ব্লক মার্কেটে আবারো গ্রামীন ফোন

gramnনিজস্ব প্রতিবেদক :

ব্লক মার্কেটে গতকালের মতো আজ বুধবারও ছিল গ্রামীন ফোনের প্রভাব। এদিন গ্রামীণফোনের ১৪ কোটি ৫১ লাখ টাকার ও ইউনিক হোটেল ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন মোট ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১৯ লাখ ৬৯ হাজার ৫৫টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৬৫ লাখ টাকা। গ্রামীণফোন ও ইউনিক হোটেল ৫ লাখ শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে।

সিটি ব্যাংক ২ লাখ ৬১ হাজার ১৯১টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭১ লাখ টাকা।

ডিবিএইচ ২ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ২০ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, সিভিও পেট্রো, জেনারেশন নেক্সট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরএসআরএম স্টিল ও জাহিন স্পিনিং।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইসলামী ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Islami-Insu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ১৭.৪০ টাকা এবং গতকাল ১০ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২৩.৬০ টাকা। এসময় শেয়ারটির দর উঠানামা করেছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ইসলামী ইন্স্যুরেন্স জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ইফাদ অটোস
  3. আমান ফিড
  4. ডেসকো
  5. রতনপুর স্টিলস
  6. ন্যাশনাল ব্যাংক
  7. এ্যাপোলো ইস্পাত
  8. লংকাবাংলা
  9. ডরিন পাওয়ার
  10. প্রিমিয়ার ব্যাংক।

লেনদেনে যেন প্রতিযোগিতা : হু হু করে বাড়ছে সূচক

index hনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে লেনদেন আগের দিনে চেয়ে বেড়েছে। দুই শেয়ারবাজারেই প্রতিদিন আগের দিনের লেনদেনকে পেছানোর প্রতিযোগিতায় যেন নেমেছে। অন্যদিকে সেখানে হু হু করে বাড়ছে শেয়ারের দর ও মূল্য সূচক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭০৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ১৬৯৬ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৬.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৩.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০৮ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোস, আমান ফিড, ডেসকো, রতনপুর স্টিলস, ন্যাশনাল ব্যাংক, এ্যাপোলো ইস্পাত, লংকাবাংলা, ডরিন পাওয়ার ও প্রিমিয়ার ব্যাংক।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ১০৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

স্ত্রীকে শেয়ার উপহার দিবেন সোনালী আঁশ পরিচালক

Sonali_Aanshস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের একজন পরিচালক তার স্ত্রীকে শেয়ার হস্থান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার উপহারস্বরূপ প্রদান করবেন তিনি। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

জাফর আহমেদ নামে কোম্পানির এই পরিচালক ৫৫ হাজার শেয়ার তার স্ত্রী মিসেস মোনেসা আহমেদকে উপহারস্বরূপ প্রদান করবেন। তার নিকট কোম্পানির মোট ৫,৩২,৪২৮ টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর শেষ হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

টকমার্কেটবিডি.কম/এমএস

জিবিবি পাওয়ারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

gbb-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ১৯.৪০ টাকা এবং গতকাল ১০ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২২.৭০ টাকা। এসময় শেয়ারটির দর উঠানামা করেছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে জিবিবি পাওয়ার জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ইয়াকিন পলিমারের বোনাস বিওতে জমা

yakinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার কোম্পানি লিমিটেড গত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে। বুধবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, গত ৮ জানুয়ারি কোম্পানিটির এসব বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

ইয়াকিন পলিমার গত ৩০ জুন ২০১৬ হিসাব বছরে শেয়ারহোল্ডাদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি আসছে ২৯ জানুয়ারি

bbনিজস্ব প্রতিবেদক :

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী ২৯  জানুয়ারি। নতুন এ নীতি তৈরির কাজ জোরেশোরে চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যবসায়ী, কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করছেন। এসব বৈঠকে আসা পরামর্শের আলোকে জানুয়ারি-জুন সময়ের নতুন মুদ্রানীতি তৈরি করা হবে।

চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয় ১৬ দশমিক ৬ শতাংশ। ওই সময় আগামী জুন পর্যন্ত ১৬ দশমিক ৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়। তবে নভেম্বর পর্যন্ত বেসরকারি খাতে প্রকৃত ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক শূন্য ১ শতাংশ। ডিসেম্বর শেষেও ১৫ শতাংশের আশপাশে থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে প্রতি ছয় মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখে এ নীতিতে বিভিন্ন সূচকের প্রাক্কলন করা হয়।

চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরেছে ৫ দশমিক ৬০ শতাংশ।

এদিকে আশানুরূপ ঋণ চাহিদা না থাকায় সাম্প্রতিক বছরগুলোতে সুদহার ধারাবাহিকভাবে কমছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী সুদহার বাজারভিত্তিক করতে গত বছরের জানুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে বেসিস পয়েন্ট ৫০ কমিয়ে রেপোতে ৬ দশমিক ৭৫ এবং রিভার্স রেপোতে ৪ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়।

দেশের ইতিহাসে এখন সুদহার কমে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। গত নভেম্বরে প্রথমবারের মতো সুদহার সিঙ্গেল ডিজিটে নামে। সর্বশেষ হিসেবে গড় সুদহার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। আমানতের গড় সুদহার নেমে এসেছে ৫ দশমিক ২৯ শতাংশে। তারপরও ব্যাংকগুলোর কাছে এখন প্রচুর অলস অর্থ পড়ে আছে। মূলত সঞ্চয়পত্র বিক্রি থেকে সরকার প্রচুর অর্থ পাওয়ায় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে কম, উল্টো পরিশোধ করছে বেশি। গত ছয় মাসে ব্যাংক খাতে সরকারের ঋণ ১১ হাজার ১৩০ কোটি টাকা কমে ডিসেম্বর শেষে নেমে এসেছে ৯৭ হাজার ৫১৮ কোটি টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/

সিএপিএম বিডিবিএল ফান্ডের লেনদেন শুরু

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন শুরু হবে আজ। বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ ফান্ডের লেনদেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

‘এ’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু হবে। ফান্ডটির ট্রেডিং কোড- “CAPMBDBLMF” এবং ডিএসইতে কোম্পানি কোড- 12199 নির্ধারণ হয়েছে।

সম্প্রতি ফান্ডটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করেছে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া ইউনিট সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

তসরিফা ইন্ডাস্ট্রিজের অফিস পরিবর্তন

tasrifস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রেজিষ্টার ও শেয়ার বিভাগের অফিস পরিবর্তন করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিষ্টার ও শেয়ার বিভাগের অফিস রাজধানীর বনানীর আহমেদ টাওয়ারে স্থানান্তর করা হয়েছে। গতকাল ১০ জানুয়ারি হতে এ অফিস কার্যকর হবে।

এখন থেকে সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ