কারখানা বন্ধ থাকায় বস্ত্র খাতের কোম্পানি মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিণ প্রিন্টিং লিমিটেড সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার পরেও জে ক্যাটাগরিতে রাখা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট ট্রানজেকশন) রেজুলেশন ২০১৩ অনুযায়ী, লভ্যাংশ দেওয়ার পরও কোম্পানিটি জেড ক্যাটাগরিতে থাকবে। কোম্পানিটির পরিচালনা বোর্ড কারখানার উৎপাদন চালু করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিণ প্রিন্টিং লিমিটেডের উৎপাদন বন্ধ রয়েছে। কোম্পানিটি কারখানা ভাড়া দিয়ে ব্যয় নির্বাহ করে আসছে। অদূর ভবিষৎ এ এটি উৎপাদনে আসতে পারবে কিনা তা জানানো হয়নি। এজন্য লভ্যাংশ দিয়েও কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন হবে।
গত সমাপ্ত হিসাব বছরে মডার্ন ডাইং ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ