ন্যাশনাল ফিডের ১৫% লভ্যাংশ ঘোষণা

national_groupনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

৩০ জুন, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের ১৮ মাসের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে. আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭১ পয়সা।

আগামী ১৬ নভেম্বর গাজীপুর শ্রীপুরে কারখানায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১৪ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বেক্সিমকোর ৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

beximcoনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের ৪ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে । ঘোষণা অনুযায়ী আগামী ৬ অক্টোবর এসব কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে । কোম্পানি ৪ টি হলো: বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো সিনথেটিকস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন কোম্পানিগুলোর বোর্ড সভা যথাক্রমে বিকেল সাড়ে ৩টা, ৪টা, সাড়ে ৪টা ও ৫টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিগুলোর ১৮ মাসের অর্থাৎ জানুয়ারি, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

পাশাপাশি এ ই বোর্ড সভায় এজিএমের তারিখ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. ডরিন পাওয়ার
  2. এমজিএলবিডি
  3. লংকা বাংলা ফাইন্যান্স
  4. সিটি ব্যাংক
  5. বিবিএস
  6. বিএটিবিসি
  7. লাফার্জ সুরমা
  8. ইয়াকিন পলিমার
  9. বিএসসিসিএল
  10. স্কয়ার টেক্সটাইল।

ডিএসইতে লেনদেন ৭‌’শ কোটির কাছাকাছি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে ৭০০ কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ৩২ কোটি টাকা হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।গতকাল বুধবার সেখানে ৪৯২ কোটি ৯ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২৫ পয়েন্টে । ডিএসই-৩০ সূচক ০.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭৮ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩ টির, কমেছে ১১৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার, এমজিএলবিডি, লংকা বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, বিবিএস, বিএটিবিসি, লাফার্জ সুরমা, ইয়াকিন পলিমার, বিএসসিসিএল ও স্কয়ার টেক্সটাইল।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল হেডেলবার্গ সিমেন্ট ও একমি ল্যাব.।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪২৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩২ টির, কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

সাউথইষ্ট ব্যাংক মি. ফান্ডের ট্রাষ্টি সভা ৫ অক্টোবর

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইষ্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা আগামী ৫ অক্টোবর আহবান করা হয়েছে। এ সভায় প্রথম প্রান্তিকের আয় ব্যয় নিয়ে বসবে পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ৩ টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় গত ২০১৬ সালের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি সমন্বিত করবে পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

ন্যাশনাল লাইফ মি. ফান্ডের ট্রাষ্টি সভা ৫ অক্টোবর

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রথম মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা আহবান করা হয়েছে। এ সভায় প্রথম প্রান্তিকের আয় ব্যয় নিয়ে বসবে পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আগামী ৫ অক্টোবর বেলা ৩ টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় গত ২০১৬ সালের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি সমন্বিত করবে পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

বিকালে ন্যাশনাল ফিডের লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভা

national_feed_mill_939619377স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের বোর্ড সভা আজ ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, বিকাল সাড়ে ৪ টায় কোম্পানিটি এ বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৬ সালে শেষ হওয়া ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

হিসাব বছর পরিবর্তন করবে মাইডাস ফিন্যান্স

midasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে ব্যাংক বর্হিভূত আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ হিসাব বছর পরিবর্তন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানি আইন-১৯৯৪ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী হিসাব বছর পরিবর্তন করবে।

কোম্পানিটির হিসাব বছর জানয়ারি- ডিসেম্বর সময়ের জন্য করা হবে। আর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০১৭ সালে করা হবে। ৩১ ডিসেম্বর, ২০১৬ হিসাব বছর শেষে কোম্পানির পর্ষদ সভা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

উত্পাদনে যাচ্ছে ডরিন পাওয়ারের আরেক আইপিও প্লান্ট

DOREEN-POWERস্টকমার্কেট ডেস্ক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে অবস্থিত প্লান্টে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুত্ উত্পাদন শুরুর অনুমতি পেয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের সাবসিডিয়ারি ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড। সম্প্রতি কোম্পানিটিকে এ অনুমোদন দেয় বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানি সূত্রে জানা গেছে, বিদ্যুেকন্দ্রটি ৫৫ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনে সক্ষম। সম্পাদিত ক্রয়চুক্তি অনুসারে আগামী ১৫ বছর তাদের কাছ থেকে বিদ্যুত্ কিনবে বিপিডিবি। তা থেকে নর্দার্ন পাওয়ারের বার্ষিক আয় ৩১৩ কোটি টাকা ছাড়াবে বলে আশা করা হচ্ছে। নর্দার্ন পাওয়ারের ৯৮ দশমিক ৫২ শতাংশ শেয়ারের মালিক হিসেবে তা থেকে লাভবান হবে ডরিন পাওয়ার।

জুনের শেষ দিকে ডরিন পাওয়ারের আরেক সাবসিডিয়ারি ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের প্লান্টে বিদ্যুত্ উত্পাদন শুরু হয়। ঢাকার নবাবগঞ্জে অবস্থিত ৫৫ মেগাওয়াটের বিদ্যুেকন্দ্রটির সক্ষমতার ৮০ শতাংশ ব্যবহার করতে পারলেও বার্ষিক আয় ৩১৩ কোটি টাকা ছাড়াবে। ঢাকা সাউদার্ন পাওয়ারের ৯৬ দশমিক ৭৮ শতাংশ শেয়ারের মালিক ডরিন পাওয়ার।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ডরিন পাওয়ারের নিট মুনাফা ছিল ১৩ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা, আগের বছর যা ছিল ১৫ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা। এদিকে ২০১৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা। প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৭৯ পয়সা।

কোম্পানির কর্মকর্তারা জানান, উত্পাদনের জন্য প্রস্তুতি নেয়া নতুন সাবসিডিয়ারিগুলোর ব্যয় নির্বাহ করতে গিয়েই এ সময়ে প্রত্যাশিত মুনাফা করতে পারেনি ডরিন পাওয়ার। সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে উত্পাদন শুরুর পর এ সমস্যা কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী তারা। ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৪ টাকা ৪৬ পয়সা, সম্পদ পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত হিসাবে না নিলে যা দাঁড়ায় ২৪ টাকা ৪৬ পয়সা।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর ডরিন পাওয়ারকে ১৯ টাকা প্রিমিয়ামসহ ২৯ টাকা বরাদ্দমূল্যে দুই কোটি সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৫৮ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই অর্থ নিজেদের দুটো পাওয়ার প্লান্টে বিনিয়োগ করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বিএসআরএম স্টিলের বোর্ড সভা আহবান

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেডের বোর্ড সভা আগামী ৬ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন ৫ টায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এই ১৯(১) ধারা অনুযায়ী ২০১৬ সালের জানুয়ারি হতে জুন পর্যন্ত ৬ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ