ভোটারদের মন জয় করতে ব্রোকার হাউজে প্রার্থীরা

dse1নিজস্ব প্রতিবেদক :

মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণ (ডিমিউচুয়ালাইজড) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। শেষ মুহুর্তে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা বিভিন্ন ব্রোকারেজ হাউস চষে বেড়াচ্ছেন।

ব্রোকার হাউজের এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রার্থীরা অনেকেই তাদের মালিকের সাথে দেখা করতে আসছে। বিষয়টি নিয়ে হাউজে হাউজে এক ধরণের উৎসব মূখরতা সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ফোরামটির পরিচালক পদে চূড়ান্ত মনোনয়ন নিয়েছেন ১৯ জন। ডিএসইর সদস্যদের প্রত্যক্ষ ভোটে তাদের মধ্য থেকে ১৫ জন ডিবিএর পরিচালক নির্বাচিত হবেন। এ পরিচালকরা ২৩ নভেম্বর সন্ধ্যায় ডিবিএর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন।

ডিএসই জানায়, ২০ নভেম্বর ডিএসই লবিতে সকাল ১০টায় ডিবিএ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। বিকাল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। ভোটাররা তার পরিবর্তে অন্য কাউকে ভোট দেয়ার ক্ষমতা অর্পণ করতে পারবেন। তবে এক্ষেত্রে ১৫ নভেম্বর বিকাল ৪টার মধ্যে প্রক্সি ফরম জমা দিতে হবে। নির্বাচনের জন্য একটি কমিশন ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। কমিশনের অন্য দুই সদস্য হলেন গ্লোব সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ। আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন আলী সিকিউরিটিজের চেয়ারম্যান এম আকবর আলীকে। তিন সদস্যবিশিষ্ট আপীল বোর্ডের বাকি দুই সদস্য হলেন মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন ও ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদের চৌধুরী।

পরিচালক নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রয়েছেন ডিবিএল সিকিউরিটিজের মো. আলী এফসিএ, রাস্তি সিকিউরিটিজের সৈয়দ রিদওয়ানুল ইসলাম, এরিস সিকিউরিটিজের মো. মাসুদুল হক, পিপলস ইক্যুইটির কবির আহমেদ, সাদ সিকিউরিটিজের মো. দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ সিকিউরিটিজের শরিফ আনোয়ার হোসেন, মডার্ন সিকিউরিটিজের খুজিস্তা নূর ই নাহরিন, প্রাইলিংক সিকিউরিটিজের ডা. জহিরুল ইসলাম, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিমিটেডের মোস্তাক আহমেদ সাদেক, গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও, কান্ট্রি স্টক বাংলাদেশ লিমিটেডের খাজা আসিফ আহমেদ, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের আহমেদ রশিদ, শ্যামল ইক্যুইটি মানেজমেন্ট লিমিটেডের সাজেদুল ইসলাম, ইউনিক্যাপ সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম, রয়েল গ্রিন সিকিউরিটিজের আব্দুল হক, থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান, ই-সিকিউরিটিজের এম মোয়াজ্জেম হোসেন, কে সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেডের দিল আফরোজ কামাল ও শাহেদ সিকিউরিটিজের শাহেদ আব্দুল খালেক।

উল্লেখ্য, স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক হওয়ার (ডিমিউচুয়ালাইজেশন) আগ পর্যন্ত ডিএসইর পর্ষদ মূলত তাদের সদস্যদের নিয়ন্ত্রণে ছিল। ডিমিউচুয়ালাইজেশনের পর পর্ষদে ব্রোকারদের প্রতিনিধিত্ব এক-তৃতীয়াংশে নেমে এসেছে। পরবর্তীতে ব্রোকারেজ হাউজগুলোর ফোরাম হিসেবে ২০১৪ সালে যাত্রা করে ডিবিএ। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বর্তমানে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন ডিএসইর সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু। তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে এই নির্বাচনে ডিএসইর সাবেক সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক ছাড়া হেভিয়েট কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। ফলে নবীন প্রবীণের অংশগ্রহণে জমে উঠেছে এই নির্বাচনটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সামিট একিভূতকরণ ইস্যুতে চেয়ারম্যান-এমডিদের তলব

summitনিজস্ব প্রতিবেদক :

নন-কমপ্লায়েন্স অব সিকিউরিটিজ রুলস লঙ্ঘন করায় দেশের দুই স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান-এমডিসহ সিআরও এবং লিস্টিং বিভাগের প্রধানকে তলব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএসইসির ডেপুটি পরিচালক হোসেন খান স্বাক্ষরিত ‘শোকজ কাম নোটিশ ফর হেয়ারিং’ শিরোনামে একটি চিঠিতে বলা হয়, সামিট পাওয়ারের তিনটি কোম্পানির একিভূতকরণ ইস্যুতে ডিএসইর পরিচালনা পর্ষদ, প্রধান রেগুলেটরি আফিসার (সিআরও) একেএম জিয়াউল হাসান খান এবং লিস্টিং বিভাগের প্রধান শফিকুল ইসলাম ভূইয়াকে শোকজ করা হয়েছে।

আলাদা আরেক চিঠিতে একই ইস্যুতে সিএসইর চেয়ারম্যান-এমডিসহ, প্রধান রেগুলেটরি আফিসার (সিআরও) এবং লিস্টিং বিভাগের প্রধানকে শোকজ করেছে বিএসইসি।

একিভূতকরণের পাশাপাশি কোম্পানির তালিকাচ্যুতি বিষয়ে উদ্ভুত সমস্যা সমাধানে ডিএসই ও সিএসইর কর্মকর্তাদের ১৫ ডিসেম্বর সকালে শুনানিতে উপস্থিত হয়ে তার জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে সিএসইর এমডি সাইফুর রহমান মজুমদার বলেন, কমিশনের এনফোর্সমেন্ট বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। একই চিঠি ডিএসইকে দেওয়া হয়েছে। তিনি বলেন, মূলত ডিএসই ও সিএসই’র সিআরও এবং লিস্টিং বিভাগের প্রধানকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়োছে। আর পর্ষদের কাছে জানতে চাওয়া হয়েছে।

সূত্র জানায়, সামিট পাওয়ার লিমিটেডের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বর্তমানে বিএসইসি এনফোর্সমেন্ট বিভাগে রয়েছে। নিয়ম অনুযায়ী এনফোর্সমেন্ট বিভাগ দুই স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের শুনানিতে ডাকে বিএসইসি। শুনানির পর বিষয়টি আবারও বিএসইসির কমিশন সভায় উঠানো হবে। সবদিক দেখে কমিশন সিদ্ধান্ত নিবে।

সামিট পাওয়ারের সঙ্গে এ গ্রুপের তিন কোম্পানি একীভূতকরণ ইস্যুকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া জটিলতায় উভয় স্টক এক্সচেঞ্জ কোম্পানির লেনদেন বন্ধ করে। তবে এরপর ৯ অক্টোবর থেকে লেনদেন শুরু হয়েছে।

বিএসইসির অভিযোগ, কোম্পানিটি একীভূতকরণের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান সঠিকভাবে অনুসরণ করেনি। বিশেষ করে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে কোম্পানিটি মূলধন বাড়ানোর অনুমতি নেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এস

স্পট মার্কেট যাচ্ছে ৬ কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার স্পট মার্কেট যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এগুলো হলো: প্যারামাউন্ট টেক্সটাইল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রো, মেঘনা পেট, মেঘনা কনডেন্স মিল্ক এবং সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

সূত্র মতে, আগামী ২১ নভেম্বর, সোমবার প্যারামাউন্ট টেক্সটাইল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রো এবং সায়হাম টেক্সটাইল মিলসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. শাশা ডেনিমস
  2. বিবিএস
  3. কাশেম ড্রাইসেল
  4. গোল্ডেন হারভেস্ট
  5. একমি ল্যাব
  6. স্কয়ার ফার্মা
  7. ওরিয়ন ফার্মা
  8. ইস্টার্ন হাউজিং
  9. বিডি থাই
  10. ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক।

বিদ্যুৎ প্রকল্প স্থাপনের খবরে বেড়েছে শাশা ডেনিমসের দর

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানের বিদ্যুৎ প্রকল্প স্থাপনের খবরে শেয়ারটির দর বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছে কর্তপক্ষ। কোম্পানিটির নিকট মূল্য সংবেদনশীল তথ্য জানতে চাইলে ডিএসইকে এ তথ্য জানানো হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা য়ায়।

কোম্পানিটি জানায়, সম্প্রতি শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। তবে আমরা বিনিয়োগকারীদের নিকট বিদ্যুৎ প্রকল্পের বিষয়টি অবগত করতে চাই।

কোম্পানিটি আরও জানায়, এনার্জি পাওয়ার কর্পোরেশন লিমিটেড শাশা ডেনিমসের একটি সহযোগী প্রতিষ্ঠান। কোম্পানিটি এক্সেল ইনফ্রাস্ট্রাকসার লিমিটেডের অধীনে একটি টেন্ডারে অংশগ্রহণ করেছে। এনার্জি পাওয়ার লিমিটেডকে বাগেরহাটে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প স্থাপন করতে দরপত্র পাওয়ায় প্রাথমিকভাবে পুরস্কার দেওয়া হয়।

কিন্তু এ বিষয়ে কোম্পানিটি এখনও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে কোনো ধরণের অনুমোদন পায়নি।

সম্প্রতি কোম্পানির শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে আজ বুধবার সহযোগী প্রতিষ্ঠানের বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার জানিয়ে কোম্পানিটি। তবে এ তথ্যকে মূল্য সংবেদনশীল তথ্য নয় বলে জানায় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসই ৬০৭ ও সিএসইতে ৩৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৭ কোটি টাকা। এদিন সেখানে সব ধরণের মূল্য সূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৬৪৬ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৫৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬ টির, কমেছে ১২১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪‌১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- শাশা ডেনিমস, বিবিএস, কাশেম ড্রাইসেল, গোল্ডেন হারভেস্ট, একমি ল্যাব, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, বিডি থাই ও ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৪০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিবিএস ও লাফার্জ সুরমা।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিটি ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে

citi bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার সাবওর্ডিনেটেড বন্ডে ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ব্যাসেল-৩ শর্ত পূরণের জন্য এ বন্ড ছাড়বে সিটি ব্যাংক।

এ বন্ড ছেড়ে মূলধন বৃদ্ধি করবে ব্যাংকটি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই এটি কার্যকর করবে ব্যাংকটি।

স্টকমার্কেটবিডি.কম/এস

তুং হাই নিটিংয়ের আয় কমেছে

স্টকমার্কেট ডেস্ক :Tung hai

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তুং হাই নিটিংয়ের লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা য়ায়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা। এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে ।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৪৭ পয়সা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ১৩ টাকা ২৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এস

লিবরা ইনফিউশন শেয়ারের লোকসান ৫.৭৮ টাকা

libraস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেড লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা য়ায়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৮ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির (ইপিএস) ছিল ৭ টাকা ৬৬ পয়সা। এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি লোকসান কমেছে ।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫৭০ টাকা । চলতি বছরে ৩০ জুন যা ছিল ১৫৬৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

আরএন স্পিনিংয়ের শেয়ার প্রতি লোকসান ৪০ পয়সা

rnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা য়ায়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির আয় ছিল ৪ পয়সা। এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় কমে লোকসানে অবস্থান করছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ৯৭ পয়সা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ২৫ টাকা ৬৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এস