বিওতে লভ্যাংশ পাঠিয়েছে সাইফ পাওয়ারটেক

saifস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

সাইফ পাওয়ারটেক ৩০ জুন পর্যন্ত হিসাব বছরে ২৭ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ব্লক মার্কেটে বেশি লেনদেন হাইডেলবার্গ সিমেন্ট

blockনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্য দিবসে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে হাইডেলবার্গ সিমেন্ট। এই কোম্পানি ৮০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৩৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার মোট ৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট এক লাখ ৯৪ হাজার ২১২টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা।

এদিন ব্লক মার্কেটে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৬৪ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৪৬ লাখ টাকা।

জাহিন স্পিনিং ৩০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৬ লাখ টাকা।

বিএটিবিসি ২০ হাজার ২১২টি শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

পদ্মা লাইফের মূল্য সংবেদনশীল তথ্য নেই

padma lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ কার্যদিবসে পদ্মা লাইফের শেয়ার দর উঠা নামা করে। গত ২০ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ২৬.৫০ টাকা এবং ৫ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৩১.৯০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে পদ্মা লাইফ কর্তৃপক্ষ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

কারণ ছাড়াই বাড়ছে বিডি অটোকারসের দর

bdautoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি অটোকারস লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৯ কার্যদিবসে বিডি অটোকারসের শেয়ার দর উঠা নামা করে। গত ২৭ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৭৪ টাকা এবং গতকাল ৪ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৯৬.৮০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে বিডি অটোকারস জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ইফাদ অটোস
  3. সাইফ পাওয়ারটেক
  4. রতনপুর স্টিলস
  5. ডেসকো
  6. বিবিএস
  7. লংকাবাংলা ফাইন্যান্স
  8. আর্গন ডেনিমস
  9. বেক্স ফার্মা
  10. অলিম্পিক এক্সেসরিজ।

শেষদিনেও সূচকের সাথে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্য দিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। তবে এদিন সেখানে সব ধরণের মূল্য সূচকও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দিনের লেনদেনের সাথে বেড়েছে সূচক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৪৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ১২০৯ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোস, সাইফ পাওয়ারটেক, রতনপুর স্টিলস, ডেসকো, বিবিএস, লংকাবাংলা ফাইন্যান্স, আর্গন ডেনিমস, বেক্স ফার্মা ও অলিম্পিক এক্সেসরিজ।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৭৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল রতনপুর স্টিলস ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৪৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

রতনপুর স্টিলসের বোর্ড সভা ১০ জানুয়ারি

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত শিল্প খাতের কোম্পানি রতনপুর স্টিলস লিমিটেডের বোর্ড সভা আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি আগামী ১০ জানুয়ারি বেলা সাড়ে ৪ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডর সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইফাদ অটোসের দর বাড়ার অপ্রকাশিত তথ্য নেই

ifadস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ কার্যদিবসে ইফাদ অটোসের শেয়ার দর উঠা নামা করেছে। গত ২৭ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৯৩.৯০ টাকা এবং গতকাল ৪ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১০৭.১০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ইফাদ অটোস জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৭ লাখ শেয়ার বিক্রয় ঘোষণা

paraস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের একটি কর্পোরেট স্পন্সর ৪৭ লাখ শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

প্যারামাউন্ট স্পিনিং লিমিটেড নামে কোম্পানিটির এই কর্পোরেট স্পন্সর ৪৭ লাখ শেয়ার বিক্রয় করবে। কোম্পানির হাতে প্যারামাউন্টের মোট ১ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৬০০ শেয়ার রয়েছে।

এই কর্পোরেট স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মিরাকল ইন্ডাস্ট্রিজ লভ্যাংশ পাঠিয়েছে

miracleস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের লভ্যাংশ পাঠিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, লভ্যাংশ হিসেবে দেয়া বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।

৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ৮ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা, আগের বছর বোনাস শেয়ার সমন্বয়ের পর যা ছিল ১ টাকা ৫৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম