আইটিসির আইপিও লটারি ড্র আজ

ITC-Logo-230x155স্টকমার্কেট ডেস্ক :

সদ্য প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালন্টেস (আইটিসি) লিমিটেডের আইপিও লটারির ড্র  আজ ৩ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির আইপিও লটারির সকাল ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আইটিসির আইপিও আবেদন ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলে। আর প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই একই তারিখ নির্ধারণ ছিল।

১০ টাকা অভিহিত মূল্য বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে আইটিসি। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে। আর এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে ৫৬৪ কোটি টাকা লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে শেষ হয় লেনদেন। টাকার অংকে আগের দিনের তুলনায় উভয় বাজারে বেড়েছে লেনদেন। এদিন ডিএসইতে ৫৬৪ কোটি টাকার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে।

বুধবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৫৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার। যা গতকাল ছিল ৪৭৮ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম স্টিলস, একটিভ ফাইন, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, আমান ফিডস, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ারটেক, কেপিসিএল, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও আরএসআরএম।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক .৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৫৯৬ পয়েন্টে।

সিএসইতে দিনভর লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১২৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এদিন সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪২ কোটি ১০ লাখ ১৫ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

‘বৈদেশিক বিনিয়োগকারী আনতে কর্পোরেট কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে’

dse-traininig-640x360নিজস্ব প্রতিবেদক :

তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য কর্পোরেট গভর্নেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোম্পানি যত ভালোভাবে কর্পোরেট গভর্নেন্স মেনে চলে সে কোম্পানির প্রবৃদ্ধিও তত বেশি। তাছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো যদি কর্পোরেট কমপ্লায়েন্স নিশ্চিত না করে তবে বৈদেশিক বিনিয়োগকারীরা বাজারের দিকে আকৃষ্ট হবে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেনিং একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী ‘কমপ্লায়েন্স ইন কর্পোরেট গভর্নেন্স বাই লিস্টেড কোম্পানিজ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে বক্তারা এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটওয়ারী।

পাটওয়ারী বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হবে। এজন্য কর্পোরেট গভর্নেন্স বিষয়ক জিনিসগুলো ভালোভাবে জানা থাকা প্রয়োজন। পাশাপাশি তা সঠিকভাবে মেনে চলাও আবশ্যক। তিনি আরও বলেন, যদি বৈদেশিক বিনিয়োগকারীদের আনতে হয় এবং শেয়ারবাজারে ইমেজ বৃদ্ধি করতে হয় তবে কমপ্লায়েন্স বিষয়ে উন্নতি করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক এম হাসান মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

এলআর গ্লোবালের ১০% নগদ লভ্যাংশ

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ইউনিট হোল্ডাদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে জানা গেছে।

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০১৫ অর্থবছরের ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এ ফান্ডটির ট্রাস্টি পরিষদ। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর।

সে বছরে ফান্ডটি নীট মুনাফা করেছে ১৩ কোটি ৯৪ লাখ ৭২ হাজার ৩২ টাকা ও আর ইউনিট প্রতি আয় করেছে ০.৮০ টাকা।

এ ফান্ড গত বছর ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

আইটিসির ৬৭.২৭ গুণ আবেদন জমা

ITC-Logo-230x155-145x150নিজস্ব প্রতিবেদক :

সদ্য প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালন্টেস (আইটিসি) লিমিটেডের মোট ৬৭.২৭ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আইটিসির আইপিও আবেদন ২ নভেম্বর, সোমবার থেকে ১১ নভেম্বর, বুধবার পর্যন্ত চলে।

১০ টাকা অভিহিত মূল্য বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে আইটিসি। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে। আর এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

এ অর্থ ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ কাজে ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেটাওয়ান ইনভেস্টমেন্ট।

এদিকে আগামী ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির আইপিও লটারির ড্র। আইপিও লটারির ড্র সকাল ১০টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট রমনা, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে