ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের। এদিন কোম্পানির মোট ৬৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার কোম্পানিটির শেয়ার ৪৮৮৩ বার হাতবদল হয়। এসময় মোট ১ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৬১৪টি শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার ২টি শেয়ার হাতবদল হয়। যার বাজার দর ৬৫ কোটি ১২ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফার কেমিক্যালস লিমিটেড ৬৯৬১ বারে ৫১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্স ফার্মা ৩৪ কোটি ৫৩ লাখ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ৩৩ কোটি ৫২ লাখ, কেয়া কসমেটিকস ৩০ কোটি ৪২ লাখ, আইপিডিসি ২৮ কোটি ৭৪ লাখ, বিডি থাই ২৬ কোটি ৮২ লাখ, জিপিএইচ ইস্পাত ২৪ কোটি ৫১ লাখ ও সেন্ট্রাল ফার্মা লিমিটেড ২২ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়।
স্টকমার্কেটবিডি.কম/এম