সদ্য অনুমোদন পাওয়া শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন ছাড়বে আগামী ৮ জানুয়ারি। ১৬ জানুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন করতে পারবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি ওয়াসিন প্লান্টের ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেরিনারিজ ক্রয় ও স্থাপন, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৬ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৮ টাকা ৭০ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
৫৮৯তম কমিশন সভায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
স্টকমার্কেটবিডি.কম/এম