ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের ইপিএস ৫১ পয়সা

first..smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৪০ পয়সা। এহিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

এ বছরের ৩ মাসে কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ১৬.৩৫ টাকা। যা গত বছর ৩১ মার্চ ছিল ১৪.৬৮ টাকা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্বক ২৩.৯৩ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ঋণাত্বক ১৪.৭৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

মার্কেটাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৫ মে

mercantileস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মার্কেটাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ মে আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩টায় গুলশানে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

‘ব্যাংকগুলোতে বাড়ানো হবে পরিবারিক পরিচালক’

bbনিজস্ব প্রতিবেদক :

ব্যাংক কোম্পানি আইন দ্বারা পরিচালিত ব্যাংকে একই পরিবারের চারজনকে পরিচালক নিয়োগের বিধান যুক্ত করে আইনটি সংশোধনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০১৭-এর খসড়া নীতিগত অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে এ-সংক্রান্ত তথ্য জানান।

বর্তমানে এ ধরনের ব্যাংকে একই পরিবারের সর্বোচ্চ দুজন পরিচালক হতে পারেন। প্রস্তাবিত আইনটি পাস হলে চারজন পরিচালক হতে পারবেন।

প্রস্তাবিত আইনে পরিচালকদের মেয়াদও বাড়ানো হয়েছে। আইন অনুযায়ী, পরিচালকেরা একনাগাড়ে নয় বছর পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন। তিন বছর বিরতি দিয়ে তাঁরা ফের পরিচালক হতে পারবেন।

বর্তমান আইনে তিন বছর করে পরপর দুই মেয়াদে মোট ছয় বছর একই ব্যক্তি পরিচালক হতে পারেন। এরপর তিন বছর বিরতি দিয়ে ফের পরিচালক হতে পারেন।

প্রস্তাবিত আইন অনুযায়ী, মনোনীত বা নির্বাচিত পরিচালক নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের বিধান যুক্ত করা হয়েছে।

আজকের মন্ত্রিসভায় বিনিয়োগকারী বা উদ্যোক্তাদের সুবিধার্থে ওয়ানস্টপ সার্ভিসের ব্যবস্থা রেখে আরেকটি আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

ওয়ানস্টপ সার্ভিস আইন ২০১৭-এর খসড়া অনুযায়ী, বিনিয়োগকারীরা একই জায়গা থেকে বিভিন্ন ধরনের সেবা পাবেন। এই সেবার নাম হবে ‘কেন্দ্রীয় ওয়ানস্টপ সার্ভিস’। এই ব্যবস্থায় বিদ্যুৎ-গ্যাসের সংযোগ, ভূমি অধিগ্রহণ, ট্রেড লাইসেন্স, ভিসা, নাম ছাড়পত্রসহ মোটাদাগে ১৬টি সেবা মিলবে।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৪ মে

bni-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ মে আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৪ টায় গুলশানে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

  1. আর্গন ডেনিমস
  2. ডরিন পাওয়ার
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. ফাস ফাইন্যান্স
  5. ডরিন পাওয়ার
  6. ব্র্যাক ব্যাংক
  7. রতনপুর স্টিলস
  8. ন্যাশনাল ফিডস
  9. আইএলএফএসএল
  10. সাইফ পাওয়ারটেক।

শেয়ারবাজারে সূচকের পতন ও লেনদেন কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। এদিন সেখানে টাকার অংকে দিনের লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার দিনের শেষে ডিএসইতে ৬৩২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার এই লেনদেন ৭৩৭ কোটি ৭২ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৩৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – আর্গন ডেনিমস, ডরিন পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ডরিন পাওয়ার, ব্র্যাক ব্যাংক, রতনপুর স্টিলস, ন্যাশনাল ফিডস, আইএলএফএসএল ও সাইফ পাওয়ারটেক।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার এই লেনদেন ৫০ কোটি ৪১ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সাইফ পাওয়ারটেক ও ফাস ফাইন্যান্স।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৬১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

মহিলা ভলিবল দলের স্পন্সর ইফাদ গ্রুপ

IFAD-women_Vollyball-1-page-001নিজস্ব প্রতিবেদক :

জাতীয় মহিলা ভলিবল দলের স্পন্সর হিসাবে নির্বাচিত হয়েছে ইফাদ গ্রুপ। এই দলের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে কোম্পানিটি।

জাতীয় মহিলা ভলিবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার লক্ষ্যে খেলোয়াড়দের উন্মুক্ত বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে এবং ইফাদ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রবিবার থেকে রাজধানীর পল্টনস্থ ভলিবল স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। ইফাদ গ্রুপের পরিচালক তাসফিন আহমেদসহ কোম্পানিটির ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহিলা জাতীয় দল গঠনের লক্ষ্যে বাছাই কার্যক্রমে সারাদেশ থেকে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় ও বিভিন্ন সার্ভিসেস দলের ৮৫জন খেলোয়াড় অংশ গ্রহন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু দেশের মহিলা ভলিবলকে এগিয়ে নেয়ার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশের জন্য সুনাম বয়ে আনতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ইউসিবি ব্যাংকের বোর্ড সভা ১৪ মে

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউসিবি ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ মে আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩ টায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

সোমবার থেকে দেশে কমছে সোনার দাম

goldস্টকমার্কেট ডেস্ক :

দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ সোমবার থেকে নতুন মূল্য কার্যকর হচ্ছে। মানভেদে ভরিতে সর্বোচ্চ ১১৬৬ টাকা কমেছে বলে গতকাল রবিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি ভরিতে সর্বোচ্চ ৯৯২ টাকা বাড়ানো হয়েছিল সোনার দাম।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৫ হাজার ৮৯৮ টাকা। সোমবার থেকে ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতিভরি ৩৮ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে। বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৭ হাজার ৬৪ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৯৬৫ টাকা ও ১৮ ক্যারেট ৩৯ হাজার ৪৮৩ টাকা। ভরিতে ২২ ক্যারেটে ১১৬৬ টাকা, ২১ ক্যারেটে ১১০৮ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৮১৭ টাকা কমেছে।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার থেকে সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম হবে ২৪ হাজার ৮৪৪ টাকা, এ মানের সোনার বর্তমান দাম ২৫ হাজার ৬৬১ টাকা। এ ক্ষেত্রে দাম কমেছে ৮১৭ টাকা। সোনার সঙ্গে কমেছে রুপার দামও। বর্তমানে ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১১০৮ টাকা। নতুন মূল্য অনুযায়ী তা কমে হয়েছে ১০৫০ টাকা।

স্টকমকার্কেটবিডি.কম/এমএ

ইউনিয়ন ক্যাপিটাল ২৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

unioonlogoস্টকমার্কেট ডেস্ক :

ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ ২৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ বন্ডটি হবে আনসিকিউরড সাব-অর্ডিনেন্ট রিডিমেবল নন-কনভারটেবল বন্ড। অর্থাৎ এ বন্ড ইস্যুর বিপরীতে কোনো জামানত রাখবে না ইস্যুকারী প্রতিষ্ঠান। নির্দিষ্ট মেয়াদ শেষে এটি অবসায়িত হবে। এই বন্ড কোনোভাবেই শেয়ারে রূপান্তর হবে না।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বিক্রি করা হবে। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। তবে গ্রেস পিরিয়ড হবে ২ বছর। বন্ডটিতে সর্বনিম্ম ১ কোটি টাকার আবেদন করতে হবে।

এদিকে আজ কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৮০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৫ জুন। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ বন্ড ছাড়া হবে।

স্টকমকার্কেটবিডি.কম/এমএ