সাফকোর অফিস পরিবর্তন

safko-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের কর্পোরেট অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস রাজধানীর গুলশানে স্থানান্তর করা হয়েছে। সেখানে বি ব্লকের ১০ নম্বর ভবনে এই অফিস নেওয়া হয়েছে।

এর আগে কোম্পানিটির এ অফিস রাজধানীর তেজগা নাখালপাড়া ছিল।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম

emdadulনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক নির্বাচিত হলেন মেজর (অব:) এমদাদুল ইসলাম। তিনি তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মহিউদ্দিনকে ৩৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

সিএসই সূত্র জানিয়েছে, নির্বাচনে মোট ভোট পড়ে ৭৪টি। এর মধ্যে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমদাদুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মহিউদ্দিন পেয়েছেন ২০ ভোট।

মেজর (অব:) এমদাদুল ইসলাম বিকে ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক। আর মোহাম্মদ মহিউদ্দিন আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. এমজেএলবিডি
  2. শাহজিবাজার পাওয়ার
  3. লাফার্জ সুরমা
  4. ইউনাইটেড পাওয়ার
  5. ডরিন পাওয়ার
  6. গ্রামীন ফোন
  7. বেক্স ফার্মা
  8. বিএসআরএম লি.
  9. খান ব্রাদার্স পিপি
  10. এসিআই লিমিটেড।

ডিএসইতে লেনদেন ৩৬৯ কোটি টাকা

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সব ধরণের মূল্য সূচক ছিল উর্ধ্বমূখী। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৬৯ কোটি টাকার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ২২ কোটি টাকা ছাড়িয়েছে।

রবিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। যা গত বৃহস্পতিবার ছিল ৪২৪ কোটি ৬৭ লাখ টাকা। এহিসাবে এদিন লেনদেন ৫০ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭১২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৩১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- এমজেএলবিডি, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, ইউনাইটেড পাওয়ার, ডরিন পাওয়ার, গ্রামীন ফোন, বেক্স ফার্মা, বিএসআরএম লি., খান ব্রাদার্স পিপি এ এসিআই লিমিটেড।

এদিকে অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃস্পতিবার সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৮ লাখ টাকার।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

সিএমসি কামাল ও জেনারেশন নেক্সটের সভা স্থগিত

egm-agm-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বস্ত্র খাতের সিএমসি কামাল ও জেনারেশন নেক্সটের পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্থগিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তবে কোম্পানি দুইটির রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে ।

অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানি দুইটির এজিএম স্থগিত করা হয়েছে।

এর আগে জেনারেশন নেক্সটের আগামী ২৫ জুন এজিএম ও ইজিএম করার ঘোষণা দিয়েছিল। আর সিএমসি কামাল ৬ জুন এজিএম করার ঘোষণা দিয়েছিল।

গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় এ সব তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থ বছর অনুসরন করার নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা আগামী ১লা জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সিনো-বাংলার বোর্ড সভা ২৯ মে

sinoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিনো-বাংলা লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৯ মে বেলা সাড়ে ৩ টায নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

সিএসইর লভ্যাংশ নিয়ে এজিএমে বিনিয়োগকারীদের অসন্তোষ

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঘোষিত লভ্যাংশ নিয়ে অসন্তোষ জানিয়েছেন সংস্থাটির শেয়ারধারীরা। একই সঙ্গে সংস্থাটির বর্তমান পরিচালনা পর্ষদের কাজেও অসন্তোষ প্রকাশ করেন একাধিক শেয়ারধারী।

সিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গত শনিবার শেয়ারধারীরা অসন্তোষ প্রকাশ করেন। সিএসইর চট্টগ্রাম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি মোহাম্মদ আবদুল মজিদ।

সভা সূত্রে জানা যায়, বেশির ভাগ শেয়ারধারীর দাবি ছিল ১০ শতাংশ নগদ লভ্যাংশ। কিন্তু সংস্থাটির পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এ ছাড়া সভায় একজন শেয়ারধারী সিএসইর সভাপতির পদত্যাগও দাবি করেন।

নিয়ম অনুযায়ী, পর্ষদের ঘোষিত লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় অনুমোদন করিয়ে নিতে হয়। কিন্তু গতকাল লভ্যাংশ অনুমোদনের বিষয়টি উত্থাপিত হলে বেশ কয়েকজন শেয়ারধারী তাতে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দাবি করা হয়। তবে কোম্পানি আইনের বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত চাপের মুখেও এ লভ্যাংশ বাড়ানো সম্ভব হয়নি। জানা গেছে, শেয়ারধারীদের ৬ শতাংশ লভ্যাংশ দিতে সিএসইর প্রায় ৩৭ কোটি টাকা খরচ হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইষ্টার্ণ হাউজিংয়ের ইপিএস ৯৬ পয়সা

ehl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানটির ইপিএস বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (ফ্রেবুয়ারি’১৬ থেকে এপ্রিল’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৬ পয়সা । যা আগের বছর একই সময় ছিল ৭৪ পয়সা।

আগের বছর একই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৬৭.৩৭ টাকা , যা গত বছর একই প্রান্তিকে ছিল ৬৬.৯৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ডেল্টা লাইফের ১৮% লভ্যাংশ ঘোষণা

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার কোম্পানিটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

আগামী ২৭ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ