সেন্ট্রাল ফার্মার বোনাস বিওতে দিল সিডিবিএল

Central-Pharma-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মা লিমিটেডের গত বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার এ কোম্পানির লভ্যাংশের এসব শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এশিয়া ইনসুরেন্সের ঋণমান ‘এ+’

Asia-Insurance-Limited SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বীমা খাতের কোম্পানি এশিয়া ইনসুরেন্স লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান ‘এ+’ এসেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানিটির এ মান নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পর্যালোচনা করে এ মান নির্ধারণ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এপেক্স স্পিনিংয়ের দর বাড়ার কারণ নেই

apex spi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ৮ কার্যদিবসের মাত্র ২দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৭২ টাকা ৯ পয়সা থেকে বেড়ে ৯০ টাকা ৭ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৭ টাকা ৮ পয়সা বা ২৪ দশমিক ৪২ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. বেক্সিমকো ফার্মা
  2. কাশেম ড্রাইসেলস
  3. স্কয়ার ফার্মা
  4. এমারেল্ড ওয়েল
  5. সিঙ্গার বিডি
  6. সাইফ পাওয়ার
  7. লাফার্জ সুরমা
  8. রিজেন্ট টেক্সটাইল
  9. বিএসআরএম স্টিলস
  10. ডেল্টা লাইফ।

শেয়ারবাজারে বেশিরভাগ শেয়ারের দর কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার সূচক ও লেনদেনের পতন হয়েছে। এদিন উভয় বাজারে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সূচক ১৯.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫১৩ পয়েন্টে। এদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭১৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম। গতকাল রবিবার কার্যদিবসে এ বাজারে লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি কোটি টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেলস, স্কয়ার ফার্মা, এমারেল্ড ওয়েল, সিঙ্গার বিডি, সাইফ পাওয়ার, লাফার্জ সুরমা, রিজেন্ট টেক্সটাইল, বিএসআরএম স্টিলস ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

মঙ্গলবার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৩ পয়েন্টে। সেখানে ২১ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়। গতকাল ২৪ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

স্পট মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবারে স্পট মার্কেটে ৪ কোম্পানির ১০ লাখ ১৩ হাজার ৮৮৬টি শেয়ার ১ হাজার ৫৭৩ বার লেনদেন হয়েছে। যার বাজারদর ৪ কোটি ৪০ লাখ ৪ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। সোমবার স্পট মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো বঙ্গজ, ইস্টার্ন ক্যাবলস, মিথুন নিটিং এবং তাল্লু স্পিনিং।

সূত্র মতে, সোমবার বঙ্গজের ৪৫ হাজার ৮৭৩টি শেয়ার ৪৯৮ বার লেনদেন হয়। যার বাজার দর ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকা। ইস্টার্ন ক্যাবলসের ২ হাজার ৪২৯টি শেয়ার ১৯ বার লেনদেন হয়। যার বাজার দর ৩ লাখ ১৬ হাজার টাকা। মিথুন নিটিংয়ের ২ লাখ ৩৯ হাজার ১৮৬টি শেয়ার ৫৭৫ বার লেনদেন হয়। যার বাজার দর ১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার টাকা। এবং তাল্লু স্পিনিংয়ের ৭ লাখ ২৬ হাজার ৩৯৮টি শেয়ার ৪৮১ বার লেনদেন হয়। যার বাজার দর ১ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রহিম টেক্সটাইলের দীর্ঘ মেয়াদী ঋণমান ‘এ’

rahimস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে পোশাক শিল্প খাতের কোম্পানি রহিম টেক্সটাইল দীর্ঘ মেয়াদী ঋণমান ‘এ’ এসেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানিটির এ মান নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) তাদের মান নির্ধারণ করেছে এসটি-৩ (ST-3)।

কোম্পানিটি জানিয়েছে, ৩০ জুন ২০১৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পর্যালোচনা করে এ মান নির্ধারণ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বারাকা পাওয়ারের এজিএমের স্থান পরিবর্তন

baraka-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে জ্বালানী খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে। কোম্পানির ৮তম এজিএমটি সিলেটের লা রোজ হোটেলে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সিলেটের স্টার প্যাসিফিক হোটেলে এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল। আর তারিখ নির্ধারণ করা হয় ৩১ ডিসেম্বর।

তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির রেকর্ড আগামী ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

রিজেন্ট টেক্সটাইলের শেয়ার নজিরবিহীন দরে লেনদেন

logo-regentনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে নতুন কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলসের শেয়ার দরে হতাশ বিনিয়োগকারীরা। সেকেন্ডারি মার্কেটে প্রথমদিনে প্রায় আইপিও মূল্যে লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার।

সোমবার লেনদেন শুরু হওয়া এ কোম্পানির শেয়ারের দর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে দর বেড়েছে মাত্র ৫০ পয়সা। ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা বরাদ্দমূল্যে আইপিও প্রাথমিক (শেয়ার) অনুমোদন পাওয়া এ কোম্পানির শেয়ারের দর দিন শেষে দাঁড়িয়েছে ২৫ টাকা ৫০ পয়সা।

লেনদেন প্রথম দিন রিজেন্ট টেক্সটাইলের শেয়ার সর্বোচ্চ দর উঠে ৩১ টাকা। সর্বনিম্ন দর ছিল ২৫.১০ টাকা। এ দিন কোম্পানির ১ কোটি ১৪ লাখ ৭১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত শেয়ারের দর ৩০ কোটি ৪২ হাজার টাকা। রিজেন্ট টেক্সটাইল ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা দরে ৫ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করেছে।

বিশ্লেষকরা বলছেন, বড় ধরনের মুনাফার আশায় আইপিওতে আবেদন করে থাকেন বিনিয়োগকারীরা। বেশি হারে প্রিমিয়াম পাওয়ায় এমন হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ।

তিনি বলেন, আইপিওতে অনুমোদন পাওয়া কোম্পানিগুলো যোগ্যতার চেয়ে বেশি প্রিমিয়াম পাচ্ছে। প্রিমিয়ামের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যে কারণে লেনদেনে শেয়ার দর বাড়ছে না। তিনি আরও বলেন, নতুন শেয়ারে মার্জিন ঋণ বন্ধ করায় শেয়ার দর বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

চলতি বছরে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর রিজেন্ট টেক্সটাইলসহ ১২টি কোম্পানির লেনদেন শুরু হয়েছে। এসব কোম্পানির মধ্যে লেনদেনের প্রথমদিনে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৩২৩.৫ শতাংশ, আমান ফিডের ১৭২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৩৯১ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩৭.৩১ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ১২৫.৭১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ১৪৩ শতাংশ, ইফাদ অটোসের ১২৫.৬৭ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ১২০ শতাংশ ও ন্যাশনাল ফিডের ৩২৫ শতাংশ দর বেড়েছিল।

এদের মধ্যে সবচেয়ে কম দর বেড়িছিল শাশা ডেনিমসের। প্রথমদিন আইপিও বরাদ্দ মূল্যের তুলনায় ৫.৪৩ শতাংশ দর বেড়েছিল এ কোম্পানির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে