শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের সাম্প্রতিক শেয়ার দর বাড়ার কারণ অনুসন্ধানের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরেক দফায় ১০ দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার সিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।
এর আগে ১৫ ডিসেম্বর এই তদন্তের সময় আরো ২০ কার্যদিবস বাড়ানো হয়েছে।
জানা যায়, লভ্যাংশ ঘোষণা এবং জুলাই থেকে সেপ্টেম্বর’২০১৬ সময়ে প্রথম প্রান্তিকের সমন্বিত মুনাফা ঘোষণাকে কেন্দ্র করেই হঠাৎ করে ১৭ অক্টোবর থেকে ডরিন পাওয়ারের শেয়ার দর বাড়তে শুরু করে। আর কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার প্রেক্ষিতে এর কারণ অনুসন্ধানের জন্য বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। উপ-পরিচালক মুসতারি জাহান ও শামসুর রহমানের সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।
কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলেও নির্ধারিত সময়ে তদন্ত কাজ শেষ করা সম্ভব হয় নি। তাই তদন্তের প্রয়োজনে কমিটির পক্ষ থেকে প্রতিবেদন দাখিলের জন্য আরো সময় বৃদ্ধির আবেদন করা হয়। এর প্রেক্ষিতে বিএসইসি ডরিন পাওয়ারের শেয়ার দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরো ২০ কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসএম