উৎপাদন বন্ধ থাকায় লভ্যাংশ দিয়েও জেড ক্যাটগরিতে

modernনিজস্ব প্রতিবেদক :

কারখানা বন্ধ থাকায় বস্ত্র খাতের কোম্পানি মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিণ প্রিন্টিং লিমিটেড সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার পরেও জে ক্যাটাগরিতে রাখা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট ট্রানজেকশন) রেজুলেশন ২০১৩ অনুযায়ী, লভ্যাংশ দেওয়ার পরও কোম্পানিটি জেড ক্যাটাগরিতে থাকবে। কোম্পানিটির পরিচালনা বোর্ড কারখানার উৎপাদন চালু করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিণ প্রিন্টিং লিমিটেডের উৎপাদন বন্ধ রয়েছে। কোম্পানিটি কারখানা ভাড়া দিয়ে ব্যয় নির্বাহ করে আসছে। অদূর ভবিষৎ এ এটি উৎপাদনে আসতে পারবে কিনা তা জানানো হয়নি। এজন্য লভ্যাংশ দিয়েও কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন হবে।

গত সমাপ্ত হিসাব বছরে মডার্ন ডাইং ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসইতে ৬৭৭ ও সিএসইতে ৪১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৭ কোটি টাকার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন পরিমান ৪২ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৭৪৫ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়। আজ দিন শেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪২.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৫২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২২৭টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে –সাইফ পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক, এসিআই ফর্মূলেশন, এ্যাপোলো ইস্পাত, ন্যাশনাল ব্যাংক, আরএসআরএম স্টিলস, বেক্স ফার্মা ও লাফার্জ সুরমা।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৪৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লংকাবাংলা ফাইন্যান্স ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

শাহজিবাজার পাওয়ারের ক্রেডিট রেটিং সম্পন্ন

sahjibazerস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।

রবিার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ক্রেডিট রেটিং এজেন্সিং অব বাংলাদেশ লিমিটেড (ক্রাব) রেটিং অনুযায়ী শাহজিবাজার পাওয়ারের ইনটিটি রেটিং হয়েছে “এএ-২”।

৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩ জানুয়ারি ২০১৭ এর ব্যাংক দায় অনুযায়ী এ রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এনসিসিবিএল মি. ফান্ডের ট্রাষ্টি সভা ১২ ফেব্রুয়ারি

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এনসিসিবিএল মি. ফান্ড লিমিটেডের ট্রাষ্টি সভা আগামী ১২ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই ট্রাষ্টি সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রতিষ্ঠানটি এদিন বেলা ২টা ৩৫ মিনিটে নিজস্ব প্রধান কার্যালয়ে এই ট্রাষ্টি সভাটি করবে।

ট্রাষ্টি সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এস

লংকাবাংলার বোর্ড সভা ১৩ ফেব্রুয়ারি

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা আগামী ১৩ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রতিষ্ঠানটি এদিন বেলা ৩টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এস

নতুন নিয়মে প্রথম আইপিও : বিডিং শুরু

amranetনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে নতুন নিয়মে অনুমোদন পাওয়া আমরা নেটওয়ার্কস লিমিটেডের বিডিংয়ের জন্য উপযুক্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের সময় তালিকা প্রকাশ করেছে। ৫ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিডিং চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, এ সময়ের মধ্যে বিডিংয়ে অংশগ্রহনে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন শেষ করতে হবে। ৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটায় বিডিংয়ের সমস্ত কার্যক্রম শেষ হবে।

আর এ জন্য প্রতিটি বিডিংয়ের জন্য প্রতিষ্ঠানগুলোকে আজ সোমবারের মধ্যে ৫ হাজার টাকা পে-অর্ডার করতে বলা হয়েছে।

বিডিং চলাকালে অংশগ্রহণ কারীদের ২০ শতাংশ অর্থ জমা দিতে হবে বলে জানায় ডিএসই।

বুক বিল্ডিংয়ের নতুন নিয়মে কোম্পানিটি শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে ৫৬ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে কাট অফ প্রাইসের মাধ্যমে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি বিএমআরই, ডাটা সেন্টার প্রতিষ্ঠা, সারা দেশে ওয়াই ফাই হট স্পট স্থাপন, ঋণ পরিশোধ এবং আইপিও আনুষাঙ্গিক খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ২১ টাকা ৯৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে লংকাবাংলা ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম