৫ম দিনে এসে কমলো ইয়াকিন পলিমার

yakinস্টকমার্কেট ডেস্ক :

লেনদেনের ৫ম দিনে এসে কমেছে ইয়াকিন পলিমার শেয়ারের দর। মঙ্গলবারের (২৭ সেপ্টেম্বর) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের ৯.৩৮ শতাংশ দর কমেছে। সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১০ টাকা দরে ২২ সেপ্টেম্বর ইয়াকিন পলিমারের শেয়ার লেনদেন শুরু হয়। টানা ৪ কার্যদিবস শেয়ারটির দর বেড়ে সোমবার লেনদেন শেষে ৪৪.৮ টাকা দাড়ায়। তবে মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৪০.৬ টাকায়।

এদিন দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে- সাভার রিফ্রেকটরিজের ৮.৩৭ শতাংশ, মডার্ণ ডাইং এর ৮.২৮ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫.৫৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪.১৭ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৩.৭৯ শতাংশ, ড্রাগণ সোয়েটারের ৩.৭০ শতাংশ, তসরিফা ইন্ডাষ্ট্রিজের ৩.৫৯ শতাংশ, জুট স্পিনার্সের ৩.৫৭ শতাংশ এবং জাহিন স্পিনিং এর ৩.৪৭ শতাংশ দর হারিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কেডিএসের নতুন প্যাকেজিং থেকে আয় হবে ১৩ মিলিয়ন ডলার

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিডিটেড নতুন প্যাকেজিং লাইনের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। এই প্যাকেজিং লাইনে সম্পূর্ণভাবে কাজ করলে কোম্পানিটির বছরে ১৩ মিলিয়ন ডলারের বেশি আয় আসবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি দাবি করছে, এজন্য বছর ব্যাপী কেডিএসকে শতভাগ উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর পরীক্ষামূলক উৎপাদন শুরু করে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা টাকায় নির্মিত এই কারখানাটি।

কয়েকমাস আইপিওর মাধ্যমে ২৪ কোটি টাকা তোলার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি। বিএসইসির ৫৪৫তম সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি এজন্য ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে।

নতুন এই ইউনিট দিয়ে কোম্পানিটি প্রতিদিন ৪৫ হাজার কার্টুন পণ্য উৎপাদন করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিঙ্গারের শেয়ার বিক্রি করবেন বোল্ড বি.ভি.

singerস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের এক স্পন্সর শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বোল্ড বি.ভি. নামে কোম্পানিটির এই পরিচালক ৩,৮৩,৪৭২ শেয়ার বিক্রয় করবেন। প্রতিষ্ঠানটির হাতে সিঙ্গারের মোট ৪ কোটি ৪ লাখ ৭২ হাজার ৫১ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রয় করবেন।

এই ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. ইয়াকিন পলিমার
  2. বিএসসিসিএল
  3. বেক্সিমকো লিমিটেড
  4. অলিস্পিক এক্সেসরিজ
  5. সিঙ্গার বিডি
  6. লংকা বাংলা ফাইন্যান্স
  7. বিএসসি
  8. আমান ফিডস
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  10. এমজেএলবিডি।

শেয়ারবাজারে লেনদেন ও সূচকের সামান্য পতন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান স্টক এক্সেচেঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেন ও মূল্য সূচকের সামান্য পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৩৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৫৩২ কোটি ৯৩ লাখ লেনদেন হয়। এহিসাবে লেনদেন আগের দিনের চেয়ে মাত্র ২ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২২ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৩.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিভাগ দর কমেছে। এদিন বেড়েছে ১০৫ টির, কমেছে ১৮১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, বিএসসিসিএল, বেক্সিমকো লিমিটেড, অলিস্পিক এক্সেসরিজ, সিঙ্গার বিডি, লংকা বাংলা ফাইন্যান্স, বিএসসি, আমান ফিডস, অলিম্পিক ইন্ডাস্ট্রি ও এমজেএলবিডি।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইয়াকিন পলিমার ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইউবিএসপি পুনঃঅর্থায়ন তহবিল আবেদনের সময়সীমা ১৯ অক্টোবর

bbনিজস্ব প্রতিবেদক :

পোশাক কারখানার ভবন নির্মাণ ও সংস্কারের সহায়তার লক্ষ্যে আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট (ইউবিএসপি) শীর্ষক পুনঃঅর্থায়ন তহবিল চালু করছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে অর্থ নিয়ে গ্রাহকদের ঋণ দিতে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৯ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

সোমবার (২৬) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

ওই নির্দেশনায় জানানো হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা এবং চট্টগ্রাম সিটির তৈরি পোশাক কারখানার ভবন নিরাপদ করতে ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট’-এ স্বল্প ও দীর্ঘ মেয়াদি অর্থায়ন করা হবে। এতে সহায়তা করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

কারিগরি সহায়তা উপাদানসহ প্রকল্পের তহবিলের মোট আকার ৪২৪ কোটি জাপানি ইয়েন। আর ঋণ তহবিলের আকার ৪১২ কোটি ৯০ লাখ জাপানি ইয়েন। প্রতি ইয়েন ৭২ পয়সা ধরলে বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় ২৯৭ কোটি ২৮ লাখ টাকা।

পোশাক কারখানার ভবন পুনর্নির্মাণ, স্থানান্তর, রেট্রোফিটিং, চলতি মূলধন এবং অগ্নি নিরাপত্তার জন্য তহবিল থেকে ঋণ সুবিধা দেওয়া হবে। বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএপিএমইএ-এর সদস্য, তৈরি পোশাক খাতের এমন ভবন মালিক অথবা কারখানা মালিকরা এ ঋণ সুবিধা পাবেন। ঋণের সর্বোচ্চ সুদের হার হবে ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিয়ে কমপক্ষে ৩ বছর কার্যক্রম চালানো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আবেদন করার যোগ্য হবে। তবে কোনো ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি হলে ওই ব্যাংক আবেদনের যোগ্য হবে না।

ওই নির্দেশনায় আরও জানানো হয়েছে, পুনঃঅর্থায়ন তহবিল থেকে সাব-লোন হিসেবে একজন গ্রাহক সর্বোচ্চ ৩৫ কোটি টাকা ঋণ সুবিধা পাবেন। রেট্রোফিটিং এবং অগ্নি নিরাপত্তার বিপরীতে নেওয়া ঋণ পরিশোধের মেয়াদ ২ বছর গ্রেস পিরিয়ডসহ (অতিরিক্ত সময়) সর্বোচ্চ ১০ বছর। আর ভবন পুনর্নির্মাণ এবং স্থানান্তরের ক্ষেত্রে ৩ বছর গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সময় ১৫ বছর।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভূমিকম্প প্রতিরোধক ভবন নির্মাণকালীন কাজ বন্ধ থাকা কারখানাগুলো পুনঃঅর্থায়ন তহবিল থেকে চলতি মূলধনের জন্য ঋণ সহায়তা পাবে। তবে এ ঋণ সহায়তা সাব-লোনের ১০ শতাংশের বেশি হতে পারবে না। অর্থাৎ চলতি মূলধন হিসেবে ঋণ সুবিধা পাওয়া যাবে সর্বোচ্চ ৩ কোটি ৫০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

১০ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ বিওতে জমা

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ফান্ডগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড , ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ।

এই ফান্ডগুলো ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে গত ২২ সেপেটম্বর বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

ম্টকমার্কেটবিডি.কম/এমএ

পূবালী ব্যাংক ৫০০ কোটি টাকা মূলধন বাড়াবে

pubaliস্টকমার্কেট ডেস্ক :

পূবালী ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান পূবালী ব্যাংক ও পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে পরিশোধিত মূলধন ৫০০ কোটি বাড়ানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল বিএসইসি চিঠির মাধ্যমে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে মূলধন বাড়ানোর অনুমতি দেয়। কোম্পানিটি ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা।

এছাড়া ৩ কোটি প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে আরো ৩০০ কোটি টাকা উত্তোলন করা হবে; যা পূবালী ব্যাংকের।

ম্টকমার্কেটবিডি.কম/এমএ

এপেক্স ফুটের শেয়ার প্রতি লোকসান ৪ টাকা কম

apex foot-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার শেয়ার লোকসানে পরিমান প্রায় ৪ টাকা কমেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি ৮ টাকা ৩৬ পয়সা লোকসান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জানুয়ারি হতে জুন এই ৬ মাসে এএই লোকসান করে কোম্পানিটি। এর আগের বছর একই ৬ মাসে এই লোকসানের পরিমাণ ছিল ১২.৩১ টাকা। এ হিসাবে গতবছরের তুলনায় লোকসানের পরিমাণ ৩.৯৫ টাকা কমেছে।

৩০ জুন ২০১৬ সাল পর্যন্ত এই কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য এসেছে ২২০ টাকা, যা আগের বছর ৩০ জুন ছিল ২৩৩ টাকা।

ম্টকমার্কেটবিডি.কম/এমএ

মার্চে সমাপ্ত বার্জার পেইন্টসের হিসাব বছর

berger-Logoস্টকমার্কেট ডেস্ক :

বহুজাতিক কোম্পানি হিসেবে জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়ার পর প্রতি মার্চে হিসাব বছর সমাপ্ত করার সিদ্ধান্ত নেয় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। মূল প্রতিষ্ঠান ইউকে পেইন্টস (ইন্ডিয়া) লিমিটেডের সঙ্গে সঙ্গতি রেখে আর্থিক প্রতিবেদন প্রস্তূতির জন্যই এ সিদ্ধান্ত। গতকাল কোম্পানিটি জানায়, চট্টগ্রামের কর উপকমিশনারের কার্যালয় তাদের এ পরিকল্পনা অনুমোদন করেছে।

পরিকল্পনা অনুসারে, চলতি ২০১৬-১৭ হিসাব বছরে ১৫ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রস্তুত করবে বার্জার পেইন্টস। বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানিটির সাবসিডিয়ারি জেনসন অ্যান্ড নিকোলসন (বাংলাদেশ) লিমিটেডও ডিসেম্বরের পরিবর্তে ৩১ মার্চ তাদের হিসাব বছর সমাপ্ত করবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ২৭০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয় বার্জার পেইন্টস। আগেই বিতরণ হওয়া ১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশসহ হিসাব করলে ২০১৫ সালের জন্য মোট ৩৭০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

ম্টকমার্কেটবিডি.কম/এমএ