পাইওনিয়ার ইন্স্যুরেন্স দীর্ঘ মেয়াদে ঋণমান ‘এএএ’

PIONEER INSURANCE smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স দীর্ঘ মেয়াদে ‘এএএ’ ঋণমান অর্জন করেছে। আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) কোম্পানিটির এ মান নির্ণয় করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, স্বল্প মেয়াদে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড ( আলফারেটিং) তাদের মান নির্ধারণ করেছে এআর-১ (AR-1)।

সূত্র থেকে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন, ২০১৫ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৫ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পর্যালোচনা করে এ মান নির্ধারণ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

সামিট পোর্ট ১১৬৭ শতাংশ জমি কিনেছে

summitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট নদীর পাড়ে ১১৬৭ শতাংশ জমি কিনেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নদী টার্মিনাল সুবিধা সম্প্রসারণ এবং বর্ধিত চাহিদা পূরণে মুক্তারপুরে এ জমি কিনেছে। জমি কিনতে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি টাকা।

২০০৮ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

  1. বেক্স-ফার্মা
  2. কাশেম ড্রাইসেলস
  3. স্কয়ার ফার্মা
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. রিজেন্ট টেক্সটাইল
  6. সাইফ পাওয়াটেক
  7. বিএসআরএম স্টিলস
  8. আফতাব অটো
  9. কেডিএস এক্সেসরিজ
  10. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

ডিএসইতে ২৮৬ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ২৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২১ কোটি টাকা। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিনভর ডিএসইতে ২৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৮ কোটি টাকা কম লেনদেন। আগের দিন ডিএসইতে ৩২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭১৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেলস, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, রিজেন্ট টেক্সটাইল, সাইফ পাওয়াটেক, বিএসআরএম স্টিলস লিমিটেড, আফতাব অটোমোবাইলস, কেডিএস এক্সেসরিজ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টি কোম্পানির, দর কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির।

এদিন সিএসইতে ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

রেনউইকজারের এজিএমের দিন পরিবর্তন

renwicস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে জ্বালানী খাতের কোম্পানি রেনউইকজার লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি সিলেটের আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০ ডিসেম্বর এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল। কুষ্টিয়ার এই এজিএমটি অনুষ্ঠিত হবে।

তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির রেকর্ড আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

অলিম্পিক এক্সেসরিজের এজিএম অনুষ্ঠিত

olimpic ...smbdস্টকমার্কেট ডেস্ক :

প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজের এজিএম অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সভাটি হয়েছে। চলতি বছরই শেয়ারবাজারে আসা অলিম্পিক এক্সেসরিজের পরিচালনা পর্ষদ শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও সব ধরনের শেয়ারহোল্ডারের জন্য ৭ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে।

এজিএমের রেকর্ড ডেট ছিল গত ১৯ নভেম্বর। ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৩ পয়সা ও নিরীক্ষিত এনএভিপিএস ১৬ টাকা ৭১ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে এর ইপিএস দাঁড়িয়েছে ৪০ পয়সা; আগের বছর একই সময়ে যা ছিল ২৯ পয়সা।

কোম্পানিটি এ বছর অভিহিত মূল্যে দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে মোট ২০ কোটি টাকা মূলধন উত্তোলন করেছে। ডিএসইতে মঙ্গলবার সর্বশেষ ৩২ টাকা ৮০ পয়সায় অলিম্পিক এক্সেসরিজের শেয়ার হাতবদল হয়। তালিকাভুক্তির পর এর দর ২৮ টাকা থেকে ৭০ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ছয় কোম্পানি ৮২৭ কোটি টাকার রাইট শেয়ারের অপেক্ষায়

bsecনিজস্ব প্রতিবেদক :

অনুমোদনের অপেক্ষায় রয়েছে ৬টি কোম্পানির ৮২৭ কোটি টাকার রাইট শেয়ার। এর মধ্যে ২৯৪ কোটি টাকা প্রিমিয়াম। তবে চলতি বছর আরও ৯টি কোম্পানির রাইট শেয়ারের আবেদন নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অর্থনীতিবিদরা বলছেন, মন্দা বাজারে শেয়ারের সরবরাহ বাড়ানোর আগে বিএসইসিকে চিন্তা করতে হবে। আর কোনো কোম্পানির রাইট শেয়ার অনুমোদনের আগে এসব কোম্পানির পেছনের রেকর্ড দেখতে হবে।

গত অর্থবছর ৫টি কোম্পানি রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে এক হাজার ৪৪৫ কোটি টাকা নিয়েছিল।

মূলধন বাড়াতে কোম্পানিগুলো বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে যে শেয়ার বিক্রি করে তাই রাইট শেয়ার। আর চলতি বছর খাদ্য ও সমজাতীয় খাতের কোম্পানি বঙ্গজ ১টি শেয়ারের বিপরীতে ৩টি শেয়ার দেয়ার ঘোষণা দিয়েছে। এ ক্ষেত্রে কোনো প্রিমিয়াম প্রস্তাব করা হয়নি। অভিহিত মূল্যে এসব শেয়ারের দাম ১৬ কোটি টাকা। ৭৮ কোটি টাকা প্রিমিয়ামসহ ১৩০ কোটি টাকা সংগ্রহের ঘোষণা দিয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। ঢাকা ডাইং বাজার থেকে ১১৮ কোটি টাকা নেয়ার প্রস্তাব দিয়েছে।

এ ছাড়া ৭৪ কোটি টাকা প্রিমিয়ামসহ ২৬১ কোটি টাকা নেবে জিপিএইচ ইস্পাত, ১২৫ কোটি টাকা প্রিমিয়ামসহ ১৫১ কোটি টাকা নেবে আইডিএলসি ফিন্যান্স এবং ১৭ কোটি টাকা প্রিমিয়ামসহ ৫১ কোটি টাকা নেবে সামিট এলায়েন্স পোর্ট।

অন্যদিকে ৯টি কোম্পানি রাইট শেয়ারের আবেদন করলেও মৌল ভিত্তি দুর্বল হওয়ায় তা নাকচ করে দেয় বিএসইসি। কোম্পানিগুলো হল : বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিচ হ্যাচারি, সেন্ট্রাল ফার্মা, দেশবন্ধু পলিমার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, জেএমআই সিরিঞ্জ, ম্যাকসন্স স্পিনিং, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং সাফকো স্পিনিং।

সূত্র জানায়, ২০১২ সালে ৯টি প্রতিষ্ঠান ৪৯ কোটি ৭৯ লাখ শেয়ার ছেড়ে ৮৬৪ কোটি ৬২ লাখ টাকা নিয়েছে। অভিহিত মূল্যে যা ৪৯৭ কোটি ৯০ লাখ টাকা। ২০১৩ সালে ৮টি প্রতিষ্ঠান ১৮ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৮০ কোটি ২৯ লাখ টাকা নিয়েছে। সর্বশেষ ২০১৪ সালে ৯টি প্রতিষ্ঠান প্রিমিয়ামসহ ২ হাজার ৭০৮ কোটি টাকা নিয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, রাইট শেয়ারের মাধ্যমে টাকা সংগ্রহ করতে আইনগত বাধা নেই। তবে কোম্পানি কোন খাতের টাকা কোন খাতে খরচ করে তা বিএসইসিকে নজরদারি করতে হবে। কোনো কোম্পানি অনিয়ম করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ডিএসইর সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান বলেন, কোম্পানিগুলো মূলধন সংগ্রহ করে তার প্রবৃদ্ধি বাড়াবে। এতে বিনিয়োগকারী এবং উদ্যোক্তা উভয়ই লাভবান হবে। কিন্তু কোম্পানি টাকা নিয়ে অনিয়ম করলে তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দায়িত্ব বিএসইসির।

স্টকমার্কেটবিডি.কম