বিডি ওয়েল্ডিং ও এমবি ফার্মার বোর্ড সভা

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বিডি ওয়েল্ডিং ও এমবি ফার্মা লিমিটেডের বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিগুলো এদিন বেলা ৪ টা ও পৌনে ৩টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

এসিআই ফর্মূলেশনের ইপিএস ২.৫৮ টাকা

aciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি এসিআই ফর্মূলেশন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৫৮ পয়সা। এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় (এনএভি) হয়েছে ৫২.৩৪ টাকা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ৫০.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

মিরাকল ইন্ডাস্ট্রিজের ইপিএস প্রকাশ

miracleস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির ইপিএস ছিল ১৬ পয়সা। এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় (এনএভি) হয়েছে ৪২.৮৫ টাকা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ৪২.৩১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ট্রাম্প প্রত্যাশায় মার্কিন সূচকের ব্যাপক উত্থান

usaস্টকমার্কেট ডেস্ক :

মার্কিন বিনিয়োগকারীরা আশা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি মার্কিন অর্থনীতিকে ত্বরান্বিত করবে। মূল্যস্ফীতি বাড়বে দেশটির। বিনিয়োগকারীরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প শিগগিরই অন্যান্য নীতির মতো করকর্তন নীতিরও বাস্তবায়ন করবেন। আর এ প্রত্যাশায় সূচকের ব্যাপক উত্থান ঘটেছে দেশটির শেয়ারবাজারে।

গতকাল ওয়াল স্ট্রিটে (যুক্তরাষ্ট্রে শেয়ারবাজার) ডাও জোন্স সূচক বেড়ে প্রথমবারের মতো ২০ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এসঅ্যান্ডপি-৫০০ এবং নাসডাক সূচকও এই দিন পৌঁছায় সর্বোচ্চ অবস্থানে।

ডাও জোনস সূচক দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে গতকাল। লেনদেনের একপর্যায়ে সূচকটি ২০ হাজার ৭৫ পয়েন্ট পর্যন্ত উঠছিল।

দুই মাস আগে ওয়াল স্ট্রিটে ডাও জোনস সূচক ১৯ হাজার পয়েন্ট ছাড়ায়। দুই মাসের মধ্যে আরও ১ হাজার পয়েন্ট বাড়ল সূচকটির। এর আগে ১৯৯৯ সালে মাত্র ২৪ কার্যদিবসে ডাও জোন্স সূচক ১০ হাজার পয়েন্ট থেকে ১১ হাজার পয়েন্ট হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

রহিমা ফুডের বোর্ড সভার দিন পরিবর্তন

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের পরিচালনা বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির আসন্ন বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি ২৮ জানুয়ারি বোর্ড সভা করার ঘোষণা দিয়েছিল।

বোর্ড সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

স্টাইল ক্রাফটের বোর্ড সভা ৩০ জানুয়ারি

style-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি এদিন বেলা ২টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

দুই এক্সচেঞ্জেই লেনদেনে পতন : মিশ্রাবস্থায় সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেন আগের দিনের তুলনায় পতন হয়েছে। এদিন মূল্য সূচকের মিশ্রাবস্থা লক্ষ করা গেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৬৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ১৫২৪ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়। দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৩৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৯৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ইসলামী ব্যাংক, এসিআই লি., বিএসআরএম স্টিলস, বেক্সিমকো লিমিটেড, বেক্স ফার্মা, লংকাবাংলা, সাইফ পাওয়ার, যমুনা ওয়েল, ইবনে সিনা ও সিটি ব্যাংক।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৮৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্স ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

বোন ও সন্তানদের শেয়ার হস্থান্তর করবেন ৩ স্পন্সর

zahinস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং মিলস লিমিটেডের তিনজন স্পন্সর নিজেদের বোন ও সন্তানদের শেয়ার হস্থান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার হস্থান্তর করবেন তারা। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

এএম বদরুজ্জামান খসরু নামে কোম্পানির একজন স্পন্সর ১৭ লাখ ৫২ হাজার শেয়ার তার কন্য মিস মাসুমা খানকে দিবেন। তার হাতে মোট ১ কোটি ৩৪ লাখ শেয়ার রয়েছে।

কোম্পানির একজন স্পন্সর মিসেস ফরিদা খাতুন নামে কোম্পানির একজন স্পন্সর ৭ লাখ ৩৮ হাজার শেয়ার তার পুত্র মাহবুবুর রহমানকে দিবেন। তার হাতে মোট ৫৬ লাখ ৫৮ হাজার শেয়ার রয়েছে।

মাহমুদুর রহমান নামে কোম্পানির একজন স্পন্সর ১০ লাখ ৮০ হাজার শেয়ার তার বোন মাসুমা খানকে দিবেন। তার হাতে মোট ৮২ লাখ ৮০ হাজার শেয়ার রয়েছে।

তারা এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর শেষ করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

টকমার্কেটবিডি.কম/এমএস

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সকে ৯০ দিনের মধ্যে এজিএম করতে হাইকোর্টের নির্দেশ

courtস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী ৯০ দিনের মধ্যে এজিএমটি করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হাইকোর্টের অনুমতি স্বপক্ষে কোম্পানিটি আগামী ৯০ দিনের মধ্যে ১৬ তম এজিএম করতে পারবে। গত ২২ জানুয়ারি থেকে এই ৯০ দিন কার্যকর হবে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ১৮ জানুয়ারি এজিএমের তারিখ ঘোষণা করা হয়েছিল।

এর উচ্চ আদালতের আদেশে বিমাটির এজিএম স্থগিত করা হয়েছিল। কোম্পানিটির এজিএম বিলম্ব হওয়ার কারণে উচ্চ আদালতে বিষয়টি বিচারধীন ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসএম