আমান ফিড- কৃষিবিদ ফিড চুক্তি সম্পাদন

aman-addস্টকমার্কেট ডেস্ক :

পণ্য সরবারহে কৃষিবিদ ফিড লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি আমান ফিড লিমিটেড। চুক্তি অনুযায়ী মুনাফা বাড়বে কোম্পানিটির।

বৃহস্পতিবার (১১ আগস্ট) কর্পোরেট অফিসে এ চুক্তি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, কৃষিবিদ ফিডকে কাঁচামাল সরবরাহ করবে আমান ফিড। আর এ থেকে প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৭০০ মেট্রিক টন উৎপাদিত ভাসমান মৎস খাদ্য সাপ্লাই করবে আমান ফিডকে। আর আমান ফিড এ খাদ্য সারাদেশে সরবারহ করবে। যার প্রভাবে কোম্পানিটির খাদ্য বিক্রি বেড়ে দাঁড়াবে ৮ হাজার ৪০০ মেট্রিক টনে বা প্রায় ৪০ কোটি ৩২ লাখ টাকায়।

যার পরিপ্রেক্ষিতে এ চুক্তির মেয়াদকালীন সময়ে আমান ফিডের মুনাফা বাড়বে প্রায় ৫ কোটি ২৪ লাখ টাকা। আর ১১ আগস্ট, ২০১৬ থেকে কার্যকর হওয়া এ চুক্তি আগামী এক বছর অর্থাৎ ১২ মাস পর্যন্ত বহাল থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসই থেকে রাজস্ব আদায় কমেছে

taxস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) সরকারের রাজস্ব আদায় কমেছে। এ মাসে ডিএসই থেকে সরকার রাজস্ব পেয়েছে আট কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫১১ টাকা। আগের মাসে (জুন) ছিল ১৬ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৪৬৭ টাকা। সে হিসেবে রাজস্ব কমেছে ৪৭ দশমিক ৫০ শতাংশ বা সাত কোটি ৬৭ লাখ ৯৫৬ টাকা।

জানা গেছে, জুলাইয়ে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ছয় কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ১৪৫ টাকা। আগের মাসে (জুন) ছিল আট কোটি ১৩ লাখ ৮২ হাজার ৯৫৪ টাকা।

একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকেও রাজস্ব আদায় কমেছে প্রায় ৭৩ দশমিক ৭৪ শতাংশ বা পাঁচ কোটি ৯০ লাখ ৫৪ হাজার ১৪৭ টাকা। এ সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে দুই কোটি ১০ লাখ ২৮ হাজার ৩৬৬ টাকা। আগের মাসে ছিল আট কোটি ৮২ হাজার ৫১৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

ট্রাস্টি সভার আগে দরপতনের শীর্ষে

boardস্টকমার্কেট ডেস্ক :

ট্রাস্টি কমিটির সভার আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর ২০ দশমিক ৮৮ শতাংশ কমেছে। ৫ কার্যদিবসের লেনদেন শেষে দরপতনের তালিকায় এক নম্বরে চলে আসে ফান্ডটি।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ৫ সপ্তাহের ব্যবধানে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর সাড়ে ৫ টাকা থেকে ৯ টাকার ঘরে উন্নীত হওয়ার পর গত সপ্তাহে দর সংশোধন শুরু হয়।

বৃহস্পতিবার সর্বশেষ কেনাবেচা হয় ৭ টাকা ২০ পয়সায়। গত এক বছরে এর সর্বনিম্ন দর ছিল ৪ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ৯ টাকা ৬০ পয়সা।

এদিকে ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ ঘোষণার জন্য আগামীকাল বেলা সাড়ে ৩টায় এ ফান্ডের ট্রাস্টি কমিটির সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সপ্তাহ জুড়ে দুর্বল ও স্বল্প মূলধনি কোম্পানির দরবৃদ্ধির ধারা অব্যাহত

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

আগের পাঁচ কার্যদিবসের ধারাবাহিকতায় গত সপ্তাহেও দেশের শেয়ারবাজারে দুর্বল ও স্বল্প মূলধনি কোম্পানির দরবৃদ্ধির ধারা অব্যাহত ছিল। বিক্রয় চাপ কিছুটা বেড়েছে মৌলভিত্তিসম্পন্ন ও বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে। ব্রড ইনডেক্সের তুলনায় বেশি পয়েন্ট খুইয়েছে উভয় স্টক এক্সচেঞ্জের ব্লু-চিপ সূচক।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক শূন্য ৭ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৫৭৪ পয়েন্টে। অন্যদিকে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ডিএসই-৩০ দশমিক ৭৯ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৭৮১ পয়েন্টে। সামান্য বেড়েছে শরিয়া সূচক ডিএসইএস।

ডিএসইতে লেনদেনের দৈনিক গড় ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৬৩ কোটি টাকা ছাড়ায়। ১৬৯টির দরবৃদ্ধির বিপরীতে ডিএসইতে সপ্তাহ শেষে বাজারদর কমেছে ১২১টি সিকিউরিটিজের।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স দশমিক শূন্য ৩ শতাংশ কমলেও দশমিক ৯৩ শতাংশ কমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক সিএসই-৩০। চট্টগ্রামে ১৫৫টি সিকিউরিটিজের দরবৃদ্ধির বিপরীতে সপ্তাহ শেষে কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ৩২টির দর।

আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধনে ব্লু-চিপ কোম্পানিগুলোর অংশ ছিল ৪৬ দশমিক ১৬ শতাংশ, গত বৃহস্পতিবার যা ৪৫ দশমিক ৮১-এ নেমে এসেছে। বহুজাতিক কোম্পানিগুলোর অংশও এক সপ্তাহ আগের তুলনায় শতকরা দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়ায় ২৫ দশমিক ১২।

স্টকমার্কেটবিডি.কম/এম