ডিএসইতে লেনদেনের শীর্ষে বাংলাদেশ বিল্ডিং

BBSস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে দেশের প্রধাণ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে লেনদেনের শীর্ষে থাকা বাংলাদেশ বিল্ড্রিংসের মোট ২ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ১০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১১৩ কোটি ৩ লাখ ৮৫ হাজার টাকা এবং পুরো বাজারে লেনদেনের ৩.১৪ শতাংশ।

এছাড়াও লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানি গুলো কাশেম ড্রইসেলের শেয়ার লেনদেন হয়েছে ৯৩ কোটি ৬০ লাখ ৫২ হাজার টাকা, ডোরিন পাওয়ারের ৮৯ কোটি ৮৮ লাখ ৩ হাজার টাকা, লাফার্জ সুরমার ৮৭ কোটি ৫২ লাখ ৪৯ হাজার টাকা, বেক্সিমকো লিমিটেডের ৮২ কোটি ৭৫ হাজার টাকা, ন্যাশনাল টিউবসের ৭৭ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকা, শাশা ডেনিমসের ৭৬ কোটি ১৯ লাখ ২৮ হাজার টাকা, ফরচুন সুজের ৬৯ কোটি ৫৫ লাখ ৬৫ হাজার টাকা, আরএসআরএম লিমিটেডের ৬৮ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা এবং গোল্ডেন হার্ভেস্টের শেয়ারের লেনদেন হয়েছে ৬৭ কোটি ৬০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

মুন্নু স্টাফলার্সের বার্ষিক সভা ১১ ডিসেম্বর

munnoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফলার্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন সমাপ্ত ১৮ মাসের হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে মুন্নু স্টাফলার্স। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য বিষয় অনুমোদনে ১১ ডিসেম্বর ধামরাইয়ের ইসলামপুরে কারখানা প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ ছিল ১৫ নভেম্বর।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬-এর ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে মুন্নু স্টাফলার্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫৬ পয়সা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ১২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সাপ্তাহিক দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ফরচুন সুজ

fortuneস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে ফরচুন সুজ লিমিটেডের দর বেড়েছে ১৭ দশমিক ২৮ শতাংশ। ফলে কোম্পানিটি উঠে আসে সাপ্তাহিক দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে।গত সপ্তাহজুড়ে এ কোম্পানির মোট ৬৯ কোটি ৫৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইতে বৃহস্পতিবার এ শেয়ারের সর্বশেষ দর শূন্য দশমিক ১৯ শতাংশ বা ১০ পয়সা বেড়ে দাঁড়ায় ৫৩ টাকা ৫০ পয়সায়। এদিনের দর ৫৩ টাকা ১০ পয়সা থেকে ৫৫ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ৫৪ টাকা ৩০ পয়সা, যা গত কাল ছিল ৫৩ টাকা ৪০ পয়সায়। এদিন ৩ হাজার ৮৭০ বারে এ কোম্পানির মোট ২৯ লাখ ২৬ হাজার ৩৯টি শেয়ারের লেনদেন হয়।

সর্বশেষ নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, ৩১ মে পর্যন্ত এক বছরে ফরচুন সুজের নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৬৭ লাখ টাকা, আগের বছর একই সময়ে যা ছিল ৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার টাকা। এদিকে জুন মাসে কোম্পানিটির মুনাফা হয়েছে ৯১ লাখ ৯০ হাজার টাকা, ২০১৫ সালের একই মাসে যা ছিল ৭৯ লাখ টাকা।

২০১৫ সালের ১ জুন থেকে গত ৩১ মে পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩২ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এসএম

এসিআই লিমিটেড ও ফর্মূলেশনের এজিএম ৭ ডিসেম্বর

aciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড ও এসিআই ফর্মূলেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ নভেম্বরে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১ টায় অফিসার্স ক্লাব ২৬ বেইলী রোড ঢাকা এই সভা অনুষ্ঠিত হবে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

একই হিসাব বছরের জন্য এসিআই ফর্মূলেশন ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
কোম্পানিগুলোর এজিএমের রেকর্ড ডেট ছিল ১৯ মে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

লাফার্জ সুরমার ২.৪৩% সাপ্তাহিক লেনদেন

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মোট লেনদেনের ২ দশমিক ৪৩ শতাংশ ছিল লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের।গত সপ্তাহজুড়ে এ কোম্পানির মোট ৮৭ কোটি ৫২ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ফলে কোম্পানি উঠে আসে লেনদেনের সাপ্তাহিক তালিকার চতুর্থ স্থানে।

সম্প্রতি ভারতের মেঘালয় রাজ্যে চুনাপাথর উত্তোলন বাড়ানোর অনুমতি পেয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের সাবসিডিয়ারি লাফার্জ ইউমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেড।

গত সোমবার দেশটির পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রণালয় এ অনুমোদন দেয়। এর ফলে লাফার্জ ইউমিয়াম মাইনিং তাদের মালিকানাধীন খনি থেকে বছরে ৫০ লাখ টন চুনাপাথর উত্তোলন করতে পারবে, যা বর্তমান উত্তোলনসীমার আড়াই গুণ। এতে বর্তমান চাহিদা পূরণ হওয়ার পর লাফার্জ সুরমা সিমেন্টের হাতে উদ্বৃত্ত কাঁচামাল থাকবে বলে জানা গেছে। মূলত এ কারণেই দেশের শেয়ারবাজারে এ শেয়ারের লেনদেন বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে বৃহস্পতিবার এ শেয়ারের সর্বশেষ দর ৪ দশমিক ৫৮ শতাংশ বা ৩ টাকা ৫০ পয়সা বেড়ে দাঁড়ায় ৭৯ টাকা ৯০ পয়সায়। দিনভর দর ৭৭ টাকা থেকে ৮০ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ৭৯ টাকা ৯০ পয়সা, যা এর আগের কার্যদিবসে ছিল ৭৬ টাকা ৪০ পয়সা। এদিন ৫ হাজার ৭৫৬ বারে এ কোম্পানির মোট ৬১ লাখ ৩৫ হাজার ৩৯৯টি শেয়ারের লেনদেন হয়।

লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানিটি জানায়, তাদের সাবসিডিয়ারি লাফার্জ ইউমিয়াম মেঘালয়ে নিবন্ধিত। প্রাইভেট কোম্পানিটির মালিকানায় সেখানে ১০০ হেক্টর আয়তনের একটি চুনাপাথর খনি রয়েছে। এত দিন সেখান থেকে বছরে সর্বোচ্চ ২০ লাখ টন চুনাপাথর উত্তোলন ও পরিবহনের অনুমতি ছিল তাদের। সোমবার ইস্যু করা এক চিঠিতে ভারতের পরিবেশ মন্ত্রণালয় তা ৫০ লাখ টনে উন্নীত করে।

কোম্পানি সূত্রে জানা গেছে, বর্তমানে মেঘালয় থেকে বছরে ২০ লাখ টন চুনাপাথর বা লাইমস্টোন উত্তোলন হচ্ছে, যা লাফার্জের বর্তমান চাহিদা পূরণ করতে পারছে না। ২০১৫ সালে লাফার্জ সুরমা সিমেন্ট ২৭ লাখ টনের বেশি গ্রে সিমেন্ট ও ক্লিংকার উৎপাদন করে। এখন চুনাপাথর উত্তোলন আড়াই গুণ বৃদ্ধি পাওয়ায় কোম্পানির নিজস্ব চাহিদা মিটিয়ে উল্লেখযোগ্য পরিমাণের চুনাপাথর উদ্বৃত্ত থাকবে। অবশ্য হোলসিমের ব্যবসা একীভূত হলে চুনাপাথরের চাহিদা বাড়বে, যা মেঘালয়ের খনি থেকে পূরণ করা যাবে। এছাড়া লাফার্জের নিজস্ব উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করার যে পূর্বপরিকল্পনা রয়েছে, নতুন উত্তোলনসীমা সেটি বাস্তবায়নেও সহায়ক হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

২টি কোম্পানির এজিএম আজ

egm-agm-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানি শ্যামপুর সুগার মিলস ও রেনউইক কোম্পানি লিমিটেডর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল সাড়ে ৯ টায় শ্যামপুর সুগার মিলস ট্রেনিং কমপ্লেক্স, শ্যামপুর, রংপুর. ও বিকাল ৪ টায় রেনউইক কোম্পানি
নিজস্ব কার্যালয়ে, রেনউইক রোড, কুষ্টিয়া -7000 এই সভাগুলো অনুষ্ঠিত হবে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে রেনউইক কোম্পানির পরিচালনা পর্ষদ।

অন্যদিকে শেয়ারবাজারে তালিকা ভুক্তকোম্পানি শ্যামপুর সুগার মিলস শেয়ার হোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

কোম্পানি দুটির এজিএমের রেকর্ড ডেট ছিল ১৭ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ডিএসইতে পিই রেশিও কমেছে ০.২৯ পয়েন্ট

peস্টকমার্কেট ডেস্ক:

সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪.৫৭ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৫.৮৮ পয়েন্ট। সে হিসেবে সাপ্তাহিক ব্যবধানে পিই রেশিও কমেছে ০.২৯ পয়েন্ট বা ১.৯৫ শতাংশ।

বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.১৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৪.১৭ পয়েন্টে, সিরামিক খাতের ২৯.৭৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯.৭৮ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৩.১১ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১১.৯০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৮.৭০ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ৩৪.৫২ পয়েন্টে। পাট খাতের পিই রেশিও মাইনাস ৪৮.৭৯ পয়েন্টে, বিবিধ খাতের ২৫.৬৪ পয়েন্টে, কাগজ খাতের মাইনাস ৩৯.২৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৭.১৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৭.৭৫ পয়েন্টে, চামড়া খাতের ১৭.১৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৭.৪৯ পয়েন্টে, বস্ত্র খাতের ১৩.৮৫ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতের ৩০.৪১ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সাপ্তাহিক লেনদেনে দর কমার শীর্ষে এমারেল্ড ওয়েল

emarold-smbdস্টকমার্কেট ডেস্ক:

ডিএসইতে গত সপ্তাহের লেনদেনে দর কমার শীর্ষে উঠে এসেছে এমারেল্ড ওয়েল। এ সময়ে কোম্পানির শেয়ার দর কমেছে ১১.১১ শতাংশ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

দর কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে যে কোম্পানিগুলো –কোহিনুর কেমিক্যালের ১০.৯৭ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ৯.২০ শতাংশ, ফেমিফিটেক্স’র ৯.০৯ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৮.২৪ শতাংশ, প্রাইম ব্যাংকের ৬.৫৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.২৫ শতাংশ, মাউডাস ফাইন্যান্সিংয়ের ৬.১৯ শতাংশ, অ্যাম্বি ফার্মার ৫.৭০ শতাংশ ও এবি ব্যাংকের ৫.৭০ শতাংশ দর কমেছে।

গত সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানির সর্বশেষ বিবেচনায় এ কোম্পানি গুলোর দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ন্যাশনাল টিউবস

national-smbdস্টকমার্কেট ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের লেনদেনে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। এ সময় কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৬.৫৬ শতাংশ। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সর্বশেষ দর বিবেচনায় কোম্পানিগুলোর দর বেড়েছে।

দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- ফরচুন সুজের ১৭.২৮ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৬.৬৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১৬.৬৭ শতাংশ, হাক্কানি পাল্পের ১৬.০২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৫.৭৯ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ১৫.৭৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৫.০৭ শতাংশ, গোল্ডেন হার্ভেষ্ট অ্যাগ্রো ইন্ডাষ্ট্রিজের ১৩.৭৭ শতাংশ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১২.৭৯ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সপ্তাহের ব্যবধানে লেনদেন ৯.৪৭% কমেছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহের লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। এছাড়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। তবে কমেছে আর্থিক লেনদেনের পরিমাণ।

এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৬৯ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ ও ডিএসইএক্স শরিয়াহ সূচক ১৬.২৪ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ বেড়েছে। আর ডিএসই ৩০ সূচক ১৮.১৬ পয়েন্ট বা ১.০৩ শতাংশ বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৩০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৭ টি কোম্পানির, কমেছে ১০৭ টির ও অপরিবর্তিত রয়েছে ৩০ টি কোম্পানির। আর কোনো লেনদেন হয়নি ২ কোম্পানির লেনদেন।

এদিকে সূচক বাড়লেও গত সপ্তাহে আর্থিক লেনদেন কমেছে। এর আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ৯.৪৭ শতাংশ লেনদেন কমেছে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৬০০ কোটি ৫০ লাখ টাকা। এর আগের সপ্তাহের ৫ কার্যদিবসে এ লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৭৭ কোটি ১৬ লাখ টাকার

গত সপ্তাহে মোট লেনদেনের ৮৬.৩৮ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ২.৯১ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৯.২৩ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১.৪৭ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে।

সপ্তাহের শুরুতে ডিএসই’র বাজার মূলধন ছিল ৩ লাখ ৩২ হাজার ৫১৩ কোটি টাকা। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৪৮ কোটি টাকায়। অর্থাৎ গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ০.৬৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ