1. লংকাবাংলা ফিন্যান্স
  2. গ্রামীণফোন
  3. ওরিয়ন ফার্মা
  4. সিঙ্গার বিডি
  5. ইউনাইটেড পাওয়ার
  6. স্কয়ার ফার্মা
  7. কাশেম ড্রাইসেলস
  8. বেক্সিমকো ফার্মা
  9. সিএমসি কামাল
  10. জাহিন স্পিনিং।

শেয়ারবাজারে সূচক ও লেনদেনের অব্যহত পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচক ও লেনদেনের অব্যহত পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪৪০ কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে হয়েছে ২৮ কোটি টাকার উপরে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭১৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার এ লেনদেন ছিল ৪৬২ কোটি ৯২ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল এবং জাহিন স্পিনিং লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে সিএসই সার্বিক সূচক ৭৭পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। এদিন টাকার অংকে লেনদেন হয়েছে ২৮ কোটি ১২ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয় ৫১ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ওরিয়ন ফার্মার দর বাড়ার তথ্য নেই

orionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মাসিটিক্যাল লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জকে এ কথা জানানো হয়।

কোম্পানিটির শেয়ারের সাম্প্রতিক এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই ও ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় তারা। এ সময় ওরিয়ন ফার্মাসিটিক্যালের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিডিকমের পরিচালকের শেয়ার গ্রহণ

bdcomস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডি কম লিমিটেডের এক পরিচালক শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির পরিচালক কারাতুল আন সিদ্দিকী ৭,৪৯,৫৩০ টি শেয়ার তার ভাই মোহাম্মদ আলীর নিকট হতে গ্রহণ করবে।

উপহার স্বরুপ এসব শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে হস্তান্তর সম্পন্ন করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

গোল্ডেন হার্ভেষ্টের শেয়ার হস্থান্তরের ঘোষণা

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালকরা শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির পরিচালক মোহা. মেহেদি সামদানি ১,৬৩,৮০০ টি শেয়ার তার পিতা ইমামুজ্জামান চৌধুরীর কাছে হস্থান্তর করবে।

কোম্পানিটির পরিচালক মেহেদি সামদানির নিকট মোট ৫,০১,৮০০ টি শেয়ার রয়েছে।

উপহার স্বরুপ এসব শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে হস্তান্তর সম্পন্ন করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

জিপিএইচ ইস্পাতের তৃতীয় প্রান্তিকের ইপিএস

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত মিল লিমিটিডের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৯৩ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির চলতি বছরের ৩য় প্রান্তিকের (নভেম্বর-জানু) আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

এই প্রান্তিকে কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ১৬.৯৯ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ১৬.৪০ টাকা।

এ সময় ইপিএস হয়েছে ৯৩ পয়সা। গত বছরের একই সময় শেয়ার প্রতি আয় ছিল ৭২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ফনিক্স ফাইন্যান্সের ২০% লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কোম্পানিটির বোর্ড সভায় এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে ওয়ান ব্যাংকর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.১৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ এসেছে ২০.৭৬ টাকা।

আগামী ২৬ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ