স্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের পরিচালনা বোর্ড রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। একই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র থেকে জানা যায়, জাহিন স্পিনিং লিমিটেড ১:১ হারে রাইট শেয়ার ছাড়বে। এর মাধ্যমে বাজার থেকে ৮৫ কোটি ৭৯ লক্ষ টাকার মুলধন বৃদ্ধি করবে বলে জানায় কোম্পানিটি।
কোম্পানির মুলধন বাড়ানোর লক্ষে দশ টাকা অভিহিত মুল্যে প্রতিটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ারের মাধ্যমে এই মুলধন বৃদ্ধি করা হবে।
সাধারণ বার্ষিক সভায় (এজিএম) সাধারণ শেয়ার হোল্ডারদের সম্মতি এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই রাইট শেয়ার ছাড়া হবে।
একই বছরে প্রথম ৯ মাসে (জুলাই ১৬ – মার্চ ১৭) সর্বমোট ইপিএস দাঁড়িয়েছে ১.১৭ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ০.৬৮ টাকা। এই হিসাব অনুযায়ী গত বছরের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে ৪৯ পয়সা বা ৭৯ শতাংশ।
অন্যদিকে চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২২ পয়সা। এই হিসাব অনুযায়ী গত বছরের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে ৩৬ শতাংশ বা ৮ পয়সা।
এ বছরের ৯ মাসে কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ১৩.৮৫ টাকা। যা গত বছর ৩০ জুন সময়ে ছিল ১৪.৫৮ টাকা।
এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৯ পয়সা, যা গত বছর ছিল ১.৫৫ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/কেএস