‘রেমিট্যান্স এবং এক্সপোর্ট নিয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন’

muhitনিজস্ব প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘রেমিট্যান্স এবং এক্সপোর্ট নিয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন। ব্যাংকিং খাত যে খুব সুষ্ঠু সেটা বলতে পারি না।’

আজ মঙ্গলবার ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। এনটিভি ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে এনটিভি।

অর্থমন্ত্রী বলেন, ‘২০০৬ সালের বাংলাদেশ চিন্তা করেন আর ২০১৬ সালের বাংলাদেশের কথা চিন্তা করেন। ২০০৬-এ যেখানে ছিলাম এখন কোথায় যে চলে গেছি। এটা কী করে কেউ অস্বীকার করতে পারেন বুঝি না। আমি রুরাল এরিয়াতে যাই। রুরাল আর আরবান খুব একটা পার্থক্য নেই এখন।’

অনুষ্ঠান সঞ্চালনা করছেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

এ ছাড়া উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইসলামিক ফাইন্যান্সের ঋণমান ‘এ’ ও ‘এসটি-থ্রি’

islami fস্টকমার্কেট ডেস্ক:

দীর্ঘমেয়াদে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঋণমান ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ৩ শতাংশ নগদ ও ১১ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে ইসলামিক ফিন্যান্সের পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩০ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪ টাকা ১৪ পয়সায়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৪ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে প্রতিষ্ঠানটি।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের বোর্ড সভা ৮ মে

first..smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ মে আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩ টায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ৮ মে

bracস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ মে আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে ৩ টায় গুলশান নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

  1. ইউনাইটেড পাওয়ার
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. সাইফ পাওয়ারটেক
  4. বিডি ফাইন্যান্স
  5. প্রাইম ব্যাংক
  6. শাহজিবাজার পাওয়ার
  7. ন্যাশনাল ব্যাংক
  8. আর্গন ডেনিমস
  9. মার্কেন্টাইল ব্যাংক
  10. ওয়ান ব্যাংক।

ডিএসই ৭৭৪ ও সিএসইতে ৪৬ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সাথে টাকার অংকে দিনের লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের শেষে ডিএসইতে ৭৭৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত রবিবার এই লেনদেন ৬১৪ কোটি ৭৫ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৫.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৬.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৩২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ইউনাইটেড পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, বিডি ফাইন্যান্স, প্রাইম ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ন্যাশনাল ব্যাংক, আর্গন ডেনিমস, মার্কেন্টাইল ব্যাংক ও ওয়ান ব্যাংক।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত রবিবার সেখানে ৩৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সাইফ পাওয়ারটেক ও ন্যাশনাল ব্যাংক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১০৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

নূরানী ডায়িংয়ের আইপিও লটারি ফলাফল প্রকাশ

DSC_0494নিজস্ব প্রতিবেদক :

নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারি ড্রয়ের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠান হয়।

এই ড্র অনুষ্ঠানে কোম্পানির ইস্যুম্যানেজারসহ এমডি-চেয়ারম্যানসহ পরিচালনা বোর্ডের সকল কর্মকর্তা ছাড়াও বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়ে প্রায় ১২০০ কোটি টাকার। অন্যদিকে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৩ কোটি টাকা তুলবে। এহিসাবে আবেদন জমা পড়েছে মোট চাহিদার ২৭.৯০ গুণ। নিয়মানুযায়ী আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

লটারির ফলাফলটি দেখতে ক্লিক করুন……

Stock Broker / Merchant Bank Code

General Public

Affected Investors

Eligible Investors (Pro Rata Basis)

Mutual Fund (Pro Rata Basis)

কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ শুরু হয় গত ২ এপ্রিল। পরে ১০ এপ্রিল পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন জমা দেয়।

গত ৯ ফেব্রুয়ারি কমিশনের ৫৯৭তম সভায় নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডকে আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি ৩০ লাখ শেয়ার ছেড়ে মোট ৪৩ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্টস, ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি সার্ভিসেস।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

DSC_0498

গত ৫ হিসাব বছরে কোম্পানিটির গড়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৯ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ (এনএভি) ১৪ টাকা ৩৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এ

প্রিমিয়ার লিজিংয়ের বোর্ড সভা ৬ মে

primiur-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৬ মে আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

নন-ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ২ টা ৩০ মিনিটেয় মতিঝিল নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

নূরানী ডায়িংয়ের আইপিও আবেদনের লটারি চলছে

IMG_20170502_104542নিজস্ব প্রতিবেদক :

নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারি ড্র আজ ২ মে অনুষ্ঠিত হচ্ছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠান শুরু হয়েছে। বেলা ১১টা পর্যন্ত রিপোর্টটি লেখা পর্যন্ত এই অনুষ্ঠান চলছে।

এই ড্র অনুষ্ঠানে কোম্পানির ইস্যুম্যানেজারসহ এমডি-চেয়ারম্যানসহ পরিচালনা বোর্ডের সকল কর্মকর্তা ছাড়াও বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় ১২০০ কোটি টাকার। অন্যদিকে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৩ কোটি টাকা তুলবে। এহিসাবে আবেদন জমা পড়েছে মোট চাহিদার ২৭.৯০ গুণ। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ শুরু হয় গত ২ এপ্রিল। পরে ১০ এপ্রিল পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন জমা দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এ

ডাচ বাংলা ব্যাংকের বোর্ড সভা ৭ মে

datch-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ মে আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় মতিঝিল নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস