রূপালি ব্যাংকের ৮.৬৭ টাকার ইপিএস শেষ পর্যন্ত ১১ পয়সা

rupaliনিজস্ব প্রতিবেদক :

সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর আগে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) ওয়েবসাইটে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করে রূপালি ব্যাংক। গতকাল রবিবার প্রকাশিত তথ্য অনুযায়ী ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্ধবার্ষিক প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৬৭ পয়সা। ব্যাংকটির মুনাফায় এমন উল্লম্ফনের খবরে দ্রুত কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পায়। দুই বাজারেই ব্যাংকটির শেয়ার গত বৃহস্পতিবারের তুলনায় ১০ শতাংশ বেড়ে ২৭ টাকা ৬০ পয়সায় কেনাবেচা হয়। এমনকি গত কয়েক বছরের মধ্যে গতকালই ব্যাংকটির রেকর্ড সংখ্যক শেয়ার কেনাবেচা হয়।

শেয়ারটির দর আরও বাড়তে পারে_ এমন ধারণা থেকে বিদ্যমান শেয়ারহোল্ডাররা শেয়ার বিক্রি থেকে বিরত থাকেন। এতে দুপুর আড়াইটায় লেনদেন শেষ হওয়ার আগেও রূপালী ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ার ক্রয়ের আদেশ থাকলেও ছিল না কোনো বিক্রেতা। শেষ পর্যন্ত গতকাল ডিএসইতে রূপালী ব্যাংকের ৮ লাখ ১৭ হাজার ৩১৫টি শেয়ার হাতবদল হয়। যার মূল্য ছিল সোয়া ২ কোটি টাকারও বেশি। এ ছাড়া সিএসইতে ৪১ হাজার শেয়ার কেনাবেচা হয়েছে ১১ লাখ ২৭ হাজার টাকায়।

লেনদেন চলাকালে ব্যাংকটির পক্ষ থেকে ইপিএস সম্পর্কিত প্রথমে প্রকাশ করা তথ্যটি ভুল জানিয়ে সংশোধনী পাঠানো হয়। এতে বলা হয়, প্রকৃতপক্ষে বছরের প্রথম ছয় মাসে ইপিএস হয়েছে ১১ পয়সা। রূপালী ব্যাংকের এ ভুলকে ‘অমার্জনীয়’ আখ্যায়িত করে এর দায় কে নেবে_ এমন প্রশ্ন তুলেছেন বাজার সংশ্লিষ্টরা। একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলেন, এখন শেয়ারটির দরপতন শুরু হলে বিনিয়োগকারীদের উচিত হবে ব্যাংকটির কাছে ক্ষতিপূরণ চাওয়া।

যোগাযোগ করা হলে ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা এজিএম খায়রুল হোসেন রাজু জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না।

অন্যদিকে ডিএসইর দাবি, এটা ব্যাংকের ভুল, স্টক এক্সচেঞ্জের নয়। ব্যাংকটি সংশোধনী দেওয়ার পর স্বল্পতম সময়ের মধ্যে তা ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক বিএসইসির মুখপাত্র সাইফুর রহমান জানান, স্টক এক্সচেঞ্জের কাছ থেকে তথ্য পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এ

ইন্টারন্যাশনাল লিজিং আবারো দ্বিতীয় প্রান্তিকের লোকসানে

ilf-stockmarketbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের চলতি বছরেও দ্বিতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের এ প্রান্তিকের (এপ্রিল১৬ থেকে জুন’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কেম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ পয়সা, যা দুই প্রান্তিক মিলিয়ে লোকসান দাড়িয়েছে ১৮ পয়সা।

গতবছরেও অর্ধ বার্ষিকীতে বড় ধরণের লোকসানে ছিল কোম্পানিটি। ২০১৫ সালে জানু-জুন পর্যন্ত শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ছিল ৩৪ পয়সা।

আর গত বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩৯ পয়সা। পরের প্রান্তিকে লোকসান করে কোম্পানিটি।

ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের দ্বিতিয় প্রান্তিকে শেয়ার প্রতি সম্পদের মূল্য এসেছে ১২.০৪ টাকা এবং যা আগের বছর ৩১ ডিসেম্বর ছিল ১২.২১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মুনাফা থেকে লোকসানে ফার্ষ্ট ফাইন্যান্স

first-finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ফার্ষ্ট ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের এ প্রান্তিকের (এপ্রিল১৬ থেকে জুন’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কেম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫০ পয়সা, যা গত বছর এই প্রান্তিকে ৯ পয়সা মুনাফা ছিল।

একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মূল্য এসেছে ১১.৫১ টাকা এবং যা আগের বছর ৩১ ডিসেম্বর ছিল ১৩.০৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. সিভিও প্রটোলিয়াম
  2. ন্যাশনাল লাইফ
  3. ইসলামী ব্যাংক
  4. স্কয়ার ফার্মা
  5. বিএসআরএম লি.
  6. একমি ল্যাব.
  7. ন্যাশনাল টিউবস
  8. আইপিডিসি
  9. লাফার্জ সুরমা
  10. অলিম্পিক এক্সেসরিজ।

বেশিরভাগ শেয়ারের দর বাড়ায় বেড়েছে সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারের বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৩৭৭ কোটি টাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২২ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৫০২ কোটি ৯৫ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৩ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৪.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগের দর বেড়েছে। এদিন বেড়েছে ১৩৯ টির, কমেছে ১৩৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- সিভিও প্রটোলিয়াম, ন্যাশনাল লাইফ, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, বিএসআরএম লি., একমি ল্যাব., ন্যাশনাল টিউবস, আইপিডিসি, লাফার্জ সুরমাও অলিম্পিক এক্সেসরিজ।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ২৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিভিও প্রটোলিয়াম ও ন্যাশনাল লাইফ।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

মার্কেন্টাইল ব্যাংক ৬ লাখ শেয়ার কিনবে

mercantilস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক জন উদ্দোক্তা পরিচালক ৬ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিস নার্গিস আনোয়ার নামে ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৬ লাখ শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ন্যাশনাল পলিমারের অফিস পরিবর্তন

nationalস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার লিমিটেডের কর্পোরেট অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির কর্পোরেট অফিস রাজধানীর গুলশাল ১ থেকে গুলশান ২ নম্বর সেকশনে স্থানান্তর করা হয়েছে।

সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ন্যাশনাল টিউবসে বিনিয়োগ করবে সৌদির আর্থিক প্রতিষ্ঠান

National_Tubes.jpg_220x220স্টকমার্কেট ডেস্ক :

দেশে ইস্পাতের পাইপ উত্পাদনকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেডে বিনিয়োগে আগ্রহী সৌদিভিত্তিক জামিল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট কোম্পানি। পাইপ উত্পাদনের সর্বাধুনিক প্রযুক্তি সন্নিবেশের পাশাপাশি নতুন পণ্য উত্পাদনে ন্যাশনাল টিউবকে সহায়তা করতে চায় বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠানটি। এজন্য কোম্পানির একটি প্রতিনিধি দল আগামীকাল ন্যাশনাল টিউবসের কারখানা পরিদর্শন করবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বিনিয়োগের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

শিল্প মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ৪৪টি কোম্পানি পরিচালনাকারী জামিল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট বাংলাদেশের প্রকৌশল খাতে বিনিয়োগে আগ্রহী। পাঁচদিনের সফরে গতকাল কোম্পানিটির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় পৌঁছেছেন। সফরকালে তারা শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এর মধ্যে ১ আগস্ট টঙ্গীতে অবস্থিত ন্যাশনাল টিউবসের কারখানা পরিদর্শনের কথা রয়েছে। পরিদর্শন শেষে বিনিয়োগের নানা বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত আলোচনা হবে।

এ বিষয়ে বিএসইসির সচিব মাসুদ আহমেদ বলেন, বিশ্বের অনেক দেশে জামিল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের বিনিয়োগ রয়েছে। বাংলাদেশেও বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী তারা। এরই অংশ হিসেবে আজ (শনিবার) কোম্পানির দুই সদস্যের একটি ঊর্ধ্বতন প্রতিনিধি দল ঢাকায় এসেছে। রবিবার তাদের সঙ্গে বিএসইসিতে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর পর তারা ১ আগস্ট ন্যাশনাল টিউবসের কারখানার পরিদর্শন করবেন। পরিদর্শন শেষেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

জানা গেছে, দাম্মামভিত্তিক জামিল ইন্ডাস্ট্রিয়াল মূলত স্টিল বিল্ডিং ও স্টিল পাইপ সামগ্রীর ব্যবসা করে। এর বাইরে বিদ্যুৎ-জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রিক সামগ্রী ও আবাসন খাতেও তাদের বড় বিনিয়োগ রয়েছে। বর্তমানে মিসর, চীন, অস্ট্রিয়া, ভারত, আরব আমিরাত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনামসহ অনেক দেশে তাদের ৪৪টি অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে। এর বাইরে বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তাদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

২০১৫ সালে ৪৩৩ কোটি ৬০ লাখ সৌদি রিয়াল টার্নওভারের বিপরীতে ২৬ কোটি ৩০ লাখ রিয়াল নিট মুনাফা করেছে সৌদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটি। বাংলাদেশী টাকায় হিসাব করলে গেল বছর কোম্পানিটি ৫০০ কোটি টাকার বেশি নিট মুনাফা করে। এমতাবস্থায় বাংলাদেশে বিনিয়োগে জামিল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে ন্যাশনাল টিউবসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইদুর রহমান বলেন, সৌদিভিত্তিক একটি প্রতিষ্ঠান আমাদের এখানে বিনিয়োগে আগ্রহী বলে আমরা জেনেছি। বিষয়টি আমরা ইতিবাচক হিসেবেই দেখছি। তারা ১ আগস্ট কারখানা পরিদর্শন করবেন। তবে কী পরিমাণ বিনিয়োগ করবেন, বিনিয়োগে কী শর্ত থাকবে— এ বিষয়ে এখনো কোনো কথা হয়নি। প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে বিএসইসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দুই মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

mutualস্টকমার্কেট ডেস্ক :

সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সুপারিশ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (এনএলআই) ফার্স্ট ও সাউথইস্ট ব্যাংক (এসইবিএল) ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি। উভয় ফান্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ আগস্ট।

ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, গতকাল অনুষ্ঠিত সভায় এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ৩০ জুন ২০১৬ বছরের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গেল হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। ৩০ জুন ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) ছিল ১৪ টাকা ২৬ পয়সা।

এদিকে এসইবিএল ফার্স্ট ফান্ডের ট্রাস্টি কমিটি ১৩ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। গেল বছর ফান্ডটির ইপিইউ দাঁড়ায় ১ টাকা ৪৪ পয়সা। এনএভিপিইউ ছিল ১৩ টাকা ৩৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ