এমারেল্ড ওয়েলের ১০% লভ্যাংশ ঘোষণা

emarস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৬ পর্যন্ত গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এ বছর কোম্পানির শেয়ার প্রতি আয় এসেছে ৩ টাকা ৩৩ পয়সা। ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.২৩ টাকা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

prokosholস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে প্রকৌশল খাত। এই খাতে ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ অবদান রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে প্রকৌশল খাতে প্রতিদিন ৯৭ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। এই খাতে ডিএসইতে মোট লেনদেনের ১৪ শতাংশ অবদান রয়েছে। গত সপ্তাহে প্রতিদিন এই খাতে ৮৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বস্ত্র খাত ১৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এই খাতে প্রতিদিন ৮০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য খাতগুলোর মধ্যে ওষুধ-রসায়ন খাতে ১১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৮ শতাংশ, আর্থিক খাতে ৭ শতাংশ, বিবিধ খাতে ৬ শতাংশ, আইটি টেলিকমিউনিকেশন, ট্যানারি, সেবা-আবাসন, সিমেন্ট, ভ্রমণ-অবকাশ ও সাধারণ বিমা খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

এছাড়া জীবন বিমা, মিউচ্যুয়াল ফান্ড ও সিরামিক খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস