এবি ব্যাংকের বোর্ড সভা ২৭ অক্টোবর

ab-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৬(১) অনুযায়ী, এই বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

রূপালী লাইফের বোর্ড সভা ২৭ অক্টোবর

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৬(১) অনুযায়ী, এই বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদক ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

অ্যারামিট সিমেন্টের বোর্ড সভা ২৭ অক্টোবর

aramits-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি অ্যারামিট সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় মিনিটে নিজেদের প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় ১ জানুয়ারি ২০১৫ সাল হতে ৩০ জুন ২০১৬ সালে শেষ হওয়া ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে পারে বলে জানা যায়। আসতে পারে এজিএম সংক্রান্ত যে কোনো ঘোষণা।

স্টকমার্কেটবিডি.কম/এম

সামিটের পর এবার রহিমা ফুড ইস্যুতে তদন্ত কমিটি গঠন

bsecনিজস্ব প্রতিবেদক :

তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের শেয়ারের মালিকানা হস্তান্তরের মতো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ নিয়ে লুকোচুরির অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরআগে সামিট পাওয়ারের একীভুতকরণ বিষয়ে সৃষ্ট জটিলতায় ডিএসইর একই কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত করেছে বিএসইসি।

রহিমা ফুডের মূল্য সংবেদনশীল তথ্যকে ব্যবহার করে এ কোম্পানির শেয়ারে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা, তাও খতিয়ে দেখবে বিএসইসি গঠিত তদন্ত কমিটি। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গতকাল বিএসইসির উপপরিচালক আল মাসুম মৃধাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূইয়া ও সিনিয়র এক্সিকিউটিভ ইকরাম হোসেন। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। কমিটি রহিমা ফুডের মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশে কোন অনিয়ম হয়েছে কিনা এবং এ সময়ে শেয়ারটির অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করবে।

এদিকে স্টক এক্সচেঞ্জের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশে বিলম্বের অভিযোগ উঠলেও ডিএসইর দুই কর্মকর্তাকে তদন্ত কমিটিতে রাখায় কমিটি গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। ডিএসই সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূইয়া লিস্টিং বিভাগের প্রধান, যে বিভাগের বিরুদ্ধে কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য বিলম্বে প্রকাশের অভিযোগ উঠেছে।

এছাড়া সামিট পাওয়ারের সঙ্গে একই গ্রুপের তিন কোম্পানির একীভুতকরণ বিষয়ে সৃষ্ট জটিলতায় তার বিরুদ্ধেও তদন্ত করেছে বিএসইসি। এ বিষয়ে প্রয়োজন হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের একটি প্রক্রিয়াও বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগে চলমান রয়েছে।

প্রসঙ্গত, উদ্যোক্তা পরিচালকদের সম্পূর্ণ শেয়ার হস্তান্তরে রহিমা ফুড করপোরেশনের মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ নিয়ে কোম্পানি ও দেশের উভয় স্টক এক্সচেঞ্জের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করছেন বিনিয়োগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/এম

মালেক স্পিনিংয়ের ১০% লভ্যাংশ ঘোষণা

malekস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন শেষ হওয়া ২০১৬ সালে মালেক স্পিনিংয়ের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৫ টাকা ১৫ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম

খান ব্রাদার্সের বোর্ড সভা ২৭ অক্টোবর

Khan_Br_PP_Bagস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বিকাল সাড়ে ৪ টায় কোম্পানির নিজস্ব ভবনে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে বলে জানা যায়। আসতে পারে এজিএম সংক্রান্ত যে কোনো ঘোষণা।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্যারামাউন্ট টেক্সটাইলের বোর্ড সভা ২৭ অক্টোবর

paraস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে বলে জানা যায়। আসতে পারে এজিএম সংক্রান্ত যে কোনো ঘোষণা।

স্টকমার্কেটবিডি.কম/এম

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবর

continental-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৬(১) অনুযায়ী, এই বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ইপিএস ও ন্যাভ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

৫৪ টাকায় ফরচুন সুজের লেনদেন

fortuneস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত লেনদেন শুরুর প্রথম আধা ঘন্টা ৪৫-৫০ টাকায় লেনদেন হয় সদ্য তালিকাভুক্ত হওয়া চামড়া খাত শিল্পের কোম্পানি ফরচুন সুজ লিমিটেড। তবে বেলা ১২টায় তা ৫৪.৬০ টাকা লেনদেন হতে দেখা যায়। দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ কোম্পানির লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পর্যন্ত এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪০.৬০ টাকা বা ৪০৬ শতাংশ। শুরুতে এ কোম্পানির শেয়ার দর ৪৫ টাকায় ওপেন হলেও আলোচিত সময় পর্যন্ত সর্বশেষ লেনদেনটি হয় ৫০.৬০ টাকায়। আর এ সময়ে ফরচুন সুজের শেয়ার দর ৪০.১০ টাকা থেকে ৫০.৬০ টাকায় ওঠানামা করে।

আলোচিত সময়ে ডিএসইতে এ কোম্পানির মোট ৫৩ লাখ ৬ হাজার ১১টি শেয়ার মোট ৮ হাজার ৩৭৬ বার হাতবদল হয়। যা টাকার অংকে লেনদেন হয় ২৬ কোটি ১৩ লাখ ৮৪ হাজার টাকা। আর সিএসইতে এ সময়ে ১১ লাখ ৩৫ হাজার ২২৬টি শেয়ার মোট ২ হাজার ৩৯০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৫ কোটি ৫৬ লাখ ১৫ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

 

হেডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা ২৬ অক্টোবর

hedelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি হেডেলবার্গ সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ২ টা ৪৫ মিনিটে নিজেদের প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৬(১) অনুযায়ী, এই বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটি সর্বশেষ ইপিএস ও ন্যাভ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম