ইভেন্স টেক্সটাইলের আইপিও আবেদন ৩৩ গুন

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক :

সদ্য অনুমোদন পাওয়া কোম্পানি ইভেন্স টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ারের জন্য আবেদন লক্ষ্য মাত্রার চেয়ে ৩৩ গুন বেশি পড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া ২ মে হতে ১২ মে পর্যন্ত চলবে।

উল্লেখ্য, বিএসইসির ৫৫৯তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্য বাজারে ১ কোটি ৭০ লাখ শেয়ার ছাড়বে ইভেন্স টেক্সটাইল। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে। অর্থাৎ প্রতিটি আইপিও অবেদনে শেয়ার হোল্ডারদের ৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। আর এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করে মেশিনারিজ ক্রয়, ভবন নির্মাণ, চলতি মূলধন এবং আইপিওর খরচ কাজে ব্যয় করবে কোম্পানিটি।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৭.৬২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. ইউনাইটেড পাওয়ার
  2. শাহজিবাজার পাওয়ার
  3. ইউনিক হোটেল
  4. লাফার্জ সুরমা
  5. ডরিন পাওয়ার
  6. খান ব্রাদার্স পিপি
  7. যমুনা ওয়েল
  8. ইফাদ অটোস
  9. অলিম্পিক এক্সেসরিজ
  10. লিন্ডে বিডি।

শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বৃদ্ধি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে সব ধরণের মূল্য সূচক ছিল নিম্নমূখী। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে।

মঙ্গলবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ৩৯২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। যা গত রবিবার ছিল ৩৬৯ কোটি ৫৫ লাখ টাকা। এহিসাবে এদিন লেনদেন প্রায় ২২ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭০৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ১২৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, ইউনিক হোটেল, লাফার্জ সুরমা, ডরিন পাওয়ার, খান ব্রাদার্স পিপি, যমুনা ওয়েল, ইফাদ অটোস, অলিম্পিক এক্সেসরিজ ও লিন্ডে বিডি।

এদিকে অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত রবিবার সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২২ কোটি ১৮ লাখ টাকার।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

রমজানে ব্যাংকে লেনদেন ৯:৩০ থেকে ২:৩০ টা

bankনিজস্ব প্রতিবেদক :

পবিত্র রমজান মাসে দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে সকাল সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে। তবে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া নির্ধারিত সময়ে অফিস ও লেনদেন চালু থাকবে। তবে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ আদায়ের সময় থাকবে।

তবে রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময় সূচি আগের অবস্থায় ফিরে আসবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বারাকা পতেঙ্গার আইপিও আবেদন বাতিল করলো বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ায়  শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলনের জন্য দুই কোম্পানির আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি ১৫ কোটি টাকা করে মোট ৩০ কোটি টাকা পুঁজি সংগ্রহের অনুমোদন চেয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কমিশন সূত্র জানিয়েছে, বারাকা পতেঙ্গা পাওয়ার কোম্পানিকে আইপিও আবেদন বাতিলের কথা জানিয়ে গতকাল চিঠি দিয়েছে বিএসইসি। নতুন আইপিও বিধিমালার আলোকে এ আবেদন বাতিল হয়েছে।

জানা গেছে, বারাকা পতেঙ্গা পাওয়ার কোম্পানি বারাকা অ্যাপারেলস নামের নতুন সহযোগী কোম্পানিতে বিনিয়োগের উদ্দেশ্যে আইপিওর অনুমোদন চেয়েছিল।

বিএসইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বারাকা অ্যাপারেলস একেবারে নতুন একটি কোম্পানি, যার বর্তমান পরিশোধিত মূলধন মাত্র ১০ লাখ টাকা। এছাড়া কোম্পানিটি গত ১ অক্টোবর কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার। কমিশনের কাছে নতুন এ কোম্পানিতে বিনিয়োগের জন্য আইপিওর পরিকল্পনা গ্রহণযোগ্য মনে হয়নি। এছাড়া বারাকা পতেঙ্গা পাওয়ার ও বারাকা অ্যাপারেলস কোম্পানির ব্যবস্থাপনা প্রায় অভিন্ন। এসব কারণে আইপিও আবেদনটি বাতিল হয়েছে।

বারাকা পতেঙ্গা পাওয়ারের পরিশোধিত মূলধন ৯৪ কোটি ৫০ লাখ টাকা। এর ৫১ শতাংশের মালিকানায় রয়েছে বিদ্যুত্ খাতের তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড। প্রাইভেট প্লেসমেন্টে কোম্পানিটি গত দুই বছরে ৩৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিরূপ আবহাওয়ার জন্য পিছালো এজিএম

saport-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সেবা খাতের কোম্পানি সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পিছানো হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২১ মে এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল। চট্টগ্রামে এই এজিএমটি অনুষ্ঠিত হবে।

তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এটি কোম্পানির ১২ তম এজিএম।

বিরূপ আবহাওয়ার জন্য এই সভাটি পিছানো হয়েছে বলে সূত্রটি জানায়।

স্টকমার্কেটবিডি.কম/বি

রূপালি ব্যাংকের বোর্ড সভার দিন পরিবর্তন

rupali bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান রূপালি ব্যাংক লিমিটেডের বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে আজ ২৪ মে বেলা ৩ টায নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা আহ্বান করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ আসতে পারে।

এছাড়া এজিএম ও রেকর্ড ডেট জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড