শেয়ার বিক্রয় করবেন লংকাবাংলার স্পন্সর

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের একজন স্পন্সর প্রায় সব শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জেসমিন সুলতানা নামে কোম্পানিটির এই উদ্দোক্তা ২ লাখ ৯৯ হাজার শেয়ার বিক্রয় করবেন। তার হাতে কোম্পানিটির মোট ৩ লাখ শেয়ার রয়েছে। বিক্রির পরে জেসমিন সুলতানার হাতে মাত্র ১ লাখ শেয়ার থাকবে।

এ স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ন্যাশনাল পলিমারের উৎপাদন ক্ষমতা বাড়বে

National_Tubes.jpg_220x220স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার লিমিটেডের নতুন মেশিন যুক্ত হলে কারখানার উৎপাদন ক্ষমতা বাড়বে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, কোম্পানিটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে ৩.৮০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের নতুন মেশিন আমদানি করবে। এসব মেশিনে পিভিসি পাইপস, শিট, ডোর, থ্রেড পাইপস ও প্লাস্টিকের নিত্য পন্য উৎপাদন করা হবে।

এসব মেশিনে আগামী ১ আগষ্ট উৎপাদন শুরু হবে। এতে কারখানার উৎপাদন ক্ষমতা ১৯,৭০৮ মেট্রিক টন থেকে বেড়ে ২৯,৫৬২ মেট্রিক টন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

উত্তরা ফাইন্যান্সের বোর্ড সভা ১৬ মার্চ

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা আগামী ১৬ মার্চ আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন ব্যাংকিং খাতের কোম্পানিটি সেদিন বেলা সাড়ে ৩ টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে ব্যাংকটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

পাঁচ দিনে বাজার মূলধন বেড়েছে ৩,৪৮৮ কোটি টাকা

dse1নিজস্ব প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে (৫-৯ মার্চ) পাঁচ কার্যদিবস লেনদেনে চার দিন মূল্যসূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। প্রথম কার্যদিবস রবিবার বাদে অন্য চার দিন সূচক বেড়েছে। শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন আগের দিনের চেয়ে হ্রাস পায়। এই ৪ দিনে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে প্রায় ৩,৪৮৮ কোটি টাকা।

সপ্তাহের হিসাব পর্যালোচনায় দেখা গেছে, এই সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৮৮ কোটি টাকা। শতকরা হিসাবে এই হার ০.৯৪ শতাংশ। অন্যান্য সূচকেও উন্নতি ঘটেছে। আর প্রাইস আর্নিং রেশিও (পিই) বেড়েছে ১ পয়েন্ট। গত সপ্তাহে পিই ছিল ১৫.৯৯ ও চলতি সপ্তাহে দাঁড়িয়েছে ১৬.১৫।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল তিন লাখ ৭২ হাজার ৯০৯ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার ১৯ টাকা। সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৭৬ হাজার ৩৯৮ কোটি সাত লাখ ৩৬ হাজার ৫৪৮ টাকা। সেই হিসাবে বাজার মূলধন বেড়েছে তিন হাজার ৪৮৮ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫২৯ টাকা।

সপ্তাহজুড়ে লেনদেন বেড়েছে ০.২৩ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল পাঁচ হাজার ৩৫৮ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৪৮ টাকা। তবে এই সপ্তাহের লেনদেন হয়েছে পাঁচ হাজার ৩৭০ কোটি ৬০ লাখ ৫১ হাজার ২৭৪ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ১২ কোটি ২৫ লাখ ৯২ হাজার ২২৬ টাকা।

সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪ কোটি ১২ লাখ ১০ হাজার ২৫৫ টাকা। আগের সপ্তাহে এই গড় লেনদেন হয়েছে ১ হাজার ৭১ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৮১০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম