Day: November 21, 2024
দর বাড়ার শীর্ষে রয়েছে ড্রাগন সোয়েটার
এইচ.আর. টেক্সটাইলের মূল্য সংবেদনশীল তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাকশিল্প খাতের এইচ.আর. টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বুধবার সিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণ নেই বলে এইচ.আর. টেক্সটাইল মিলস লিমিটেডের কর্তৃপক্ষ সিএসইকে জানিয়েছেন। যা সিএসইর’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর এইচ.আর.টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ছিল ২২.৪০ টাকা। গতকাল ৬ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার ২৭.৭০ টাকায় দাঁড়িয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এইচ.আর. টেক্সটাইল মিলস লিমিটেডের দর সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই।
স্টকমার্কেটবিডি.কম/এমএ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ইফাদ অটোস
- রতনপুর স্টিলস
- আর্গন ডেনিমস
- কাসেম ড্রাইসেল
- বিবিএস
- ফরচুন সুজ
- শাশা ডেনিমস
- স্কয়ার ফার্মা
- অলিম্পিক এক্সেসরিজ।
ডিএসইতে ৮৬৪ ও সিএসইতে ৪৯ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে লেনদেনের পরিমাণ ৮৬৪ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন সেখানে আগের দিনের চেয়ে লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৮৬৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৭৯৫ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়।
এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৯৩ পয়েন্টে।
এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসি ও ফরচুন সুজ লিমিটেড।
এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
স্টকমার্কেটবিডি.কম/এসএম
আইসিবির সাথে সিএসইর চুক্তি সই
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাথে প্রাথমিক সমঝোতা স্বাক্ষর করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আইসিবি কৌশলগত বিনিয়োগ করা আগ্রহ প্রকাশ করায় এই চুক্তি করেছে সিএসই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।
সূত্রটি জানায়, নতুন ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সিএসইতে কৌশলগত বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে। এ জন্য গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাথে এই চুক্তিটি করে।
আইসিবির পরিচালনা পর্ষদে অনুমোদনের পরেই চূড়ান্ত হবে কৌশলগত বিনিয়োগকারীর এই বিষয়টি।
স্টকমার্কেটবিডি.কম/এসআই