত্রুটি থাকায় এমনটি হয়েছে বলে জানিয়েছেন ডিএসইর উপব্যবস্থাপনা পরিচালক ও মুখপাত্র শফিকুর রহমান। তিনি বলেন, ওয়েবসাইট বাইরে থেকে দেখা না গেলেও লেনদেনে কোনো সমস্যা হয়নি না।

মতিঝিলে অবস্থিত কয়েকটি সিকিউরিটিজে খোঁজ নিলে জানা গেছে, আজ লেনদেন স্বাভাবিক নিয়মে চলছে।

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে ম্যারিকো

maricoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ শেয়ারহোল্ডারদের হিসাব নম্বরে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ পাঠিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিআইএন) মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের এ্যাকাউন্টে লভ্যাংশ পাঠানো হয়েছে।

১৭ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০১৬ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তর্বর্তীকালীন ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সায়হাম কটনের বোর্ড সভা ৩০ নভেম্বর

saiham-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সায়হাম কটনের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। এদিন সোমবার বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে । কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ