1. লংকাবাংলা ফিন্যান্স
  2. বিএসআরএম লি
  3. ইউনাইটেড পাওয়ার
  4. সিএমসি কামাল
  5. সামিট পাওয়ার
  6. ওরিয়ন ফার্মা
  7. কাশেম ড্রাইসেলস
  8. বেক্সিমকো ফার্মা
  9. আমান ফিডস
  10. ইফাদ অটোস।

দিনশেষে সূচক বাড়লেও লেনদেন সামান্য পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) মঙ্গলবার লেনদেনের সামান্য পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৬ কোটিতে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০.২৫ পয়েন্ট বেড়ে ৪৪৫৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট বেড়ে ১০৮০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৬.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৭০৯ পয়েন্টে।

দিনভর ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩০৬ কোটি ২৫ লাখ টাকা। গতকাল সোমবার এই বাজারে লেনদেন হয়েছিল ৩১০ কোটি টাকার উপরে।

এই দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সিএমসি কামাল, সামিট পাওয়ার, ওরিয়ন ফার্মা, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো ফার্মা, আমান ফিডস ও ইফাদ অটোস।

অপরদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৪৮পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২১ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ২২ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছে ২২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। এহিসাবে সিএসইতে লেনদেন অর্ধেকের বেশি কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইস্টার্ন লুব্রিকেন্টসের দর সার্কিট ব্রেকারে

easterস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের লেনদেনের আধা ঘণ্টার মধ্যে হল্টেড হয়ে গেছে । এতে কোম্পানির শেয়ারটি দর স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ১৩ হাজার ৬২৮ টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। সর্বশেষ লেনদেনটি হয় ৬৭৮ টাকা ২০ পয়সা দরে। যা সার্কিট ব্রেকারে অবস্থান করছে।

গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৪১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

আমান ফিডের সাথে বেঙ্গল ফিডের চুক্তি

Aman-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড মিল লিমিটেডে সাথে বেঙ্গল ফিডের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। কোম্পানিটিকে কাঁচামাল সরবরাহ করবে আমান ফিড আর উৎপাদিত দ্রব্য আমানকে দিবে বেঙ্গল ফিডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চুক্তি অনুযায়ী, বেঙ্গল ফিড প্রতি মাসে ৭০০ মি.টন পরিমাণের উৎপাদিত পণ্যের কাঁচামাল নিবে। আর উৎপাদিত পণ্যের বাজারজাত করণের জন্য চাহিদা অনুযায়ী আমানকে সরবরাহ করবে।

এতে আমান ফিডের প্রায় ৩৫ কোটি টাকা বিক্রয় বৃদ্দি পাবে। আর মুনাফা প্রায় ২.৮০ কোটি টাকা বাড়বে বলে দাবি করছে আমান ফিড।

আর চুক্তিটি ১১ মার্চ হতে কার্যকর হবে। আর আগামী একবছর এর মেয়াদ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

নিজস্ব দুই কারখানা বন্ধ করবে কে অ্যান্ড কিউ

knqস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ নিজেদের দুটি কারখানায় কার্বন রড ও আলকাতরা উৎপাদন স্থগিত রাখতে বিনিয়োগ বোর্ডের কাছে আবেদন করবে । ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কার্বন রড ইউনিট (ইউনিট-১) ও আলকাতরা ইউনিট (ইউনিট-২) কারখানার উৎপাদন স্থগিত করতে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপশি উৎপাদন স্থগিত করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছেও আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

কে অ্যান্ড কিউর পরিচালনা পর্ষদের সভায় কার্বন রড ইউনিট এবং আলকাতরা ইউনিট কারখানার অব্যবহৃত কাঁচামাল এবং যন্ত্রপাতি বিক্রির সিদ্ধান্তও নেওয়া হয়।

দুই কারখানার মেয়াদোত্তীর্ণ এবং পুরাতন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি কিনতে আগ্রহী কোনো পক্ষের কাছে ন্যায্য দামে সেগুলো বিক্রির উদ্যোগ নেবে এই কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ডিএসইর নির্বাচনে রকিবুর-মান্নান ইমন চূড়ান্ত

rakib-smbdনিজস্ব প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী পরিচালক পদের জন্য শেষ পর্যন্ত দুইজন প্রার্থী চুড়ান্ত হয়েছে। নির্বাচনের মাঠে লড়বেন সাবেক সভাপতি রকিবুর রহমান ও সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন।

ডিএসইর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আবার কারো প্রার্থীতা বাতিলও করা হয়নি। ফলে এক পরিচালক পদে দুজনের মধ্যে ১৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিএসইর সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর সমঝোতার ভিত্তিতে শেয়ারধারী পরিচালকদের মধ্য থেকে অবসরে যাবেন শরীফ আনোয়ার হোসেন। তার এ পদে নির্বাচনটি হবে।

রকিবুর রহমান ও মিনহাজ মান্নান ডিমিউচুয়ালাইজেশন হওয়ার আগে সংস্থাটির পরিচালক পদে দায়িত্ব পালন করেন। এদের মধ্যে রকিবুর রহমান একাধিক দফায় সংস্থাটির পরিচালক ও সভাপতি ছিলেন। আর মিনহাজ মান্নান ডিমিউচুয়ালাইজেশনের পূর্ববর্তী পর্ষদে পরিচালক ছিলেন।

নিয়ম অনুযায়ী, শেয়ারধারী পরিচালকদের মধ্য থেকে প্রথম বছর একজন, দ্বিতীয় বছরে এসে একজন এবং তৃতীয় বছরে গিয়ে দুজন অবসরে যাবেন। আর তার বিপরীতে নতুন শেয়ারধারী পরিচালক নির্বাচিত হবেন। যদি একাধিক প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে সরাসরি ভোটে নতুন পরিচালক নির্বাচন করা হবে।

ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, ১৩ সদস্যবিশিষ্ট ডিএসইর পরিচালনা পর্ষদের মধ্যে শেয়ারধারী পরিচালক রয়েছেন চারজন। বাকি নয়জন পরিচালকের মধ্যে সাতজন স্বতন্ত্র এবং পদাধিকারবলে ব্যবস্থাপনা পরিচালকও পর্ষদে অন্তর্ভুক্ত রয়েছে। আর কৌশলগত বা স্ট্যাস্ট্রেজিক বিনিয়োগকারীর জন্য সংরক্ষিত একটি পরিচালকের পদ এখনো শূন্য রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে