তেলের মূল্য বৃদ্ধিতে সিভিও পেট্রোকেমিক্যালের মুনাফা বাড়বে

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের মুনাফা বাড়বে প্রায় ৬ থেকে ৭ শতাংশ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এই মুনাফা বাড়বে বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জ্বালানি-বিদ্যৎ ও খনিজ সম্পদ মন্ত্রাণলয় গত ২৪ মে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত এক ধরনের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ৫৫ টাকা ৯৪ পয়সা থেকে বেড়ে ৫৮ টাকা, কেরসিন ৫৫ টাকা ৯২ পয়সা থেকে বেড়ে ৫৯ টাকা, পেট্রোল ৫৬ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ৬০ টাকা, অকটেন ৫৮ টাকা ২৭ পয়সা থেকে বেড়ে ৬৭ টাকা।

উল্লেখ্য, স্থানীয় রিফাইনারিগুলো থেকে বাড়তি দামে জ্বালানি তেল কিনবে সরকার। এ লক্ষ্যে সব ধরনের জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। যেসব রিফাইনারি স্থানীয় ও আমদানি করা কনডেনসেট (প্রাকৃতিক গ্যাসের উপজাত) পরিশোধন করে তেল উৎপাদন করে থাকে, নতুন মূল্য তালিকা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

  1. লাফার্জ সুরমা
  2. শাহজিবাজার পাওয়ার
  3. ইউনাইটেড পাওয়ার
  4. ইউনাইটেড এয়ার
  5. ডরিন পাওয়ার
  6. এমজেএল বিডি
  7. খান ব্রাদার্স পিপি
  8. কেয়া কসমেটিকস
  9. আমান ফিডস
  10. বেঙ্গল উইন্ডসর।

ডিএসইতে সূচকের বড় ধরণের উত্থান

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সব ধরণের মূল্য সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে।

রবিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। যা গত বৃহস্পতিবার ছিল ৩৪৯ কোটি ৯৫ লাখ টাকা। এহিসাবে এদিন লেনদেন প্রায় ৭৭ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৮.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৩৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২ টির, কমেছে ৯২ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার, ডরিন পাওয়ার, এমজেএল বিডি, খান ব্রাদার্স পিপি, কেয়া কসমেটিকস, আমান ফিডস ও বেঙ্গল উইন্ডসর।

এদিকে অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

তসরিফা ইন্ডাস্ট্রিজের এজিএম স্থগিত

Tosrifa-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তবে কোম্পানিটির রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে ।

অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে।

এর আগে তসরিফা ইন্ডাস্ট্রিজের আগামী ১০ আগষ্ট ১৪ তম এজিএম করার ঘোষণা দিয়েছিল।

গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় এ সব তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থ বছর অনুসরন করার নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা আগামী ১লা জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সিডিবিএল তদারকিতে বিএসইসির নতুন কমিটি

bsecনিজস্ব প্রতিবেদক :

সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশের (সিডিবিএল) কার্যক্রম তদারকি বাড়াচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষে ৫ সদস্যের নতুন একটি কমিটি গঠন করেছে বিএসইসি।

বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএসইসি পরিচালক রাজিব আহমেদ। কমিটির অন্য সদস্যরা হলেন বিএসইসি পরিচালক মো. আবুল কালাম, শেখ মাহবুব-উর রহমান ও মো. গোলাম কিবরিয়া। এছাড়া কাজী মো. আল-ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

এদিকে কর্পোরেট গভর্ন্যান্স গাইড লাইন (সিজিজি)-সংক্রান্ত আইন সংশোধনে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন এম হাছান মাহমুদ, প্রদীপ কুমার বসাক, মো. আবুল কালাম এবং মো. ফখরুল ইসলাম মজুমদার।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে ইটিএফ গঠনের খসড়া অনুমোদন

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) গঠনের জন্য আইনের খসড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইটিএফকে কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম হিসেবে চালু করার উদ্দেশে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) রুলস, ২০১৬ এর খসড়া কিছু সংশোধনসহ বিএসইসিতে অনুমোদন দেয়া হয়।

বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র মতে, কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিমের আওতায় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বেমেয়াদী হিসেবে গঠিত হলেও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে। ফান্ডে ন্যূনতম আকার হবে ৫০ কোটি টাকা তবে অথরাইজড পার্টিসিপেন্টসের মাধ্যমে ক্রিয়েশন ও রিডেম্পশন দ্বারা ফান্ডের আকার পরিবর্তন সম্ভব হবে। যেহেতু ফান্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে সেহেতু ফান্ডের এনএভি ও বাজারের মধ্যে ব্যবধান সৃষ্টি হলে অথরাইজড পার্টিসিপেন্টগণ আর্বিট্রেজ ফাঙ্কশন পালন করবে।

এছাড়া এ ফান্ডের ক্ষেত্রে স্টক ব্রোকার/ স্টক ডিলারগণ যারা অথরাইজড পার্টিসিপেন্টস হিসেবে কাজ করবেন তারা মার্কেট মেকারের ভূমিকাও পালন করবেন। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মূলত ইনডেক্স বেসড ফান্ড যা জেনারেল ইনডেক্স অথবা ইসলামিক ইনডেক্স বেসড হতে পারে। ইলিজিবল ইনভেস্টরদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমেই মূলত ফান্ড গঠিত হবে। তবে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সম্পূর্ণ ফান্ড গঠিত না হলে কমিশনের অনুমোদনক্রমে পাবলিক অফারের মাধ্যমেও সাধারণ বিনিয়োগকারীরা অংশ গ্রহণ করতে পারবেন।

দেশীয় শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি এবং মৌলভিত্তিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) গঠিত হচ্ছে। ইটিএফ এক প্রকার বেমেয়াদি (ওপেন এন্ডেড) সামষ্টিক বিনিয়োগ তহবিল। বেমেয়াদি হলেও এ ফান্ডের ইউনিট সেকেন্ডারি বাজারে লেনদেন করা যায়। মিউচুয়াল ফান্ড থেকে এর কিছু পৃথক বৈশিষ্ট্য রয়েছে। মিউচুয়াল ফান্ডের তহবিল দিয়ে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত যেকোন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এম

ঢাকা ব্যাংকের এজিএম আজ

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বেলা ১১টায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই সভাটি অনুষ্ঠিত হবে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদ ৬ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ২ টাকা ৪২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২১ টাকা ৮৯ পয়সা।

২০১৪ হিসাব বছরে ঢাকা ব্যাংক ১৪ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। বোনাস শেয়ার সমন্বয়ের পর ওই বছর ইপিএস দাঁড়ায় ৩ টাকা ৩৬ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম (জানুয়ারি-মার্চ) প্রান্তিকে ঢাকা ব্যাংকের ইপিএস দাঁড়ায় ৪৭ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ