শেফার্ড ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন শেষ আজ

sherpardনিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয়েছে গত রবিবার। আজ ১৬ জানুয়ারি শেষ হচ্ছে বিনিয়োগকারীদের আবেদনের সময়সীমা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি ওয়াসিন প্লান্টের ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেরিনারিজ ক্রয় ও স্থাপন, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৬ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৮ টাকা ৭০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

৫৮৯তম কমিশন সভায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টকমার্কেটবিডি.কম/এম

১০ দিনে ডিএসইতে ১৮,০০০ কোটি টাকা মূলধন বৃদ্ধি

dse1নিজস্ব প্রতিবেদক :

২০১৭ সালের প্রথম দশ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১৮ হাজার ২৫ কোটি ৪২ লাখ ৫৪ হাজার টাকা। মূলধনের পাশাপাশি সূচক বেড়েছে ৩০৬ পয়েন্ট।

২০১৭ সালের শুরু থেকে লেনদেন ধীরে ধীরে বেড়ে হাজার কোটির গড় থেকে দেড় হাজার কোটিতে দাঁড়িয়েছে। এক কথায় বলতে গেলে শেয়ারবাজারের সব সূচক এখন ঊর্ধ্বমুখী।

ডিএসইর তথ্য মতে, চলতি বছরের মোট ১৪ দিনের মধ্যে (রবিবার বাদে) দশ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে দেশের উভয় বাজারে নয় কার্যদিবস সূচক বেড়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ৩০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে।

নতুন মূলধন যোগ হওয়ায় ডিএসই’র বাজার মূলধন ৩ লাখ ৪১ হাজার ২৪৪ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৯ হাজার ২৬৯ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার টাকায়।

বাজার সংশিষ্টরা বলেন, সঞ্চয়পত্র ও ব্যাংকের আমানতের সুদের হার ব্যাপক হারে কমানোর কারণে ব্যক্তি ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ারবাজারে নতুন করে বিনিয়োগ করছেন।

পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ব্যাপক তারল্য রয়েছে। এর ফলে তারা লাভের আশায় এ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করছেন। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। এ কারণে লেনদেন প্রতিনিয়তই বাড়ছে।

সংশিষ্টদের মতে, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। এর ফলে নগদ তহবিলের প্রবাহ প্রতিনিয়তই বাড়ছে। মানি মার্কেটে বিনিয়োগের চেয়ে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগে লাভ বেশি থাকায় বিনিয়েগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগ করছেন।

স্টকমার্কেটবিডি.কম/এস

ব্লক মার্কেটে ২.৭২ কোটি টাকার লেনদেন

blockস্টকমার্কেট ডেস্ক :

ব্লক মার্কেটে মোট ৩ কোম্পানি ও ১ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১২ লাখ ২১ হাজার ৪০০ শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৭২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার সবচেয়ে বেশি লেনদেন করেছে ডিবিএইচ মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ড ১০ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৮৬ লাখ টাকা।

এদিন ব্লক মার্কেটে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এক লাখ ১৬ হাজার ৪০০ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৩০ লাখ টাকা।

সায়হাম কটন ৫৫ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১০ লাখ টাকা।

আর গ্রামীণফোন ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

আমান ফিড দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এ-২’

aman-feed-ltdস্টকমার্কেট ডেস্ক :

সর্বশেষ এনটিটি (সার্ভিল্যান্স) রেটিং অনুসারে আমান ফিড লিমিটেডের দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এ-২’। ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অনিরীক্ষিত তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্রাব)।

এদিকে প্রতিষ্ঠানটি ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের লভ্যাংশ ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিটি লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসাবে ও নগদ লভ্যাংশের টাকা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

গেল হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৮ পয়সা, আগের বছর বোনাস শেয়ার সমন্বয়ের পর যা ছিল ৩ টাকা ১৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এস

তথ্য ছাড়াই বাড়ছে বারাকা পাওয়ারের দর

baraka-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৯ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৩০.৭০ টাকা এবং ১৫ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৪০.২০ টাকা। এসময় শেয়ারটির দর উঠানামা করেছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে বারাকা পাওয়ার জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লংকাবাংলা
  3. এ্যাপোলো ইস্পাত
  4. বারাকা পাওয়ার
  5. জিপিএইচ ইস্পাত
  6. একমি ল্যাব
  7. বিবিএস
  8. অলিম্পিক এক্সেসরিজ
  9. অরিয়ন ফার্মা
  10. একটিভ ফাইন।

সাড়ে পাঁচ হাজারের দিকে ধাবিত ডিএসইর প্রধান সূচক

index hনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক সাড়ে পাঁচ হাজারের দিকে ধাবিত হচ্ছে। সূচকের সাথে চট্টগ্রামেও বেড়েছে শেয়ারের দর ও লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬৫৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ১৭০৪ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৭৯.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৩৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, লংকাবাংলা, এ্যাপোলো ইস্পাত, বারাকা পাওয়ার, জিপিএইচ ইস্পাত, একমি ল্যাব, বিবিএস, অলিম্পিক এক্সেসরিজ, অরিয়ন ফার্মা ও একটিভ ফাইন।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৯৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও জিপিএইচ ইস্পাত।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

দুই মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা আহবান

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের দুই প্রতিষ্ঠান এনএলআই ফার্ষ্ট মিউচ্যুয়াল ফান্ড ও সাউথইষ্ট ব্যাংক ফার্ষ্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই সভায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি আগামী ১৯ জানুয়ারি বেলা সাড়ে ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

ট্রাষ্টি সভায় পরিচালনা বাের্ডর সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

প্রথম ঘন্টায় ডিএসইতে ৪৬৮ কোটি টাকার লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরু থেকেই মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। রবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৪৬৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দিনের প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।

এদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৩৩ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের অপ্রকাশিত তথ্য নেই

simtex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৭ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ২০.৯০ টাকা এবং গত ১২ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৭.৩০ টাকা। এসময় শেয়ারটির দর উঠানামা করেছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম