নূরানী ডায়িংয়ের আইপিও আবেদনের লটারি আজ

nuraniনিজস্ব প্রতিবেদক :

নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারি ড্র আজ ২ মে অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে প্রায় ১২০০ কোটি টাকার। অন্যদিকে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৩ কোটি টাকা তুলবে। এহিসাবে আবেদন জমা পড়েছে মোট চাহিদার ২৭.৯০ গুণ। আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হবে।

কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ শুরু হয় গত ২ এপ্রিল। পরে ১০ এপ্রিল পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন জমা দেয়।

গত ৯ ফেব্রুয়ারি কমিশনের ৫৯৭তম সভায় নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডকে আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি ৩০ লাখ শেয়ার ছেড়ে মোট ৪৩ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্টস, ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি সার্ভিসেস।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ ও ঋণ পরিশোধ করবে।

গত ৫ হিসাব বছরে কোম্পানিটির গড়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৯ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ (এনএভি) ১৪ টাকা ৩৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এ

৫ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রিপাবলিক ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড :

বীমা খাতের রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মুল্য (এনএভিপিএস) ১৪.৭৭ টাকা ও শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) হয়েছে ০.২৫ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুন সকাল১১ টায় আইডিইবি ভবন, ১৬০/এ কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৩ মে নির্ধারণ করা হয়েছে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড :

১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মুল্য (এনএভিপিএস) ১৩.০৩ টাকা ও শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৫ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই বিকাল ৩টায় শমরিতা হাসপাতাল অডিটরিয়াম, তেজগাও, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১২ জুন নির্ধারণ করা হয়েছে।

ফেডারেল ইন্স্যুরেন্স :

সমাপ্ত অর্থবছরের জন্য ফেডারেল ইন্স্যুরেন্স ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মুল্য (এনএভিপিএস) ১১.৪৭ টাকা ও শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৮ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ জুলাই সকাল সাড়ে ১০ টায় আইডিইবি ভবন, ১৬০/এ কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে ।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড :

সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড । এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মুল্য (এনএভিপিএস) ১৩.৬৫ টাকা ও শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) হয়েছে ২.৫৮ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ জুলাই সকাল সাড়ে ১০ টায় আইডিইবি ভবন, ১৬০/এ কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২২ জুলাই নির্ধারণ করা হয়েছে।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড :

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৪ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ জুলাই রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ জুন ।

স্টকমার্কেটবিডি.কম/

নতুন ইউনিটে বিনিয়োগ করবে এ্যাপেক্স ফুটওয়্যার

apex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানায় নতুন বিনিয়োগ করবে। সম্প্রতি পরিচালনা বোর্ডের এক সভায় ৮১ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, বিশ্ব বাজারের চাহিদার সাথে ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী একটি অত্যাধুনিক কারখানা করবে এ্যাপেক্স ফুটওয়্যার। ইউনিট-২ নামে নতুন কারখানায় ব্যয় হবে ৮১ কোটি ৫০ লাখ টাকা।

এই ইউনিটে মেশিন ক্রয় ও ভবন নিমার্ণবাবদ ব্যয় হবে ৭৫ কোটি টাকা। বাকি টাকা অন্যান্য খাতে ব্যয় করা হবে।

আগামী ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে এই কারখানা উতপাদনমূখী করা সম্ভব হবে বলে জানিয়েছে এ্যাপেক্স ফুটওয়্যার।

স্টকমার্কেটবিডি.কম/

লোকসান কাটিয়ে উঠতে পারছে না ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ

imamনিজস্ব প্রতিবেদক :

লোকসান কাটিয়ে উঠতে পারছে না শেয়ারবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির নিজস্ব আর্থিক বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই ২০১৬-মার্চ ২০১৭) শেষে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৭০ পয়সা, যা এর আগের বছর একই সময় ছিল ৭৬ পয়সা।

কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এমন তথ্য জানায় নিরীক্ষক প্রতিষ্ঠান। এদিকে নতুন ক্রেতা খুঁজতেও ব্যর্থ হচ্ছে কোম্পানিটি। এর ফলে কোম্পানির রিটেইন্ড লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৬৯ লাখ ৮২ হাজার ১৭ টাকা।

ইমাম বাটনের সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, কোম্পানির নামে মাইডাস ফাইন্যান্স লিমিটেড থেকে ২০ শতাংশ সুদহারে সাড়ে ১২ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি এ ঋণের তিনটি কিস্তি এখনও বকেয়া রয়েছে। এদিকে আরেক আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে দীর্ঘ মেয়াদে ৩০ কোটি টাকা ঋণ নিয়েছে ইমাম বাটন। ২০ শতাংশ সুদহারে এ ঋণের ২৭টি কিস্তি বকেয়া রয়েছে।

এদিকে তৃতীয় প্রান্তিকের (জুলাই ’১৬-মার্চ ’১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির লোকসান সামান্য কমেছে। গতকাল রোববার এ প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি। এ সময় কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে দশমিক ৭০ টাকা। গত অর্থবছরের একই সময় ছিল দশমিক ৭৬ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান কমেছে দশমিক ছয় টাকা।

এছাড়া তৃতীয় প্রান্তিকে কোম্পানির নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে দশমিক ১৩ টাকা। গত অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল দশমিক ১৭ টাকা (মাইনাস)। আর ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে সাত দশমিক ৬০ টাকা। ৩০ জুন, ২০১৬ অর্থবছর পর্যন্ত কোম্পানির এনএভিপিএস ছিল আট দশমিক ৩০ টাকা।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি ’১৭-মার্চ ’১৭) কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে দশমিক ১৫ টাকা। যা গত অর্থবছরের একই সময় ছিল দশমিক সাত টাকা।