1. বিএসআরএম স্টিল
  2. বাংলাদেশ সাবমেরিন
  3. এপেক্স ট্যানারি
  4. ন্যাশনাল পলিমার
  5. এমজেএলবিডি
  6. বেক্স ফার্মা
  7. শাহজিবাজার পাওয়ার
  8. এসিআই ফর্মূলেনশন
  9. ইবনে সিনা
  10. এনভয় টেক্সটাইল।

লেনদেন ও সূচক আগের দিনের চেয়ে বেড়েছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে মূল্য সূচকের মিশ্র প্রবণতা ছিল। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪২৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত রবিবার সেখানে ৩৩৫ কোটি ৯০ লাখ লেনদেন হয়। এহিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৯০ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৩ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ২.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিভাগ দর বেড়েছে। এদিন বেড়েছে ১৪৭ টির, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম স্টিল, বাংলাদেশ সাবমেরিন, এপেক্স ট্যানারি, ন্যাশনাল পলিমার, এমজেএলবিডি, বেক্স ফার্মা, শাহজিবাজার পাওয়ার, এসিআই ফর্মূলেনশন, ইবনে সিনা ও এনভয় টেক্সটাইল।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত রবিবার সেখানে ২০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও একমি ল্যাবরেটরিজ।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

মার্জিনধারীদের তথ্য চায় সাবমেরিন ক্যাবল

submerinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋনধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছেন। ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চেয়েছে কোম্পানিটি।

আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে ব্রোকারেজ হাউজগুলোকে তাদের চিঠিতে ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে। এসব তথ্যের হার্ড ও সফট কপি পাঠানো আবেদন করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

১১ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

mutualস্টকমার্কেট ডেস্ক :

বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ মিউচ্যুয়াল ফান্ড। রোববার (১৪ আগস্ট) অনুষ্ঠিত এসব ফান্ডের ট্রাস্টি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ঘোষণা করেছে ৫ শতাংশ ক্যাশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ ক্যাশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ ক্যাশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ শতাংশ ক্যাশ, গ্রামীণ ওয়ান স্কীম টু মিউচ্যুয়াল ফান্ড ১০ শতাংশ ক্যাশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ ক্যা), ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৫ শতাংশ ক্যাশ ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ ক্যাশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৬ শতাংশ ক্যাশ, ট্রার্স্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ ক্যাশ এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আর এসব ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফরচুন সু’র আইপিও আবেদন শুরু

fortuneনিজস্ব প্রতিবেদক :

১৬ আগষ্ট মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফরচুন সু কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন ও চাঁদা জমা কার্যক্রম। বিনিয়োগকারীরা নিজেদের ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে আইপিও আবেদন ও চাঁদা জমা দিতে পারবেন। এ কার্যক্রম চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।

শতভাগ রফতানিমুখী জুতা শিল্পের কোম্পানিটি আইপিও প্রক্রিয়ায় মোট ২২ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে। কোম্পানিটিকে অভিহিত মূল্য ১০ টাকা দরে ২ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করার অনুমতি দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭৫ কোটি টাকা।

আইপিওতে ফরচুর সু কোম্পানির এক মার্কেট লটে শেয়ারসংখ্যা ৫০০টি। ফলে একজন বিনিয়োগকারীকে সর্বনিম্ন ৫ হাজার টাকা জমা দিতে হবে। তবে প্রবাসী বাংলাদেশিদের এ জন্য জমা করতে হবে ৬৪ দশমিক ১১ মার্কিন ডলার বা ৪৮ দশমিক ৫৮ পাউন্ড বা ৫৮ দশমিক ৩৬ ইউরো।

নিয়ন্ত্রক সংস্থার কাছে দেওয়া প্রস্তাব অনুযায়ী কোম্পানিটি উত্তোলিত মূলধনের অর্থ ব্যবসা প্রকল্প উন্নয়নে খরচ করবে। এর মধ্যে ৯ কোটি ২৮ লাখ টাকা খরচ হবে ভবন নির্মাণে, যা আইপিওতে উত্তোলিত অর্থের ৪২ শতাংশ। কারখানার মূলধনী যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় করবে প্রায় ১১ কোটি টাকা। বাকি অর্থ আইপিও প্রক্রিয়ায় খরচ হবে।

কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী ২৯ ফেব্রুয়ারি ২০১৬ সমাপ্ত হিসাব অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল (এনএভি) ১৩ টাকা ৭৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম

মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

mercantilস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক জন উদ্দোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মো: নাসিরুদ্দিন চৌধুরি নামে ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৫ লাখ শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বিনিয়োগকারীদের জন্য সুখবর : চালু হচ্ছে ইউনাইটেড এয়ার

unitedনিজস্ব প্রতিবেদক :

প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত একমাত্র এয়ারলাইনস প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড। ডিসেম্বর নাগাদ ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। এ লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রক্রিয়া শুরুর পাশাপাশি প্রয়োজনীয় উড়োজাহাজ সংগ্রহের কাজ চলছে বলে জানা গেছে।

জানা গেছে, উড্ডয়ন উপযোগী উড়োজাহাজের সংকট ও বিমান চলাচল নিয়ন্ত্রকদের সঙ্গে দেন-দরবারের কারণে বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ রয়েছে। চলতি বছরের শুরুর দিকে একবার ফ্লাইট চালু করলেও দ্রুতই তা বন্ধ হয়ে যায়। ফ্লাইট চালুর লক্ষ্যে কোম্পানিটি গত বছরই নতুন করে মূলধন সংগ্রহের চেষ্টা শুরু করে। চলতি বছর এ চেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা দেখা যায়।

বহরে নতুন উড়োজাহাজ সংযোজন ও পুরনো উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য মূলধন বাড়াতে বিদ্যমান শেয়ারহোল্ডারদের বাইরে প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে মোট ৬২৪ কোটি ৮০ লাখ টাকা সংগ্রহ করছে ইউনাইটেড এয়ার। এজন্য বিনিয়োগকারীদের নামে কোম্পানির নতুন শেয়ার ইস্যুর পাশাপাশি তাদের কাছে বন্ডও বিক্রি করা হবে।

সম্পাদিত চুক্তি অনুসারে, সুইফট কার্গো পিটিই, ফিনিক্স এয়ারক্রাফট লিজিং পিটিই ও টিএসি অ্যাভিয়েশন নামের বিদেশী কোম্পানিগুলোর নামে ৪০০ কোটি টাকার শেয়ার ইস্যু করবে ইউনাইটেড এয়ার। এর মধ্যে সুইফট কার্গো পিটিইর শেয়ার তিন বছর লকড-ইন থাকবে। আর ফিনিক্স এয়ারক্রাফট লিজিং পিটিই ও টিএসি অ্যাভিয়েশনের ক্ষেত্রে এক বছর লক ইন থাকবে। একই সঙ্গে কোম্পানিটি কুপন বন্ড ছেড়ে আরো ২২৪ কোটি টাকা উত্তোলন করবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের বাইরে সাড়ে ১২ শতাংশ সুদে এই বন্ড ইস্যু করা হবে। এ অর্থে কোম্পানিটি উড়োজাহাজ ক্রয়ের ডাউন পেমেন্ট, ঋণ পরিশোধ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে দেনা ও অন্যান্য ফি পরিশোধ করার ঘোষণা দেয়।

উল্লেখ্য, উদ্যোক্তা-পরিচালকদের হাতে যথেষ্ট শেয়ার না থাকায় রাইট, আরপিও কোনো উপায়েই শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারছিল না ইউনাইটেড এয়ার। পরে বিকল্প পথে মূলধন উত্তোলনের এ পরিকল্পনায় অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মূলধন উত্তোলনের বর্তমান পরিকল্পনা বাস্তবায়নে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব নেয় সরকারের বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

এ প্রসঙ্গে ইউনাইটেড এয়ারওয়েজের উদ্যোক্তা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী গনমাধ্যমকে বলেন, ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধন সংগ্রহ করা হচ্ছে। নতুন মূলধনের উল্লেখযোগ্য অংশই আসবে বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে। অর্থসংস্থানে আমরা আইসিবির সহায়তা পাচ্ছি। আশা করছি, দেশীয় ও আন্তর্জাতিক রুটগুলোয় ফ্লাইট চালুর পাশাপাশি নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা যাবে। সব ঠিক থাকলে চলতি বছরই ফ্লাইট চালু করা সম্ভব হবে।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ সাবমেরিনের লভ্যাংশ ঘোষণা

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। রবিবার কোম্পানিটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মেঘনা লাইফের ২৫% লভ্যাংশ ঘোষণা

megna-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। রবিবার কোম্পানিটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ