ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১ কোটি ৯ লাখ ১৫ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৪০ কোটি ৪১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ ব্যাংকটি মোট ৮৫ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ২২ কোটি ৪৪ লাখ টাকা।
মালেক স্পিনিং ১৯ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন কোম্পানিটি ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ইবনে সিনা ২ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন কোম্পানিটি ৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
এছাড়া বেক্সিমকো ফার্মা ২ লাখ ও রেনেটা ৬৫ হাজার শেয়ার লেনদেন করেছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ