শেয়ারবাজারে আসতে চায় সেবা ও আবাসন খাতের কোম্পানি শামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেড। প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটি শেয়ারবাজারের আসার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আজ বুধবার সন্ধ্যায় রোড শো করবে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি রোড শো বুধবার সন্ধা ৭ টায় রেডিসন ব্লু হোটেলে বলরুমে আয়োজন করা হয়েছে। শেয়ারবাজারে ইলিজিবল ইনভেষ্টরদের উপস্থিত থেকে রোড শোতে অংশগ্রহন করার জন্য আহবান জানানো হয়েছে।
জানা যায়, রোড শো’তে যোগ্য বিনিয়োগকারী (ইলিজিবল ইনভেস্টর) হিসেবে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, ইতিমধ্যে বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা বুক বিল্ডিংয়ের জন্য আবেদন করতে পারবে।
কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এমএ