ব্লক মার্কেটে ৮.১১ কোটি টাকার লেনদেন

block-mনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ব্লক মার্কেটে মোট ৭ কোম্পানি ও এক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ২০ লাখ ৩১ হাজার ৬৬৩টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ১১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ওরিয়ন ফার্মা। এই কোম্পানি ১০ লাখ ১০ হাজার ১০১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৯৪ লাখ টাকা।

শাহজালাল ইসলামী ব্যাংক ৩ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫৪ লাখ টাকা।

এরপরে ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক ২ লাখ শেয়ার লেনদেন করে যৌথভাবে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, সিএনএ টেক্সটাইল, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ও পূবালী ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিএসইসির নিয়মিত সভা অনুষ্ঠিত : আইন পরিপালনের নির্দেশ

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারকে শক্তিশালী করতে সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে যথাযথ আইন পরিপালনের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার শেয়ারবাজারের স্টেকহোল্ডারদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সকল সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো যেন মার্জিন ঋণ প্রদানে কোনো রকম অনিয়ম না করেন সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। ট্রেক হোল্ডারদের সকল আইন সমূহ সঠিক ভাবে মানতে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএ, ডিএসই ব্রোকার অ্যসোসিয়েশন, সিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, শীর্ষ সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারহাউজের প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইষ্টার্ণ লূব্রিকেন্টসে বোর্ড সভা ২১ জানুয়ারি

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইষ্টার্ণ লূব্রিকেন্টস লিমিটেডের বোর্ড সভা আগামী ২১ জানুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা ২ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডর সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডেল্টা স্পিনার্স বি ক্যাটাগরিতে লেনদেন

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ডেল্টা স্পিনার্স মিলস লিমিটেড আগামীকাল হতে বি ক্যাটাগরিতে লেনদেন হবে। কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে আনা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে দুই শেয়ারবাজারে।

গত বছর কোম্পানিটি ২০১৬ সালের সমাপ্ত অর্থ বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। পরের ৬ মাসে আর কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ইষ্টার্ণ ক্যাবলসের বোর্ড সভা ২১ জানুয়ারি

eastern cableস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেডের বোর্ড সভা আগামী ২১ জানুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন সকাল ১০ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডর সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বারাকা পাওয়ার
  3. লংকাবাংলা
  4. ন্যাশনাল ব্যাংক
  5. ইফাদ অটোস
  6. ইসলামী ব্যাংক
  7. এক্সিম ব্যাংক
  8. এ্যাপোলো ইস্পাত
  9. সিএনএ টেক্সটাইল
  10. সেন্ট্রাল ফার্মা।

ডিএসইতে ১৮৫৬ ও সিএসইতে ১০৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন ১৮৫৬ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন সেখানে বেশিভাগ শেয়ারের দর কমলেও বেড়েছে মূল্য সূচক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০৫ কোটি টাকার উপরে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮৫৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ১৬৫৯ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৫.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৪৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বেক্সিমকো লিমিটেড, বারাকা পাওয়ার, লংকাবাংলা, ন্যাশনাল ব্যাংক, ইফাদ অটোস, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, এ্যাপোলো ইস্পাত, সিএনএ টেক্সটাইল ও সেন্ট্রাল ফার্মা।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ১০৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৭০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

শাইনপুকুরের কোনো সংবেদনশীল তথ্য নেই

shine-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক্স শিল্প খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৮ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ৯.৫০ টাকা এবং গতকাল ১৫ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১২.৪০ টাকা। এসময় শেয়ারটির দর উঠানামা করেছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে শাইনপুকুর সিরামিক্স জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

বিডি ল্যাম্পসের বোর্ড সভা ২২ জানুয়ারি

bdlams-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের বোর্ড সভা আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি আগামী ২২ জানুয়ারি বেলা ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডর সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

মাকে শেয়ার উপহার দিবেন পরিচালক

alhazস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের একজন পরিচালক তার মাকে শেয়ার হস্থান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার উপহারস্বরূপ প্রদান করবেন তিনি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

হারুন অর রশিদ নামে কোম্পানির এই পরিচালক ৮৮ হাজার শেয়ার তার মা মিসেস জোবেদা খাতুনকে উপহারস্বরূপ প্রদান করবেন। তার নিকট কোম্পানির মোট ১০,৯৯,৯০৩ টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর শেষ হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

টকমার্কেটবিডি.কম/এমএস