শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড নিটিং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) পূন:গণনা করা হয়েছে। পাশাপাশি ইপিএস হিসাবে নিজেদের ভূলের জন্য ডিএসইতে দূ:খ প্রকাশ করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’১৬ থেকে মার্চ’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ৫০ পয়সা । যা আগের বছর একই সময় ছিল ৪১ পয়সা।
পরে কোম্পানিটি জানায়, এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১০ পয়সা।
এ বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৬.৩৫ টাকা , যা গত বছর একই প্রান্তিকে ছিল ২০.৪৭ টাকা।
কোম্পানিটির এই ইপিএস ১৩ পয়সা না দেখিয়ে ৫০ পয়সা দেখানোকে নিজেদের ভূল বলে দাবি করে। ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, এটা কোম্পানির অনাঙ্কিক ভূল। এজন্য তারা দূ:খিত। ভবিষৎ এ এধরণের ভূলের বিষয়ে কোম্পানিটি সচেতন থাকবে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর