প্রিমিয়ার ব্যাংকের ১.২৮ কোটি শেয়ার কেনার সিদ্ধান্ত

primiarস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের একটি স্পন্সর ১ কোটি ২৮ লাখ ৩৫ হাজার ২৬৮ শেয়ার ক্রয় করবে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির পরিচালক জামাল জি আহমেদ এই স্পন্সর ব্যাংকটির ১ কোটি ২৮ লাখ ৩৫ হাজার ২৬৮ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে ক্রয় করা হবে।
ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করতে একমত নয় বিশ্ব ব্যাংক

indexনিজস্ব প্রতিবেদক :

চলতি অর্থবছর শেষে সরকার ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির যে প্রাক্কলন করেছে তার সঙ্গে একমত নয় বিশ্বব্যাংক। আন্তর্জাতিক সংস্থাটি মনে করছে, এই সময়ে বাংলাদেশ প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ। তবে প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে ৩ সুপারিশের কথা উল্লেখ করেছে আন্তর্জাতিক সংস্থাটি।

সংস্থাটি মনে করে, বাংলাদেশের অর্থনৈতি প্রবৃদ্ধি বাড়াতে হলে সরকারি বিনিয়োগে দক্ষতা, শ্রমবাজারে নারীদের প্রবেশ এবং সম্পদের সঠিক ব্যবহার বাড়াতে হবে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের আবাসিক কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট রিপোর্টে এসব কথা বলেন প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান, ঊর্ধ্বতন পরিচালক কার্লোস ফিলিপে হ্যারমিলোসহ প্রমুখ। অন্যদিকে, বাংলাদেশে ২০১৯ সালের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অনিশ্চয়তাসহ আগামী অর্থবছরে জন্য অর্থনীতিতে ৩ ঝুঁকি রয়েছে বলে মনে করছে উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্ব ব্যাংক।

ড. জাহিদ বলেন, আমাদের দেশে কর্মক্ষেত্রে পুরুষের অবস্থান ৮১ দশমিক ৭ শতাংশ। আর নারীদের অবস্থান ৩৩ দশমিক ৫ শতাংশ। প্রবৃদ্ধি বাড়াতে কর্মক্ষেত্রে নারীদের প্রবেশ বাড়াতে হবে। সরকারি বিনিয়োগে দক্ষতা, শ্রমবাজারে নারীদের প্রবেশ এবং সম্পদের সঠিক ব্যবহার বাড়াতে পারলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে ৩ শতাংশ প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে, আগামী অর্থনীতিতে বাহ্যিক ও অভ্যন্তরীণ ঝুঁকি রয়েছে। এর মধ্যে অাভ্যন্তরীণ ঝুঁকির মধ্য রয়েছে- আর্থিক খাতের অস্থিতিশীলতা, আর্থিক খাতের সংস্কার ও ২০১৯ সালের নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক অনিশ্চয়তা।

এছাড়া বাহ্যিক ঝুঁকির মধ্যে রয়েছে- আমেরিকা ও ইউরোপীয় অঞ্চলে বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চিয়তা, আন্তর্জাতিক বাজারে তেলের দামের সম্ভাব্য বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যে কঠোরতা।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে তুলে ধরে বলা হয়, মূলত রপ্তানি প্রবৃদ্ধি কমায় এবং রেমিটেন্সের পতনের কারণে গতবছরের তুলনায় এবার বাংলাদেশের প্রবৃদ্ধি কম হবে।

জাহিদ হোসেন বলেন, সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে আমি বলতে চাই, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ ধারাবাহিকতা ধরে রেখেছে। রপ্তানি ও রেমিট্যান্সে প্রতিকূল হাওয়া বইছে। তবে স্থিতিশীলতা বজায় আছে।

প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) যেখানে বাংলাদেশ রপ্তানিতে ৯ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছিল, এবার একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ। আর ওই সময়ে গত অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স কমেছিল ২.৫ শতাংশ; এবার কমেছে ১৬ শতাংশ।

গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের ঘর অতিক্রম করে। এরপর গত জুনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসএ

শাহজালাল ব্যাংকের শেয়ার কেনার সিদ্ধান্ত

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একটি কর্পোরেট স্পন্সর ১০ লাখ শেয়ার ক্রয় করবে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

লিবাস টেক্সটাইল লিমিটেড নামে এই কর্পোরেট স্পন্সর ব্যাংকটির ১০ লক্ষ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে চলমান মার্কেটে ক্রয় করা হবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

লিবাস টেক্সটাইল লিমিটেডের এমডি তৌহিদুর রহমান শাহজালাল ইসলামী ব্যাংকেরও পরিচালক।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

ইসলামি ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৫ পয়সা

Islami-Insu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ইসলামি ইন্স্যুরেন্সের পরিচালনা সভা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) বিমা খাতের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৩৪ পয়সা। এহিসাবে বিমাটির শেয়ার প্রতি আয় ৫ পয়সা বেড়েছে।

এই সময়ে বিমার শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ১৩ পয়সা।

এ বছরের ৩ মাসে ইন্স্যুরেন্সের ন্যাভ দাঁড়িয়েছে ১৪ টাকা। যা গত বছর ৩১ ডিসেম্বর ছিল ১৩.৬১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

কারখানায় ৪০০০ স্কয়ার ফুটে ছড়িয়ে পড়ে আগুন

fekdilনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং লিমিটেডের কারখানায় সংগঠিত অগ্নিকান্ডটি ৪০০০ স্কয়ার ফুট এলাকায় ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি গাজিপুর কালিয়াকৈরে কোম্পানির কারখানায় আগুন লাগে বলে সূত্র থেকে জানা যায়।

ডিএসই সূত্রে আরো জানা যায়, গত ১২ই মে ফারইস্ট নিটিং এন্ড ডায়িংয়ের কারখানায় অগ্নিকান্ড ঘটে। এই অগ্নিকান্ডটি কারখানার ২ নং ভবনের ৩য় তলা থেকে সূত্রপাত হয়। তা পরে ৪০০০ ফুট এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকান্ডে কারখানার ফিনিশিং ডিপার্টমেন্টে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। প্রস্তুতকৃত মালামাল পুড়ে যায়। এছাড়া কারখানার মেশিন ও ফার্নিচারের ক্ষতি হয়।

কারখানাটির এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তা বিমা কোম্পানির নিকট দাবি করা হবে বলে জানিয়েছে কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. ডরিন পাওয়ার
  2. রতনপুন স্টিল
  3. এসিআই লিমিটেড
  4. শাহজিবাজার পাওয়ার
  5. লংকাবাংলা ফাইন্যান্স
  6. বিডি ফাইন্যান্স
  7. ইউনাইটেড পাওয়ার
  8. এ্যাকটিভ ফাইন
  9. রিজেন্ট টেক্সটাইল
  10. সিটি ব্যাংক।

দুই শেয়ারবাজোরে সূচক ও লেনদেনে বড় পতন

indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ও লেনদেনের রড় ধরণের পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচকের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দিনের শেষে ডিএসইতে ৫৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই লেনদেন ৬৮৭ কোটি ৫ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৬.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২০৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ডরিন পাওয়ার, রতনপুন স্টিল, এসিআই লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, এ্যাকটিভ ফাইন, রিজেন্ট টেক্সটাইল ও সিটি ব্যাংক।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই লেনদেন ৩৫ কোটি ৩৭ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯০৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল ফিডস ও ডরিন পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম

এফবিসিসিআই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে

fbcciনিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এফবিসিসিআই নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটাররা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন।

সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। সকালে সরেজমিনে দেখা গেছে, ভোট গ্রহণ উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা মিছিল করছেন। এ ছাড়া প্রার্থীরা ভোটকেন্দ্রের প্রবেশমুখে দাঁড়িয়ে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করছেন।

এবারের এফবিসিসিআইয়ের ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ১২টি করে মোট ২৪টি পদে পরিচালক মনোনয়ন করা হয়। চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন হবে। তবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কেবল অ্যাসোসিয়েশনের ভোটাররা। কারণ, চেম্বারের ১৮টি পরিচালক পদে প্রার্থী ১৮ জন হওয়ায় ভোট নেওয়ার প্রয়োজন হয়নি। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন।

নিজের ভোটটি দেওয়ার পর এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। এ জন্য আমরা সবাই খুশি।’

চেম্বারে ভোট না হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, প্রার্থী হওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। প্রার্থিতা থেকে সরে যাওয়াও গণতান্ত্রিক অধিকার। চেম্বারে পরিচালক পদে যদি প্রতিদ্বন্দ্বী থাকতেন, তাহলে ভালো হতো। না থাকাতেও আইনের কোনো ব্যত্যয় হয়নি।

৩৮০টি ব্যবসায়ী সংগঠন এবং ৮১টি চেম্বারের যৌথ সংগঠন এফবিসিসিআই। এফবিসিসিআই নির্বাচনে চেম্বারের ভোটার ৪৫৪ জন এবং অ্যাসোসিয়েশনের ভোটার ১ হাজার ৮৮৭ জন।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

১০ লাখ শেয়ার কিনবে ব্যাংক এশিয়া

asia.smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্যাংক এশিয়ার একটি কর্পোরেট স্পন্সর ১০ লাখ শেয়ার ক্রয় করবে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আমিরান জেনারেশন নামে এই কর্পোরেট স্পন্সর ব্যাংকটির ১০ লক্ষ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে ক্রয় করা হবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

এশিয়া ইন্স্যুরেন্সের ইপিএস ৬১ পয়সা

Asia-Insurance-Limited SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৩৩ পয়সা। এহিসাবে বিমাটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

এই সময়ে ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ১.২৫ টাকা।

এ বছরের ৩ মাসে ইন্স্যুরেন্সের ন্যাভ দাঁড়িয়েছে ২০.১৯ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ১৭.৬১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া