জিএসপি ফাইন্যান্সের সিইও হলেন মামুন মাহমুদ শাহ

photo-1470556260স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মামুন মাহমুদ শাহ নিয়োগ পেয়েছেন। ১ আগস্ট থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।

ঢাকা স্ট্ক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে মামুন মাহমুদ শাহ ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ন্যাশনাল ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

জিএসপি ফাইন্যান্স ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০৪ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ারসংখ্যা ১০ কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৬৯৫টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫৭ দশমিক ৯২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৯ দশমিক ২৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১ দশমিক ৯৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে আছে ৩০ দশমিক ৮৬ শতাংশ। গত এক মাসের মধ্যে এ শেয়ার সর্বনিম্ন ১২ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

মেঘনা লাইফের বোর্ড সভা ১৪ আগষ্ট

megna-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৪ আগষ্ট বেলা সাড়ে ৪ টায় নিজেদের মতিঝিলের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ, এজিএমের তারিখ ও রেকর্ড তারিখ ঘোষণা আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

৬ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট্রি সভা আহবান

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ টি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্ট্রি সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আগামী ১৪ আগষ্ট বেলা সাড়ে ৪ টায় এসব সভা অনুষ্ঠিত হবে।

মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো – এক্সিম ১ম মি.ফা., ইবিএল ১ম মি.ফা., ট্রাস্ট ব্যাংক ১ম মি.ফা., আইএফআইসি ১ম মি.ফা., ফার্ষ্ট জনতা মি.ফা., এফবিএফআইএফ মি. ফা.।

এ সভায় গত ২০১৫ সালের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও অন্যান্য তথ্য পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে কমলেও সিএসইতে লেনদেন বৃদ্ধি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৪৪২ কোটি ৮৬ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২২ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৫.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৮৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগের দর কমেছে। এদিন বেড়েছে ১০৫ টির, কমেছে ১৬৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস, লাফার্জ সুরমা, এমজেএলবিডি, বিএসসি, বিএসসিসিলি, একমি ল্যাব., বেক্স ফার্মা, ন্যাশনাল টিউবস, গ্রামীন ফোন ও উত্তরা ব্যাংক।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ২৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট ও একমি ল্যাব।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪ টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইয়াকিন পলিমারের আইপিও লটারির ড্র বুধবার

yakinনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া ইয়াকিন পলিমার লিমিটেডের আইপিওর লটারির ড্র আগামী ১০ আগস্ট বুধবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইয়াকিন পলিমার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেয়া শুরু হয় ১০ জুলাই। আর তা চলে ২০ জুলাই পর্যন্ত।

জানা গেছে, ৫০০ শেয়ার নিয়ে এর মার্কেট লট। তাই একটি আবেদনের জন্য ৫ হাজার টাকা জমা নেওয়া হয়। গত ১৯ মে বিএসইসির ৫৭৩তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন পায়।

ইয়াকিন পলিমার বাজারে দুই কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করছে কোম্পানি। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪১ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৬১ পয়সা।

বিএসইসি সূত্রে জানা গেছে, আইপিওর অর্থে মেশিনারিজ ক্রয়, কারখানা ও প্রশাসনিক ভবন নির্মাণ ও আনুষঙ্গিক অন্যান্য খাতে ব্যয় করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

ঢাকা ব্যাংকের ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

dhakaস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের এক জন উদ্দোক্তা পরিচালক ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আব্দুল হাই সরকার নামে ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক ব্যাংকটির ১ লাখ শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বাংলাদেশ সাবমেরিনের বোর্ড সভা ১৪ আগষ্ট

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ১৪ আগষ্ট বিকেল সাড়ে ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৬ সালের জুনে শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

জেমিনি সী ফুডের বোর্ড সভা ১৪ আগষ্ট

zeminiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ১১ আগষ্ট বেলা ৪টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৬ সালের জুনে শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

উসমানিয়া গ্লাসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

usmaniaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি উসমানিয়া গ্লাসের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে উসমানিয়া গ্লাস কোম্পানি লিমিটেডের কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এর জবাব দিয়েছে কোম্পানিটি।

বিশ্লেষণে দেখা যায়, গত ১০ জুলাই শেয়ারটির দর ছিল ৭৯ টাকা। এরপর তা বেড়ে গত ৮ আগষ্ট ১০৮ টাকা ছাড়িয়েছে।

অর্থাৎ শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কতৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ