গ্রীন ডেল্টার বোর্ড সভার দিন পরিবর্তন

green deltaস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির আসন্ন বোর্ড সভা আগামী ২৭ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি আগামী ২৬ জুলাই, মঙ্গলবার বোর্ড সভা করার ঘোষণা দিয়েছিল।

বোর্ড সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পনির দ্বিতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

প্রিমিয়ার লিজিংয়ের ৪ লাখ শেয়ার বিক্রয়

primiur-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রিমিয়ার লিজিং ইন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের এক জন উদ্দোক্তা ৪ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিজানুর রহমান চৌধুরী নামে বীমাটির এই উদ্যোক্তা ৪ লাখ শেয়ার বাজার দরে বিক্রয় করবেন। তার হাতে মোট ৪৬ লাখ ৫৫ হাজার ৫০ টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  2. বিএসআরএম লি.
  3. ইসলামী ব্যাংক
  4. একমি ল্যাব.
  5. ডিবিএইচ
  6. এমজিএলবিডি
  7. শাহজিবাজার পাওয়ার
  8. ইভেন্সি টেক্সটাইল
  9. বেক্স ফার্মা
  10. গ্রামীণ ফোন।

ডিএসইতে লেনদেনের সাথে কমেছে সূচক ও দর

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন নামমাত্র বেড়েছে। এছাড়া দুই শেয়াবাজারেই কমেছে অধিকাংশ শেয়ারের দর। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন সোমবার সেখানে ৪৯৬ কোটি ৩৪ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৪ পয়েন্টে । তবে ডিএসই-৩০ সূচক ৫.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৮১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ২০১ টির আর অপরিবর্তিত রয়েছে ৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রি, বিএসআরএম লি., ইসলামী ব্যাংক, একমি ল্যাব., ডিবিএইচ, এমজিএলবিডি, শাহজিবাজার পাওয়ার, ইভেন্সি টেক্সটাইল, বেক্স ফার্মা ও গ্রামীণ ফোন।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৩১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল হেডেলবার্গ সিমেন্ট ও একমি ল্যাব.।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৬ টির, কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

বাটা সুর বোর্ড সভা ২৮ জুলাই

logo-bataস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২ টায় ৩৫ মিনিটে রাজধানীস্থ কোম্পানিটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

গ্লাক্সো স্মিথক্লিনের বোর্ড সভা ২০ জুলাই

glaxo-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লাক্সো স্মিথক্লিন লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৪ টায় রাজধানীস্থ কোম্পানিটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৪ জুলাই

Republic-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৪ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

রূপালি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রূপালি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ জুলাই

nitol-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় রাজধানীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

শেয়ারবাজারে বিও হিসাবের সংখ্যা ৩১ লাখ ১৪ হাজার

cdblনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বেনিফিশারি ওনাস (বিও) হিসাবের সংখ্যা এখন ৩১ লাখ ১৪ হাজার। শেয়ার সংরক্ষণকারী কোম্পানি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সর্বশেষ হিসাব অনুযায়ী এই হিসাব উঠে এসেছে।

সিডিবিএল সূত্রে জানা গেছে, নবায়ন না করায় এক লাখ বিও অ্যাকাউন্ট বন্ধ করায় এই সংখ্যা হয়েছে শেয়ারবাজারে। ২৫ জুনের আগে শেয়ারবাজারে মোট বিও অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৩২ লাখ ১৮ হাজার। সর্বশেষ ১৭ জুলাই-এর হিসাবে দেশের শেয়ারবাজারে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ১৪ হাজার। অর্থাৎ বিও হিসাব বন্ধ হয়েছে প্রায় ১ লাখ ৩ হাজার ৮১৫টি।

বিও নবায়নের জন্য শেষ সময় ছিল ৩০ জুন। তবে ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারীদের ২৫ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এ সময়ের মধ্যে যেসব বিও হিসাবধারী নবায়ন করার লক্ষ্যে ফি জমা দেয়নি, ব্রোকারেজ হাউসগুলো সেসব বিও হিসাব বন্ধের জন্য তালিকা পাঠায়।

বর্তমানে মোট বিও হিসাবের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের রয়েছে ২৯ লাখ ৫০ হাজার ৯৮০টি। প্রবাসী বাংলাদেশিদের ১ লাখ ৫২ হাজার ৪৬১টি ও বিভিন্ন কোম্পানির ১০ হাজার ৭৪৪টি বিও হিসাব রয়েছে।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজার থেকে ভালো মুনাফা করতে না পারায় অনেকের আগ্রহ কমে যাচ্ছে। এজন্য তারা বিও হিসাব নবায়ন করছেন না।

প্রবাসী ও সাধারণ বিনিয়োগকারীদের হিসাবের মধ্যে পুরুষদের ২২ লাখ ৬০ হাজার ৬৮১টি ও মহিলাদের ৮ লাখ ৪২ হাজার ৭৬০টি বিও হিসাব রয়েছে। বর্তমানে বিও অ্যাকাউন্ট নবায়ন করতে ৫০০ টাকা লাগে। এরমধ্যে সিডিবিএল ১৫০ টাকা, হিসাব পরিচালনাকারী ব্রোকারেজ হাউস ১০০ টাকা, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) ৫০ টাকা এবং বিএসইসির মাধ্যমে সরকারি কোষাগারে ২০০ টাকা জমা হয়। আর এ খাত থেকে গত বছর সরকারকে ৮১ কোটি টাকা দিয়েছিল বিএসইসি।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩-এর তফসিল-৪ অনুযায়ী, বিও হিসাব পরিচালনার জন্য ডিপোজিটরি অংশগ্রহণকারী বা বিনিয়োগকারীকে নির্ধারিত হারে বার্ষিক হিসাবরক্ষণ ফি দিয়ে হিসাব নবায়ন করতে হয়।

সিডিবিএল অনুযায়ী, ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৫ লাখ ৯১ হাজার ৫১৮টি সক্রিয় বিও ছিল। এগুলোতে শেয়ার আছে এবং এগুলো থেকে নিয়মিত লেনদেন হয়। এছাড়া ১১ লাখ ২৫ হাজার ২৩৩টি বিওতে কখনো কখনো শেয়ার থাকলেও গত বছরের জানুয়ারি থেকে তা শূন্য হয়ে যায়। ৪ লাখ ৮৪ হাজার ১০১টি বিও অ্যাকাউন্টে কখনই শেয়ার ছিল না। এসব বিও অ্যাকাউন্ট সাধারণত আইপিওর জন্য ব্যবহার করা হয়ে থাকে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড