ব্লক মাকের্টে লেনদেন ৭৪ কোটি টাকা

blockস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬ কোম্পানির মোট ২ কোটি ৭৮ লাখ ৮ হাজার ১০৮টি শেয়ার ১৩ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ৭৪ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হল: আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইসলামি ব্যাংক, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মালেক স্পিনিং, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

রবিবার ব্লক মার্কেটে আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৫০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৭২ লাখ ৫০ হাজার টাকা। ইসলামি ব্যাংকের ২ কোটি ৫০ লাখ ১৪ হাজার ১০৮টি শেয়ার ৬ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৭২ কোটি ৫৪ লাখ ৯ হাজার টাকা। এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৭০ লাখ টাকা।

মালেক স্পিনিংয়ের ৮৯ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৬ লাখ ১১ হাজার টাকা, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২ লখ ৫০ হাজার শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৫ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৪ লাখ ৭৬ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

জিএসপি ফাইন্যান্সের দর বাড়ার তথ্য নেই

GSPFINANস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড গত কয়েক দিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ৬ কার্যদিবস জিএসপি ফাইন্যান্সের শেয়ারের দর বেড়েছে।

গত ৮ সেপ্টেম্বর জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর ছিল ১৩.৮ টাকা। যা ৬ কার্যদিবসে ৪.৫ টাকা বা ৩৩ শতাংশ বেড়ে দাড়িয়েছে ১৮.৩ টাকায়। শনিবারের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার এ দরে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আরডি ফুডের ১৫% লভ্যাংশ ঘোষণা

rang-smbd-300x114স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরডি ফুড লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ২০১৬ সালে ৩০ জুন শেষ হওয়া ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৫ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

একই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ১ টাকা ৮৭ টাকা।

কোম্পানিটির এজিএমের দিন ৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ডেট আগামী ১৮ অক্টোবর করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দর কমার শীর্ষে ৫ বীমা কোম্পানি

insurence-smbdস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে উঠে এসেছে ৫ বীমা কোম্পানি। আজ রবিবারের লেনদেনে এ চিত্র লক্ষ করা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

টপ টেন লুজারে উঠে আসা বীমা কোম্পানিগুলো হল- প্রভাতী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।

এদিন প্রভাতী ইন্স্যুরেন্সের ৩.৯৪ শতাংশ শেয়ার দর কমেছে। এছাড়া রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩.৫৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩.৪৫ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৩.৩৬ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৩.১৯ শতাংশ দর কমেছে।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিওতে লভ্যাংশ পাঠিয়েছে শাশা ডেনিম

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিম সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে শাশা ডেনিম ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. ইয়াকিন পলিমার
  2. মবিল যমুনা
  3. ইউনাইটেড পাওয়ার
  4. জিএইচপি ফাইন্যান্স
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. ন্যাশনাল হাইজিং
  7. ন্যাশনাল ব্যাংক
  8. একমি ল্যাব
  9. স্কয়ার ফার্মা
  10. বিএসসি।

শেয়ারবাজারে সূচক পতন হলেও বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দুই বাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে।

রবিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

এদিন ডিএসইতে ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল শনিবার সেখানে ৫২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

দিনশেষে টার্নওভার তালিকার শীর্ষে উঠে আসে যে সব কোম্পানি – ইয়াকিন পলিমার, মবিল যমুনা, ইউনাইটেড পাওয়ার, জিএইচপি ফাইন্যান্স, লংকা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাইজিং, ন্যাশনাল ব্যাংক, একমি ল্যাব, স্কয়ার ফার্মা ও বিএসসি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। রবিবার সিএসইতে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল শনিবার সিএসইতে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বেঙ্গল উইন্ডসরের মার্জারের বিষয়ে বিএসইসির পরামর্শে ডিএসই

bengleনিজস্ব প্রতিবেদক :

তালিকাভুক্ত কোম্পানির একীভূতকরণ (মার্জার) কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্কতার পথে এগোচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সামিট পাওয়ারের সঙ্গে গ্রুপের অন্য তিন কোম্পানির একীভূতকরণ ইস্যু থেকে শিক্ষা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরামর্শে এ কার্যক্রম চালাতে চায় দেশের প্রধান এ স্টক এক্সচেঞ্জ।

এ ধারাবাহিকতায় পাইপলাইনে থাকা বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকসের একীভূতকরণের বিষয়ে পরামর্শ চেয়ে সম্প্রতি বিএসইসির কাছে একটি চিঠি দিয়েছেন ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও)।

বিএসইসি সূত্রে জানা গেছে, মার্জার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কোনো নীতিমালা না থাকায় বিএসইসির পরামর্শে কাজ করতে চায় ডিএসই। বেঙ্গল পেট্রোকেম ও সিনথেটিক টেক্সটাইলস লিমিটেডকে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের সঙ্গে একীভূতকরণে সুপ্রিম কোর্টের অনুমোদন রয়েছে।

এ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএসইসির পরামর্শ চেয়ে ১৯ সেপ্টেম্বর কমিশনের কাছে একটি চিঠি দিয়েছেন ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) একেএম জিয়াউল হাসান খান।

এ প্রসঙ্গে নামপ্রকাশে অনিচ্ছুক ডিএসইর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা সাংবাদিকদের জানান, সামিট পাওয়ারের মার্জার-পরবর্তী লেনদেন নিয়ে বড় ধরনের সমস্যায় পড়ে ডিএসই। সেখানে ডিএসইর রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের গাফিলতি কিংবা ভুল লক্ষ করা যায়। এ ভুল শুধরিয়ে ভবিষ্যতে যেসব কোম্পানি একীভূতকরণ হবে, সেসব কোম্পানির এ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর হচ্ছে ডিএসই বোর্ড।

এ প্রক্রিয়া গ্রহণযোগ্য করতে ডিএসই এখন কমিশনের দিকে তাকিয়ে আছে বলে জানান এ কর্মকর্তা।

জানা গেছে, লেনদেন স্থগিত থাকা সামিট পাওয়ারের একীভূতকরণ প্রক্রিয়ায় ডিএসইর রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের তিন শীর্ষ কর্মকর্তার গাফিলতি দেখছে নিয়ন্ত্রক সংস্থা ও ডিএসই’র পরিচালনা পর্ষদ।

কোম্পানিটির মূলধন বাড়ানোর আবেদন করার আগেই লেনদেন করায় ডিএসই’র রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

standardস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন পরিচালক ৭ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

হারুন রশিদ চৌধুরি নামে ব্যাংকটির এই পরিচালক প্রতিষ্ঠানটির ৭,৩৬,৯৫২ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৫৬ লাখ ৪৯ হাজার ৯৬৯ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

আরডি ফুডের বোর্ড সভা বিকালে

rang-smbd-300x114স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের বোর্ড সভা আজ বিকালে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, বেলা ৩ টায় কোম্পানিটি এ বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৬ শেষ হওয়া অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ