বাজারে ১০০ ও ৫০০ টাকার নতুন নোট

noteনিজস্ব প্রতিবেদক :

বাজারে নিরাপত্তা সুতা সম্বলিত ১০০ ও ৫০০ টাকার নতুন ব্যাংক নোট এসেছে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নোট ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আরও সুদৃঢ় করতে বিদ্যমান কাগজের পরিবর্তে উন্নতমানের কোটিং করা দীর্ঘস্থায়ী ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত এই নোট। এই নোটে গভর্নর ফজলে কবিরের সই রয়েছে।

১০০ টাকার নোট ১৪০ মিমি দৈর্ঘ্য এবং ৬২ মিমি প্রস্থের। আর ৫০০ টাকার নোট ১৫২ মিমি দৈর্ঘ্য এবং ৬৫ মিমি প্রস্থের।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ১০০ টাকার নতুন নোটের সুতার দিকে সরাসরি তাকালে লাল ও উজ্জল রূপালী বার এর সমন্বয় দেখা যাবে। আর ৫০০ টাকার সুতার দিকে তাকালে লাল ও উজ্জল স্বর্ণালী বারের সমন্বয় মিলবে।

নিরাপত্তা সুতায় আলোর বিপরীতে ১০০ টাকার নোটে ‘১০০ টাকা’ এবং ৫০০ টাকার নোটে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এশিয়ায় ১০৬৭৭টি পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ

Perlamentনিজস্ব প্রতিবেদক :

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় জোটের অন্তর্ভুক্ত দেশসমূহে মোট ১০ হাজার ৬৭৭টি পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের রফতানি খাতে ব্যবসা-বাণিজ্য আরও বাড়বে বলে মনে করছে সরকার।

সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত ‘সেকেন্ড অ্যামেন্ডমেন্ট টু দ্য এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট’-এর অনুসমর্থনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, দ্য এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা) আওতায় বর্তমানে ৪ হাজার ৬৪৮টি পণ্য বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পায়। দ্বিতীয় সংশোধনীর ফলে এখন মোট ১০ হাজার ৬৭৭টি পণ্যে শুল্ক সুবিধা পাওয়া যাবে।

চুক্তি অনুযায়ী, ভারত সাধারণ তালিকার সকল সদস্য দেশকে ৩ হাজার ৩৮১টি পণ্যে ৫ থেকে ১০০ শতাংশ, চীন সাধারণ তালিকার সকল সদস্যকে ২ হাজার ৩৭২টি পণ্যে ৫ থেকে ১০০ শতাংশ এবং দক্ষিণ কোরিয়া সাধারণ তালিকার সদস্য দেশগুলোকে ৩ হাজার ৩৫৭টি পণ্যে ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক সুবিধা দেবে।

জানা গেছে, ১৯৭৫ সালে ব্যাংককে একটি বাণিজ্য চুক্তি হয়। ২০০৫ সালে এটি সংশোধিত হয়ে আপটা হয়। এটি ব্যাংকক চুক্তি নামে পরিচিত, যার সদর দফতরও ব্যাংককে। বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও লাওস আপটার অন্তর্ভুক্ত।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আমদানিতে ডলারের দরে কিছুটা স্বস্তি

dollarনিজস্ব প্রতিবেদক :

আমদানি পর্যায়ে ডলারের দর এখন বেশ স্বস্তিদায়ক। গতকাল রবিবার দেশের ব্যাংকগুলোতে আমদানি পর্যায়ে ডলারের দর ছিল ৮২ টাকার নিচে।

একটি-দুটি দুর্বল ব্যাংক ছাড়া অধিকাংশ ব্যাংকের নগদ ডলারের দর ছিল ৮৩ টাকার নিচে।

ব্যাংকগুলোর ঘোষিত বিদেশি মুদ্রা বিনিময় হার অনুযায়ী গতকাল রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে আমদানি পর্যায়ের (বিসি) ডলারের সর্বোচ্চ দর ছিল আইসিবি ইসলামী ব্যাংকে, ৮১.৮০ টাকা। এনআরবি গ্লোবাল ও মেঘনা ব্যাংকে ডলারের দর ছিল ৮১.৭৫ টাকা। সর্বনিম্ন দর ছিল ওরি ব্যাংকে, ৮০.৫০ টাকা। ঢাকা, কৃষি, ট্রাস্ট, মধুমতি, ইউনিয়ন ও বাংলাদেশ কমার্স ব্যাংকে ডলারের দর ছিল ৮১.৬০ টাকা।

অন্যদিকে নগদ ডলারের দর সবচেয়ে বেশি ছিল ফারমার্স ব্যাংকে, ৮৪.৭০ টাকা। আইসিবি ইসলামী ও বেসিক ব্যাংকের ছিল ৮৪ টাকা। এরপর ছিল পূবালী ও হাবিব ব্যাংকের ৮৩.৭০ টাকা। ন্যাশনাল ব্যাংকে নগদ ডলারের দর ছিল সর্বনিম্ন, ৮১.৫০ টাকা।

মানি এক্সচেঞ্জগুলোতেও এখন নগদ ডলারের দর তুলনামূলক কম। গতকাল রাজধানীর পল্টন এলাকার মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো ৮২.৪০ টাকা থেকে ৮২.৬০ টাকায় ডলার কেনাবেচা করেছে। একইভাবে খোলাবাজারে বা কার্ব মার্কেটেও ডলারের দর এখন ৮২.৬০ টাকার নিচে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের ঋণমান প্রকাশ

first..smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, ব্যাংকটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এ+’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান

muhitনিজস্ব প্রতিবেদক :

ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় সাংসদ আবদুল মান্নান। তিনি মানুষের দাবি অনুযায়ী বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানান।

আজ সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আবদুল মান্নান এ দাবি জানান।

ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রত্যাহার করা হবে না—অর্থমন্ত্রীর এই বক্তব্য উদ্ধৃত করে মন্ত্রীর উদ্দেশে মান্নান বলেন, এখানে জেদ ধরার বিষয় নেই। আওয়ামী লীগ মানুষের রাজনীতি করে। মানুষের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। মানুষ এ শুল্ক চায় না। আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে—এটা মাথায় রাখা প্রয়োজন।

আবদুল মান্নান বলেন, অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংক আমানতে আবগারি শুল্ক আগেও ছিল। এবার তা বাড়ানো হয়েছে। প্রায় সব সাংসদ বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সংসদের বাইরেও এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আগে যে আবগারি শুল্ক ছিল, তা সহনীয় ছিল। মানুষ মনে করছে, বর্ধিত শুল্ক প্রত্যাহার করা উচিত। এটি নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। অনেকে ব্যাংকে খোঁজ নিচ্ছেন আসলে কত রাখলে কত ফেরত পাওয়া যাবে। বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহার করে এই সংশয় দূর করতে হবে।

সরকারি দলের এই সাংসদ খাতভিত্তিক ভ্যাট বাস্তবায়ন, কৃষি গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল ব্যাংকের দীর্ঘ মেয়াদি ঋণমান ‘এএ’

nbl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, ব্যাংকটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. প্যারামাউন্ট টেক্সটাইল
  2. ইফাদ অটোস
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. ইউনাইটেড পাওয়ার
  5. বেক্স ফার্মা
  6. ব্র্যাক ব্যাংক
  7. বিডি ফাইন্যান্স
  8. স্কয়ার ফার্মা
  9. মবিল যমুনা
  10. সিটি ব্যাংক।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনের লেনদেন ৩৭০ কোটি টাকা হয়েছে। এদিন লেনদেন ও সব ধরণের মূল্য সূচক কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪০ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার দিনের শেষে ডিএসইতে ৩৭০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার এই লেনদেন ৪৬৯ কোটি ১ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০২৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – প্যারামাউন্ট টেক্সটাইল, ইফাদ অটোস, লংকাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, বেক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিডি ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, মবিল যমুনা ও সিটি ব্যাংক।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার এই লেনদেন ২৪ কোটি ২০ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইডিএলসি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

এমটিবির ১৮তম এজিএম স্থগিত

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড পরিচালনা পর্ষদ আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, ব্যাংকটির ১৮তম এজিএমটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। যা আগামী ২০ জুন হওয়ার কথা ছিল।

তবে কোম্পানিটির এজিএমের নতুন ভ্যানু, তারিখ ও সময় পরিবর্তিততে জানানাে হবে।

এর আগে আর্মি গলফ ক্লাবে এই এজিএমটি আহবান করা হয়। গত ২০১৬ সালে ব্যাংকটি প্রস্থাবিত ১৫ শতাংশ বোনাস লভ্যাংশের অনুমোদন নিতে এই এজিএমটি আহবান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর