প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা টাকায় নির্মিত প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিডিটেড। এর আগে গত ২২ সেপ্টেম্বর পরীক্ষামূলক উৎপাদন শুরু করে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যবসা সম্প্রসারণের জন্য আইপিওর মাধ্যমে টাকা তোলার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি। বিএসইসির ৫৪৫তম সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করে।
সূত্র মতে, নতুন এই ইউনিট দিয়ে কোম্পানিটি প্রতিদিন ৪৫ হাজার কার্টুন পণ্য উৎপাদন করতে পারবে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ