লেনদেনে সেরা লংকাবাংলা ফাইন্যান্স

lankaনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের। এদিন কোম্পানির মোট ৬৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার কোম্পানিটির শেয়ার ৪৮৮৩ বার হাতবদল হয়। এসময় মোট ১ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৬১৪টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার ২টি শেয়ার হাতবদল হয়। যার বাজার দর ৬৫ কোটি ১২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফার কেমিক্যালস লিমিটেড ৬৯৬১ বারে ৫১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্স ফার্মা ৩৪ কোটি ৫৩ লাখ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ৩৩ কোটি ৫২ লাখ, কেয়া কসমেটিকস ৩০ কোটি ৪২ লাখ, আইপিডিসি ২৮ কোটি ৭৪ লাখ, বিডি থাই ২৬ কোটি ৮২ লাখ, জিপিএইচ ইস্পাত ২৪ কোটি ৫১ লাখ ও সেন্ট্রাল ফার্মা লিমিটেড ২২ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ফার কেমিক্যালস
  4. বেক্স ফার্মা
  5. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  6. কেয়া কসমেটিকস
  7. আইপিডিসি
  8. বিডি থাই
  9. জিপিএইচ ইস্পাত
  10. সেন্ট্রাল ফার্মা।

প্রথমদিন লেনদেন বাড়লেও সূচকের মিশ্রাবস্থা

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে দিন শেষে সূচকের মিশ্র অবস্থা লক্ষ্য করা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, রবিবার ডিএসইতে ১২৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ১১৮৫ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়। আজ দিনশেষে দিনের লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৫৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছেও ১৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, ফার কেমিক্যালস, বেক্স ফার্মা, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিকস, আইপিডিসি, বিডি থাই, জিপিএইচ ইস্পাত ও সেন্ট্রাল ফার্মা।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৬৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও বেক্স ফার্মা লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিবিএসের স্পন্সরের ৬ লাখ শেয়ার বিক্রয় ঘোষণা

BBSস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেডের একজন স্পন্সর শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আবু নোমান হাওলাদার নামে কোম্পানিটির এই উদ্দোক্তা ৬ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে কোম্পানিটির মোট ১ কোটি ৯ লাখ ৫৪ হাজার ৯১৯টি শেয়ার রয়েছে।

এ স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

কারণ ছাড়াই বাড়ছে পদ্মা লাইফের দর

padma lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। রবিবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির সম্প্রতি দর ও লেনদেন বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে কোম্পানিটিকে নোটিশ করে সিএসই কর্তৃপক্ষ।

এসময় পদ্মা লাইফ কর্তৃপক্ষ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

স্পট মার্কেটে যাবে ডাচবাংলা ব্যাংক

dutch-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচবাংলা ব্যাংক লিমিটেড আগামীকাল সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী দুই কার্যদিবস অর্থাৎ ১৩ ও ১৪ মার্চ স্পট মার্কেটে হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ মার্চ লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

২০১৬তে বাংলালিংকের আয় ৪,৭১০ কোটি টাকা

banglaনিজস্ব প্রতিবেদক :

মুঠোফোন অপারেটর বাংলালিংকের আয় ২০১৬ সালে প্রায় সাড়ে ৩ শতাংশ বা ১৬০ কোটি টাকা বেড়েছে। গত বছর প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৪ হাজার ৮৭০ কোটি টাকা, যা আগের বছর ছিল ৪ হাজার ৭১০ কোটি টাকা। তবে প্রতিষ্ঠানটি এক বছরে কত মুনাফা বা লোকসান করেছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

বাংলালিংকের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান নেদারল্যান্ডসভিত্তিক ভিওন প্রকাশিত ২০১৬ সালের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ভিওন এত দিন ভিম্পেলকম নামে পরিচিত ছিল। বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশে বর্তমানে ভিওনের ব্যবসা রয়েছে।

বাংলালিংকের আয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৬ সালে প্রতিষ্ঠানটির ১৬০ কোটি টাকা আয় বৃদ্ধির পুরোটাই এসেছে ইন্টারনেট ডেটা থেকে। গত বছর ইন্টারনেট থেকে অপারেটরটির আয় হয়েছে ৪৯০ কোটি টাকা, যা ২০১৫ সালে ছিল ৩৩০ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর পর্যন্ত অপারেটরটির গ্রাহকপ্রতি ডেটার ব্যবহার দাঁড়িয়েছে ৩৯১ মেগাবাইট। এক বছরে গ্রাহকপ্রতি ডেটা ব্যবহার বেড়েছে ১৯২ শতাংশ। এ ছাড়া অপারেটরটির গ্রাহকপ্রতি মাসিক গড় আয় (এআরপিইউ) দাঁড়িয়েছে ১৩০ টাকা।

ডিসেম্বর ২০১৬ পর্যন্ত বাংলালিংকের গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লাখ, যা আগের বছর ছিল ৩ কোটি ২৩ লাখ। অর্থাৎ এক বছরে অপারেটরটির গ্রাহক ১৯ লাখ কমেছে। গত বছর রবি আজিয়াটা ও এয়ারটেল একীভূত হওয়ার পর গ্রাহকসংখ্যায় এখন তৃতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক। নেটওয়ার্ক সম্প্রসারণে ২০১৬ সালে বাংলালিংক ১ হাজার ৭০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এ বিনিয়োগের ফলে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৫৯ শতাংশ বাংলালিংকের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) টেলিযোগাযোগ নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। ২০১৫ সালে থ্রিজি নেটওয়ার্কের আওতায় ছিল ৩৩ শতাংশ মানুষ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বস্ত্র খাতের পাঁচ কোম্পানি নিয়ে হতাশ বিনিয়োগকারীরা

dse cseনিজস্ব প্রতিবেদক :

দীর্ঘদিন ধরে ফেসভ্যালুর (অবহিত দর) নিচে পড়ে থাকা বস্ত্র খাতের পাঁচ কোম্পানির বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন। কোম্পানিগুলো হচ্ছে: ফ্যামিলি টেক্স, ঢাকা ডায়িং, দুলামিয়া কটন, মেট্রো স্পিনিং ও ম্যাকসন্স স্পিনিং। এদের মধ্যে ‘বি’ ক্যাটাগরিভুক্ত ফ্যামিলি টেক্স ছাড়া বাকি চারটিই ‘জেড’ ক্যাটাগরির।

বাজার-সংশ্লিষ্টরা বলছেন, গত সপ্তাহে বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় যাদের কাছে দুর্বল বা ‘জেড’ ক্যাটাগরির শেয়ার রয়েছে, তারা ভেবেছিলেন এসব শেয়ারের দরও বাড়বে। কিন্তু সেটি হয়নি। ফলে বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন তারা।

দায়দেনায় ভরপুর এসব কোম্পানির মধ্যে এক বছরের ব্যবধানে ঢাকা ডায়িংয়ের লোকসান হয়েছে প্রায় ২৯ কোটি টাকা। অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ লোকসান হওয়ায় প্রতিষ্ঠানের শেয়ার চাহিদা কমে গেছে। ফলে কমে গেছে শেয়ারদরও। বর্তমানে এ শেয়ার আট টাকা থেকে আট টাকা ৫০ পয়সার মধ্যে লেনদেন হচ্ছে। গত এক বছরের মধ্যে সর্বনিম্ন ছয় টাকা ৬০ পয়সা থেকে ১৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।

ম্যাকসন স্পিনিং আগের বছরের তুলনায় প্রায় তিন কোটি টাকা মুনাফা করলেও শেয়ার চাহিদায় বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। কোম্পানিটি সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে মুনাফা করেছে আট কোটি ৮৪ লাখ টাকা। বর্তমানে এ প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচা হচ্ছে ৯ টাকার নিচে।

এদিকে এক বছরের ব্যবধানে মেট্রো স্পিনিংয়ের মুনাফা অর্ধেকে নেমে আসায় এ প্রতিষ্ঠানের শেয়ারে আগ্রহ নেই সাধারণ বিনিয়োগকারীদের। ২০১৬ সালে এ প্রতিষ্ঠাটির মুনাফা হয় এক কোটি ১০ লাখ টাকা। আগের বছর যার পরিমাণ ছিল দুই কোটি ১৮ লাখ টাকা। বর্তমানে এ প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ার আট টাকার নিচে লেনদেন হচ্ছে। গত এক বছরের মধ্যে এ শেয়ার সর্বনিম্ন ছয় টাকা ৫০ পয়সা থেকে ১১ টাকার মধ্যে লেনদেন হয়।

আর্থিক বিবেচনায় অন্য কোম্পানি দুলামিয়া কটনের মুনাফাও আগের বছরের চেয়ে অনেক কমে গেছে। সর্বশেষ প্রতিষ্ঠানটির লোকসান হয় দুই কোটি ২১ লাখ টাকা। আগের বছর লোকসানের পরিমাণ ছিল এক কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানিটি লোকসানে আসার সঙ্গে সঙ্গেই এর প্রভাব পড়েছে শেয়ারদরে। বর্তমানে এ শেয়ার লেনদেন হচ্ছে আট টাকায়।

এ তালিকায় ‘বি’ ক্যাটাগরিতে থাকা একমাত্র কোম্পানি ফ্যামিলি টেক্সের শেয়ারের চাহিদাও আগের মতো নেই। এসব কোম্পানির মধ্যে ফ্যামিলি টেক্স ছাড়া বাকিগুলোর অবস্থান জেড ক্যাটাগরিতে। সর্বশেষ পাঁচ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে এসেছে কোম্পানিটি। পারিবারিক কলহের জেরে এ কোম্পানির মুনাফায় ভাটা পড়েছে। কোম্পানিটি সর্বশেষ মুনাফা করে ২৫ কোটি ২২ লাখ টাকা । অথচ এর আগের বছর মুনাফা ছিল ৯১ কোটি টাকা। বর্তমানে এর শেয়ার ১০ টাকার নিচে লেনদেন হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

স্যোসাল ইসলামী ব্যাংকের ঋণমাণ সম্পন্ন

siblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) রেটিং অনুযায়ী স্যোসাল ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ আর স্বল্পমেয়াদী ঋণমান হয়েছে (এসটি-২)।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্ধবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্য উপাত্তের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই

মার্জিনধারীদের তথ্য চায় আইডিএলসি

idlcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় কোম্পানিটি।

আগামী ২০ মার্চের এই তালিকা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই