Day: November 21, 2024
সাইফ পাওয়ারটেকের ২য় প্রান্তিকের ইপিএস প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই-ডিসেম্বর ১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পনিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০১ টাকা (বেসিক)। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২.১৬ টাকা (বেসিক)। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.৮৫ টাকা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ১.৬১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২০.৯০ টাকা। যা আগের বছরে একই সময়ে এনওসিএফপিএস ছিল ৭.১৫ টাকা এবং ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে এনএভিপিএস ছিল ২৩.২২ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসএম
দ্যা পেনিনসুলার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই-ডিসেম্বর ১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে পেনিনসুলা’র শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৬ টাকা, শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ০.১০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩০.৮১ টাকা।
যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৭২ টাকা, এনওসিএফপিএস ছিল ০.৬৪ টাকা এবং ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে এনএভিপিএস ছিল ৩১.১৬ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসএম
Price Sensitive Information OF SAIF Powertec Limited
ইষ্টার্ণ হাউজিংয়ের ২য় প্রান্তিকের ইপিএস প্রকাশ
শেয়ারবাজারের তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪০ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় ৩৪ পয়সা বেড়েছে।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৫.৬১ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ৬৪.৪৫ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসএম
Price Sensitive Information OF Eastern Housing Limited
আমরা নেটওয়ার্কসের বিডিংয়ের সিডিউল দিল ডিএসই
শেয়ারবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে সদ্য অনুমোদন পাওয়া আমরা নেটওয়ার্কস লিমিটেডের বিডিংয়ের জন্য উপযুক্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিবন্ধনের সময় তালিকা প্রকাশ করেছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিডিং চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, এ সময়ের মধ্যে বিডিংয়ে অংশগ্রহনে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন শেষ করতে হবে। ৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটায় বিডিংয়ের সমস্ত কার্যক্রম শেষ হবে।
আর এ জন্য প্রতিটি বিডিংয়ের জন্য প্রতিষ্ঠানগুলোকে আগামীকাল সোমবারের মধ্যে ৫ হাজার টাকা পে-অর্ডার করতে বলা হয়েছে।
বিডিং চলাকালে অংশগ্রহণ কারীদের ২০ শতাংশ অর্থ জমা দিতে হবে বলে জানায় ডিএসই।
কোম্পানিটি শেয়ারবাজারে ৫৬ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে কাট অফ প্রাইসের মাধ্যমে।
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি বিএমআরই, ডাটা সেন্টার প্রতিষ্ঠা, সারা দেশে ওয়াই ফাই হট স্পট স্থাপন, ঋণ পরিশোধ এবং আইপিও আনুষাঙ্গিক খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ২১ টাকা ৯৮ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে লংকাবাংলা ইনভেষ্টমেন্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এম
রহিম টেক্সটাইলের ইপিএস ৩.২৯ টাকা
শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৭৪ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮.৯৫ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ৪৮.২৫ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসএম
খান ব্রাদার্সেে ২য় প্রান্তিকের ইপিএস কমেছে
শেয়ারবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্সে পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্টিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২৭ পয়সা। এ হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় কমেছে।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.০২ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ১২.২৮ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসএম
বাংলাদেশ সাবমেরিনের ইপিএস ৩৬ পয়সা
শেয়ারবাজারের তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১২ পয়সা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৩.৪১ টাকা। যা ২০১৬ সালের ৩০ জুন ছিল ৩৩.৯৫ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসএম