সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ব্লক মার্কেটে মোট ৭ কোম্পানি ও এক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ২০ লাখ ৩১ হাজার ৬৬৩টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ১১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ওরিয়ন ফার্মা। এই কোম্পানি ১০ লাখ ১০ হাজার ১০১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৯৪ লাখ টাকা।
শাহজালাল ইসলামী ব্যাংক ৩ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫৪ লাখ টাকা।
এরপরে ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক ২ লাখ শেয়ার লেনদেন করে যৌথভাবে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, সিএনএ টেক্সটাইল, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ও পূবালী ব্যাংক লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এম