কার্যক্রম বন্ধ রাখায় ‘জেড’ ক্যাটাগরিতে ইউনাইটেড এয়ার

unitedনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়জ (বিডি) বানিজিক কার্যক্রমে না থাকায় কোম্পানিটি শেয়ার ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি আগামীকাল ৬ সেপ্টেম্বর থেকে শেয়াবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট কার্যক্রম গত ৬ মাসের বেশি সময় বন্ধ রয়েছে। তাই কোম্পানিটিকে ক্যাটাগরিচূত্য করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই কতৃপক্ষ।

গত ৫ মার্চ তালিকাভুক্ত এই কোম্পানিটি তাদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করে।

কোম্পানিটি জানিয়েছিল, অনিবার্য কারণবশত ইউনাইটেড এয়ার ওয়েজে ফ্লাইট ৫ মার্চ থেকে আবারও বাতিল করা হয়েছে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি চলাচলযোগ্য বিমানের অভাবে সব ফ্লাইট বাতিল করে ইউনাইটেড এয়ারওয়েজ। পরে অভ্যন্তরীণ রুটে তা চালু হয় গত ২৪ ফেব্রুয়ারি। এরপরই আবার ৫ মার্চ থেকে অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল থেকে কোম্পানিটির শেয়ার কিনতে ঋণ সুবিধা দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জানিয়েছে ডিএসই কতৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইসলামি ফাইন্যান্সের ৪ লাখ শেয়ার বিক্রয়

islami fস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামি ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্দ্যোক্তা নিজের ৪ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মো: ফজলুল হক নামে কোম্পানিটির এই পরিচালক নিজের থাকা এসব শেয়ার বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রয় করবেন। তার হাতে মোট ৬ লাখ ৮৭ হাজার ৫৮০টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

ফনিক্স ফাইন্যান্সের শেয়ার বিক্রয়ের ঘোষণা

phonexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্দ্যোক্তা নিজের ৮০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আব্দুল কাদের চৌধুরি নামে কোম্পানিটির এই পরিচালক নিজের থাকা এসব শেয়ার বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রয় করবেন। তার হাতে মোট ২ লাখ ৮৭ হাজার ৫৮৭টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

স্বাধীন পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের একজন স্বাধীন পরিচালক নিজের ১৬ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, হাবিব ই আলম চৌধুরি নামে কোম্পানিটির এই পরিচালক নিজের থাকা এসব শেয়ার বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ক্রয় করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

  1. শাহজিবাজার পাওয়ার
  2. সিঙ্গার বিডি
  3. ইসলামী ব্যাংক
  4. ডরিন পাওয়ার
  5. লাফার্জ সুরমা
  6. বিএসআরএম লি:
  7. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  8. মবিল যমুনা
  9. ন্যাশনাল টিউবস
  10. একমি ল্যাব।

ডিএসইতে কমলেও বেড়েছে সিএসইর লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন গত দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪২৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৫৫ কোটি টাকা কমেছে। গতকাল রবিবার সেখানে ৪৮০ কোটি ৯৮ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৬ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৫১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, সিঙ্গার বিডি, ইসলামী ব্যাংক, ডরিন পাওয়ার, লাফার্জ সুরমা, বিএসআরএম লি:, অলিম্পিক ইন্ডাস্ট্রি, মবিল যমুনা, ন্যাশনাল টিউবস ও একমি ল্যাব।

এদিকে বার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাব ও ফার কেমিক্যাল।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

তালিকাভুক্ত কোম্পানির পরিচালক-শেয়ার নিয়ে আপত্তি জানাবে ডিএসই

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের শর্ত শিথিলের বিষয়ে আপত্তি জানাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ইতোমধ্যে এ বিষয়ে ডিএসইর বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। শিগগির বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এ বিষয়ে ডিএসই তাদের বক্তব্য তুলে ধরতে চায়।

জানা গেছে, পরিচালকদের শেয়ার ধারণের শর্ত শিথিল করতে নীতিমালা সংশোধনের পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নিয়ম বাস্তবায়ন হলে বড় মূলধনী কোম্পানিগুলোর ক্ষেত্রে পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা থাকবে না।

উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে নিজ কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণের যে বাধ্যবাধকতা আছে, সেটাও শিথিল হবে। বর্তমানে বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।

এদিকে ন্যূনতম শেয়ার ধারণ বিষয়ক নীতিমালা সংশোধনের প্রেক্ষিতে ডিএসইর সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান বলেন, নতুন নিয়ম বাস্তবায়ন হলে কোম্পানির পরিচালকরা শেয়ার বিক্রি করে দিতে পারবেন। এতে বাজারে পরিচালকদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা তৈরি হতে পারে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বার্থে এ নিয়ম বহাল রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, কোন কোম্পানির মালিকানায় পরিচালকদের অংশগ্রহণ বেশি থাকলে কোম্পানির প্রতি তাদের আগ্রহ ও দায়িত্ববোধও বেশি থাকে। তাই এটি বহাল রাখা দরকার।

জানা গেছে, নতুন প্রস্তাবে তালিকাভুক্ত কোম্পানির পরিশোধিত মূলধনের ভিত্তিতে চারটি ধাপ করা হয়েছে। প্রথম ধাপে পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা হলে পরিচালকদের এককভাবে পরিশোধিত মূলধনের ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এক্ষেত্রে উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।

পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকার বেশি কিন্তু ৫০০ কোটি টাকার কম হলে পরিচালকদের এককভাবে শেয়ার ধারণ করতে হবে কমপক্ষে দেড় শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ। পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা বা তার বেশি কিন্তু ১ হাজার কোটি টাকার কম হলে পরিচালকদের ১ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এক্ষেত্রে উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণ ১৫ শতাংশ বজায় রাখতে হবে।

এছাড়া পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার বেশি হলে প্রত্যেক পরিচালককে ন্যূনতম শূন্য দশমিক ৫০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। উদ্যোক্তা ও পরিচালকদের এ ক্ষেত্রে কমপক্ষে ১০ শতাংশ শেয়ার রাখতে হবে। নতুন নীতিমালা বাস্তবায়ন হলে প্রায় সব ব্যাংকসহ জ্বালানি, বিদ্যুত্, ওষুধ ও রসায়ন, টেলিযোগাযোগ খাতের বেশকিছু কোম্পানির উদ্যোক্তা এর সুবিধা পাবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

প্রিমিয়ার লিজিংয়ের ২০ লাখ শেয়ার বিক্রি

primiur-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং লিমেটেডের একজন পরিচালক প্রায় ২০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মো: মিজানুর রহমান নামে প্রতিষ্ঠানটির এই পরিচালক ১৯ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৪২ লাখ ৫৫ হাজার ৫০ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ব্যাংকের শেয়ার বিক্রি করবে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমেটেডের স্পন্সর পরিচালক পাইওনিয়ার ইন্স্যুরেন্স শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি নামে ব্যাংকটির এই স্পন্সর পরিচালক ২৭ লাখ ৭৫ হাজার শেয়ার বিক্রয় করবেন। এদের হাতে মোট ৩ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৯৩২ টি শেয়ার রয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রথম লভ্যাংশ আসছে

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেডের বোর্ড সভায় তালিকাভুক্তির পর প্রথম লভ্যাংশ ঘোষণা করা হবে। আজ ৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় জুন মাসে শেষ হওয়া ২০১৬ সালের বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় শেষ হওয়া গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় জুন ২০১৬ এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

গত ২৩ নভেম্বর উভয় শেয়ারবাজারে এই কোম্পানির লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড