নির্দেশ না মানায় ১৪ মার্চেন্ট ব্যাংককে নোটিস দিল বিএসইসি

bsecস্টকমার্কেট ডেস্ক :

নির্দেশ না মানায় ১৪ মার্চেন্ট ব্যাংককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে শেয়াবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার পরও কিছু মার্চেন্ট ব্যাংক নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মকাণ্ডের মাসিক প্রতিবেদন জমা না দেয়ায় এর কারণ জানতে চেয়ে তাদের চিঠি দেয়া হয়েছে। চিঠির জবাব দেয়ার জন্য প্রতিষ্ঠানগুলোকে সাত কার্যদিবস সময় দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে সব মার্চেন্ট ব্যাংককে মাসিক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয় বিএসইসি। প্রতিবেদনে ইস্যু ব্যবস্থাপনা, পোর্টফোলিও ব্যবস্থাপনা, অবলেখন, গ্রাহকের ইকুইটি, মার্জিন ঋণ বিতরণ, মোট মার্জিন ঋণের বিপরীতে গ্রাহকের ইকুইটি, মার্চেন্ট ব্যাংকের নিজস্ব ইকুইটি বিনিয়োগের হালনাগাদ তথ্য, মূল কোম্পানি থেকে তাদের নেয়া ঋণ, প্রতিষ্ঠানের পুঞ্জীভূত মূলধনি লাভ-লোকসান, বার্ষিক মুনাফা বা লোকসানসহ প্রয়োজনীয় উপাত্ত উপস্থাপন করতে হয় সব মার্চেন্ট ব্যাংককে।

মাসিক প্রতিবেদন জমাদানে ব্যর্থতার কারণে এ দফায় এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট, বেঙ্গল ইনভেস্টমেন্ট, বেটা ওয়ান ইনভেস্টমেন্ট, সিএপিএম অ্যাডভাইজরি, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট সিকিউরিটি সার্ভিসেস, গ্রীনডেল্টা ক্যাপিটাল, ইম্পেরিয়াল ক্যাপিটাল, রিভারস্টোন ক্যাপিটাল, রয়্যাল গ্রীন ক্যাপিটাল মার্কেট, সন্ধানী লাইফ ফিন্যান্স, সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট, সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বিএসইসি।

প্রসঙ্গত, নিজস্ব ও গ্রাহক পোর্টফোলিওতে বড় লোকসানের পাশাপাশি ইস্যু ব্যবস্থাপনাসহ অনুমোদিত বিভিন্ন সেবার ব্যবসায়ে তীব্র প্রতিযোগিতার কারণে কঠিন সময় পার করছে দেশের মার্চেন্ট ব্যাংকিং খাত। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকটি ব্যতিক্রম ছাড়া বিএসইসির চিঠি পাওয়া কোনো মার্চেন্ট ব্যাংকই ব্যবসায়ে ভালো করতে পারছে না।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে তসরিফা ইন্ডাস্ট্রিজ

dseস্টকমার্কেট ডেস্ক :

ব্লক মার্কেটে মঙ্গলবার মোট ৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৯ লাখ ৬০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানি মোট ৬ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা।

গ্রামীণফোন ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ লাখ ৫০ হাজার করে শেয়ার লেনদেন করে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রামীণফোন ৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা বাটা সু ১০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. এসিআই ফর্মূলেশন
  2. একমি ল্যাব.
  3. ইসলামী ব্যাংক
  4. স্কয়ার ফার্মা
  5. আমান ফিডস
  6. ব্র্যাক ব্যাংক
  7. শাহজিবাজার পাওয়ার
  8. এমজেএল বিডি
  9. বিএসআরএম লি.
  10. অরিয়ন ফিউশন।

শেয়ারবাজারে লেনদেন বৃদ্ধি : সূচকের বড় উত্থান

high indexনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারেই মূল্য সূচকের আগের দিনে চেয়ে বড় ধরণের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন সোমবার সেখানে ২৭২ কোটি ৭৫ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৯.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৬ পয়েন্টে । তবে ডিএসই-৩০ সূচক ১৫.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩ টির, কমেছে ৭১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফর্মূলেশন, একমি ল্যাব., ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, আমান ফিডস, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, এমজেএল বিডি, বিএসআরএম লি. ও অরিয়ন ফিউশন।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ১৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাব ও ফার কেমিক্যাল।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪২ টির, কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

শনিবার খোলা থাকবে শেয়ারবাজার : চলবে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক:

সরকারি অফিস ও ব্যাংকের পাশাপাশি সরকারী ছুটির দিন আগামী ১৬ জুলাই শনিবার দেশের দুই শেয়ারবাজারও খোলা থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ মোতাবেক ৪ জুলাই ২০১৬ তারিখ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ৪ জুলাই রবিবারের পরিবর্তে ১৬ জুলাই শনিবার ডিএসই-সিএসই খোলা থাকবে ও লেনদেন চলবে।

এবার ৬ জুলাই ঈদুল ফিতর ধরে আগামী ৫, ৬ ও ৭ জুলাই এই ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই শব-ই কদরের ছুটি। ঈদের আগে শুধু শব-ই কদরের ছুটির পরের দিন ৪ জুলাই অফিস খোলা ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই ছুটি ঘোষণা করায় এবার ঈদে ১ জুলাই থেকে টানা নয়দিন ছুটি পাচ্ছেন দেশের ১৩ লাখ সরকারি চাকুরে। ঈদের পর ১০ জুলাই রবিবার প্রথম অফিস করেন তারা।

সরকারি অফিসের মতো ঈদের সময় টানা নয় দিন বন্ধ থাকে দুই শেয়ারবাজারও।

এদিকে ঈদের আগে ১ জুলাই থেকে ছুটি শুরু হলেও ২, ৩ ও ৪ তারিখ ব্যবসায়ীদের সুবিধার্থে কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

৪ তারিখ ছুটি ঘোষণা করায় সরকারি অফিসের মতো ১৬ জুলাই শনিবারও সব ব্যাংক খোলা থাকবে।

শেয়ারবাজারে সাধারণত রবিবার থেকে বৃহস্পতিবার লেনদেন হয়।

এবার ঈদুল ফিতরের আগে শেষ লেনদেন হয় ৩০ জুন। এরপর নয় দিন বন্ধের পর ১০ জুলাই লেনদেন করে ডিএসই ও সিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এক্সিম ব্যাংকের এজিএম বৃহস্পতিবার

exim-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতের কোম্পানি এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

আগামী ১৪ জুলাই বেলা ১১টায় রাজধানীর রাওয়া কনভেনশন হলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

গত ২০১৫ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তালিকাভুক্ত ব্যাংকটির পরিচালনা পর্ষদ। সভার রেকর্ড ডেট ছিল ১৫ মে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরে এক্সিম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ১ টাকা ৪৮ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৭৫ পয়সা। ২০১৪ হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ব্যাংকটি।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২১ পয়সা। ৩১ মার্চ ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৮৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইর নতুন এমডি মাজেদুর রহমানের যোগদান

dse-mdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)দ্বিতীয় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন কে এ এম মাজেদুর রহমান।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে তিনি যোগদান করেছেন বলে জানিয়েছেন ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

এর আগে চলতি বছরের ১৯ জুন ৮২৯তম বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ তাকে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়।

ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন্স ২০১৩ অনুযায়ী ২৭ জুন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠায়। ৩০ জুন কমিশন তার নিয়োগের অনুমোদন দেয়।

এই পদে চারজনের নাম তালিকায় ছিল মাজেদুর রহমান। তিনি ছাড়া বাকিরা হলেন আবুল এহতেশাম আবদুল মুহাইমেন, মাশিউল হক চৌধুরী ও আক্তার হোসেন সান্নামাত।

উল্লেখ্য, মেয়াদ শেষে স্বপন কুমার বালা পদ ছেড়ে দেয়ায় চলতি বছরের ১৩ এপ্রিল এমডি পদটি খালি হয়। আর এই পদের জন্য এপ্রিল মাসের শুরুতে প্রথম দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসই। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৭ এপ্রিলের মধ্যে ডিএসই চেয়ারম্যান বরাবর আবেদন করতে বলা হয়। দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১৫ মের মধ্যে আবেদন করতে বলা হয়।

মাজেদুর রহমান ব্যাংক আল-ফালাহর প্রথম কান্ট্রি হেড হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

 

বিডি থাইয়ের রাইট সাবস্ক্রিপশন ১-২৯ সেপ্টেম্বর

bd thaiনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ থাই এলুমিনিয়াম লিমিটেডের সদ্য অনুমোদিত রাইট শেয়ারের সাবস্ক্রিপশন সংগ্রহ করা হবে ১ সেপ্টেম্বর হতে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই ) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির রাইট শেয়ারের অনুমোদন দেয়।

এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি শেয়ার বাজারে ছাড়বে। এই শেয়ার ছেড়ে কোম্পানিটি ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

১:১ হারে এই রাইট অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ্যাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট।

রাইট শেয়ার ছেড়ে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে।

এতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

নবায়ন না করায় ৭০ হাজার বিও বন্ধ করলো সিডিবিএল

cdblনিজস্ব প্রতিবেদক :

বেঁধে দেয়া সময়ে নবায়ন ফি জমা না দেয়ায় শেয়ারবাজারে ৭০ হাজার বেনিফিশারি ওনার্স (বিও) এ্যাকাউন্ট (হিসাব) বন্ধ করে দেয়া হয়েছে। এ তালিকায় বিভিন্ন কোম্পানির ৬১টি এবং প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) ২ হাজার ৮৫১টি হিসাব রয়েছে। বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের সুপারিশে এ সিদ্ধান্ত নেয় ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী কোম্পানি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

খোঁজ নিয়ে জানা গেছে, বিও নবায়নের শেষ সময় ছিল ৩০ জুন। তবে ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারীদের ২৫ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এরপরই হাউসগুলো থেকে বিও হিসাব বন্ধের তালিকা পাঠানো শুরু হয়। আর সর্বশেষ হিসাবে দেশের শেয়ারবাজারে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৪৮ হাজার। সিডিবিএল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অর্থনীতিবিদরা বলছেন, বাজারের স্বচ্ছতায় এ ধরনের সিদ্ধান্ত ইতিবাচক।

আর ২৫ জুনের আগে শেয়ারবাজারে মোট বিও এ্যাকাউন্টের সংখ্যা ছিল ৩২ লাখ ১৮ হাজার। বর্তমানে তা ৩১ লাখ ৪৮ হাজার ২৩৪টি নেমে এসেছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারী ২৯ লাখ ৮১ হাজার ৭১৬টি, প্রবাসী বাংলাদেশীদের ১ লাখ ৫৫ হাজার ৭৫২টি এবং বিভিন্ন কোম্পানি ১০ হাজার ৭৬৬টি।

সূত্র জানায়, বর্তমানে বিও এ্যাকাউন্ট নবায়ন করতে ৫০০ টাকা লাগে। এর মধ্যে সিডিবিএল ১৫০ টাকা, হিসাব পরিচালনাকারী ব্রোকারেজ হাউস ১০০ টাকা, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড কমিশন (বিএসইসি) ৫০ টাকা এবং বিএসইসির মাধ্যমে সরকারী কোষাগারে ২০০ টাকা জমা হয়। আর এ খাত থেকে গত বছর সরকারকে ৮১ কোটি টাকা দিয়েছিল বিএসইসি। নাম প্রকাশ না করার শর্তে সিডিবিএলের একজন উর্ধতন কর্মকর্তা বলেন, ব্রোকারেজ হাউস থেকে বন্ধের তালিকা পাঠানো হয়। এটি চলমান প্রক্রিয়া। এখানে সিডিবিএলের খুব বেশি কিছু করার নেই। তিনি আরও বলেন, যেসব বিও হিসাবে শেয়ার রয়েছে সেসব হিসাবের ট্রেড সাসপেন্ড করা হয়েছে। বিও নবায়ন ফি জমা দিলেই হিসাবধারী ট্রেড করতে পারবেন। এজন্য তাকে কোন জরিমানা দিতে হবে না। আর যেসব হিসাবে কোন শেয়ার নেই সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

প্রতি বছর ৩০ জুনের মধ্যে এই ফি সিডিবিএলে জমা দিতে হয়। এ বছর ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারীদের ২৫ জুন পর্যন্ত সময় দিয়েছিল। এরপরই নবায়ন ফি দিতে ব্যর্থ হওয়ায় এ্যাকাউন্টগুলো বন্ধ করা শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

প্রাইম লাইফের ২০১৫ সালের লভ্যাংশ ঘোষণা

PRIMELIFEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কোম্পানিটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

আগামী ১৫ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমএ