এবি ব্যাংকের নতুন এমডি আরফান আলী

ab-smbdস্টকমার্কেট ডেস্ক:

ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক পদে মো. আরফান আলীকে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর এমবিএ ডিগ্রিধারী আরফান আলীর ব্যাংকিং খাতে ২৫ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে। পেশাগত জীবনে তিনি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯১ সালে আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কোরিয়ান হানিল ব্যাংকে যোগদান করেন। ১৯৯৯ সালে বাণিজ্যিক ব্যাংক হিসেবে ব্যাংক এশিয়ার যাত্রার আগেই তিনি এভিপি হিসেবে যোগ দেন এবং আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রাক-কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়া তিনি বাংলাদেশে ব্যাংক এশিয়া কর্তৃক ব্যাংক অব নোভো স্কশিয়া এবং মুসলিম কমার্শিয়াল ব্যাংক অব পাকিস্তানের কার্যক্রম অধিগ্রহণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দরিদ্র ও ব্যাংকিং খাতবহির্ভূত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তির উদ্দেশ্যে বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা প্রবর্তনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

আরফান আলী বিআইবিএম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করেন। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অব বিজনেসের একাডেমিক উপদেষ্টা পর্ষদের সদস্য ও বাংলাদেশ মানি মার্কেট ডিলার্স অ্যাসোসিয়েশনের বর্তমান উপদেষ্টা।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

প্যাসিফিক ট্রেডার্সের শেয়ার কেনা সম্পন্ন

ab-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের এক স্পন্সরের নমিনেটেড উদ্দোক্তা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্যাসিফিক ট্রেডার্সের নমিনেটেড সাইদ গোলাম কিবরিয়া নামে ব্যাংকের এক পরিচালক ব্যাংকটির ১০০০ শেয়ার বাজার দরে ক্রয় করেছেন।

তিনি পূর্ব ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ডিএসইতে কমলেও সিএইসইতে লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৪৬৩ কোটি ২৮ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৮ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ২.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৮৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে সম পরিমাণের দর কমেছে ও বেড়েছে। এদিন বেড়েছে ১৩৪ টির, কমেছে ১৩২ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- ডিবিএইচ, তিতাস গ্যাস, এমজেএলবিডি, বিএসআরএম স্ট্রিল, বিএসআরএম লি., স্কয়ার ফার্মা, মিথুন নিটিং, আইপিডিসি, লাফার্জ সুরমা ও একমি ল্যাব.।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ২৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল তিতাস গ্যাস ও প্রিমিয়ার সিমেন্ট।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

স্পট মার্কেটে সন্ধানী লাইফের লেনদেন

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফের শেয়ার রেকর্ড ডেটের আগে ১০ আগষ্ট থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। লেনদেন চলবে ১১ আগষ্ট পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ আগষ্ট। ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই দুই দিন স্পট মার্কটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।

স্টকমার্কেটবাডা.কম/এএম/এলকে

রুপালী ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রয় সম্পন্ন

Rupali-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রুপালী ইন্স্যুরেন্স লিমিটেডের একজন পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এম জান্নাত আলি মিয়া নামে বীমার এ পরিচালক প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার বিক্রয় করেছেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রয় করলেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করেছেন বলে বীমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সিএসই-৫০ ইনডেক্সে নতুন চার কোম্পানি

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এর ভিত্তিতে ৫০টি কম্পানিকে সিএসই-৫০ ইনডেক্সের জন্য চূড়ান্ত করা হয়। এর মধ্যে চারটি নতুন কম্পানি যুক্ত হয়েছে। নতুন এই ইনডেক্স আগামী ২১ আগস্ট থেকে কার্যকর হবে।

নতুন করে যুক্ত হওয়া কম্পানিগুলো হলো বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, জিপিএইচ ইস্পাত এবং পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

চূড়ান্ত ৫০ ইনডেক্সের কম্পানিগুলো হলো এবি ব্যাংক, এসিআই, আফতাব অটোমোবাইলস, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, ব্যাংক এশিয়া, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম স্টিল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।

আরো ডেসকো, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, জিপিএইচ ইস্পাত, জিপি, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, যমুনা অয়েল কম্পানি, খুলনা পাওয়ার কম্পানি, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল কোম্পানি।

এছাড়া পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, পূবালী ব্যাংক, আরএকে সিরামিকস বাংলাদেশ, শাহজালাল ইসলামী ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মাসিটিক্যালস, স্ট্যান্ডার্ড ব্যাংক, সামিট পাওয়ার, দ্য সিটি ব্যাংক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউসিবিএল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং উত্তরা ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ বাড়াতে উদ্যোগী ঢাকা স্টক এক্সচেঞ্জ

dolerনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রধান এই এক্সচেঞ্জ মনে করছে, বিদেশী বিনিয়োগ বাড়ানো গেলে বাজারের বর্তমানে তারল্য প্রবাহ বাড়বে। সেই সঙ্গে দেশী বিনিয়োগকারীরাও নতুন করে বিনিয়োগে আসবে। তাতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আরেকটু সক্রিয় হবে। তাতে বাড়বে স্থানীয় বিনিয়োগও। বাজার সংশ্লিষ্টদের মাঝেও নতুন করে আশার সঞ্চার হবে।

বিদেশী বিনিয়োগের পথে কোন বাধা আছে কী-না, এই বিনিয়োগ বাড়াতে করণীয় নিয়ে আলোচনা করতে গত রবিবার ডিএসই সংশ্লিষ্ট ব্রোকারদের সঙ্গে বৈঠক করেছে।

ডিএসইতে অনুষ্ঠিত বৈঠকে লংকাবাংলা সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, সিটি ব্রোকারেজ ও এমটিবি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ব্রোকার হাউসের প্রধান নির্বাহীরা বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে কয়েকটি বাধার কথা তুলে ধরেন। এর অন্যতম হচ্ছে বিদেশী বিনিয়োগকারীদের সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সহযোগিতা না করা। অন্যটি লেনদেন স্যাটলমেন্ট। তারা বলেন, ব্রোকার হাউসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কোম্পানির তথ্য-পরিসংখ্যান, গবেষণা রিপোর্ট বিদেশী ফান্ড ম্যানেজারের কাছে দেয়ার পরও তারা নিজেরা সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে কথা বলতে আগ্রহ দেখান। তাদের নিজস্ব কিছু জিজ্ঞাসা থাকে যেগুলো সরাসরি কোম্পানির কাছ থেকে জেনে পরিষ্কার হতে চান।

কিন্তু বেশিরভাগ কোম্পানি এতে সাড়া দেয় না। কোনভাবেই তারা বিদেশী বিনিয়োগকারীদের মিটিংয়ের সময় দেয় না। এই বৈঠকে ব্রোকার হাউসের নির্বাহীরা বলেন, কোম্পানিগুলো সহযোগিতা করলে বিদেশী বিনিয়োগ ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। অন্যদিকে বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের সরকারী ছুটির দিন ভিন্ন হওয়ায় লেনদেন নিষ্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেয়।

সুত্র মতে, বৃহস্পতিবার এখানে যে শেয়ার কেনাবেচা হয় তার স্যাটলমেন্ট হয় সোমবার। শুক্রবার ও শনিবার বাংলাদেশে ছুটি। অন্যদিকে রবিবার অন্যান্য দেশে ছুটি থাকে। এই সময়ের মধ্যে তাদের মধ্যে কোন যোগাযোগ করার সুযোগ থাকে না। তাই স্যাটলমেন্টের আগে তাদের কোন নির্দেশনা থাকলে সেগুলো কাজে লাগানো যায় না। এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান বলেন, তারা বাজার উন্নয়নে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করছেন। এরই অংশ হিসেবে রবিবার বিদেশী বিনিয়োগে জড়িত ব্রোকার হাউসগুলোর সঙ্গে বৈঠক করা হয়। তারা কিছু বিষয় তুলে ধরেছে। ডিএসই সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

লিব্রা ইনফিউশনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

libraস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ওষুধ খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন লিমিটেডের গত কয়েক দিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ।

দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ২৭ জুলাই শেয়ারটির দর ছিল ৬১১ টাকা। গতকাল ৮ আগষ্ট এর দর বেড়ে ৭২৫ টাকা ছাড়িয়েছে।
এরমধ্যে শেয়ারটির দর উঠা নামা করে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ